বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থার নাম ঢাকা মেট্রোরেল যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে ঢাকা মহানগরীর দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে রাজধানী ঢাকায় মেট্রোরেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে মেট্রোরেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়। বাংলাদেশে বড় প্রজেক্ট গুলির মধ্যে ঢাকা মেট্রোরেল একটি। বাঙালি জাতির স্বপ্নের মেট্রোরেল গত ২৮ শে ডিসেম্বর ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাও পর্যন্ত প্রথমবারের মত বাংলাদেশে মেট্রোরেল চালু করেন।
উপরে মোটামুটি ১০ (দশ) টি গুরুত্বপূর্ন বাক্য (মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান) তুলে ধরেছি আশা করছি আপনাদের কাজে আসবে। নিবন্ধটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।