প্রথম এ বুঝে নেই সমস্যাটা কেমন ...
(সমস্যা আমার হয়েছিলো, সবার নাও হতে পারে। তাই সমাধান বের করলাম, যদি কারও কাজে দেয়)
Samsung GT-S5301 এ ICS এ এই সমস্যা হয়েছিলো।
কী-প্যাড মিস কল দেখার পরও নোটিফিকেশান থেকেই থাকে ! ২/৩ টা মিস কল থাকলেও সেই ১ টাই দেখায়...
সমাধান জটিল কিছু না...
android এর Settings এ যান, তারপর Application Manager যাবেন
তারপর all দিয়ে Badge Provider এ যাবেন
Badge Provider এ Click করার পর Clear Data press করবেন। তারপর ফোন রিস্টার্ট করতে হবে।
ব্যাস problem solved ! 🙂
(টিউনটি আগে করা হলে দুঃখিত)
আমি Sushan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnkx.