একটা মজার রিপোর্ট (ফ্রম নয়া দিগন্ত) – আরিফ আনা

পত্রিকার মূল লিংক : http://www.dailynayadiganta.com/2009/08/23/fullnews.asp?News_ID=163638&sec=2

এই লেখাটার মূল লিংক : http://www.somewhereinblog.net/blog/sweetkissblog/28999245

আমাদের আইটি সাংবাদিকদের কি হলো ? তারা কি সব ভুলে গেছেন ? বিল গেটসের গুগল !!!!
বিশ্বাস করতে পারছি না। আর সার্চ ইঞ্জিন কি করে ফাইল আদান প্রদানের ওয়েব হয়ে যায়, তাও
আমার বোধগম্য নয়। তাও আবার এশিয়ার দ্রুততম। আর সবচেয়ে হাসির বিষয়, গুগলের চেয়েও
দ্রুতগতি সম্পন্ন। টিউনার ভাইয়েরা আপনারা কি বলেন ?

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Goru

এই সাইটটাকে যাতে স্প্যাম সাইট দেখায় এমন ব্যবস্থা নেয়া উচিত । কস্টের টাকা খরচ কইরা, অতি কস্ট কইরা কম্পুটারে পইড়া-লেইখ্যা পোলাপানেরা সাইট বানাইতাছে-ভাত পাইতাছে না-কিছু মিডিয়ার কারচুপিতে কেমন দৌড়-ঝাপ। দেখছেন ব্যপারটা।

Level 0

আমি তো ভাই হাসতে ও পারতেছি না কানতে ও পারতেছি না৷ কি হল রে ভাই

Not only the Naya Diganta, all the dailies and TV news cover this fool news..

Dear tuner, before giving reference of any specific media, first you should check all other madia….

May be you dont like Naya Diganto thats why you choose this news paper, but all other news papers covered this news same way…lol

And Finally, this is an VERY OLD POST as Mr Shakil did this post couple of days ago..

lol post…

    জামান ভাই, আমি নিউজটা পড়েছি বেশ কয়েকটি দৈনিকে। এবং মনে মনে হেসেছি এহন কান্ডে। আমি যে পোস্ট টা করেছি সেই কাজটা আর কেহ করেনি একমাত্র নয়াদিগন্ত ছাড়া।
    “আমাদের আইটি সাংবাদিকদের কি হলো ? তারা কি সব ভুলে গেছেন ? বিল গেটসের গুগল !!!! বিশ্বাস করতে পারছি না। আর সার্চ ইঞ্জিন কি করে ফাইল আদান প্রদানের ওয়েব হয়ে যায়, তাও আমার বোধগম্য নয়। তাও আবার এশিয়ার দ্রুততম। আর সবচেয়ে হাসির বিষয়, গুগলের চেয়েও দ্রুতগতি সম্পন্ন।” – এটাই ছিল আমার কথা

    বিল গেটসের গুগল !!!! হা হা হা 🙂

Level 0

মাথাটাই তো আউলায়া গেছে। ধুর ভাবতাছি আমি এখন থেকে অফলাইনেই থাকুম, অন লাইনে মিতা নূরের পোলা থাকুক

আমার ত সোজা সাপ্টা কয়েকটা গালি দিতে ইচ্ছে করছে ……. রমজান বইলা ব্যাটা পার পেয়ে গেল

    অনেকে হাসলেও আমারও টিন টিন ভাই এর মত রাগ হচ্ছে, আমার তো মনে হয় শুধু গালি দিলেই হবেনা কানপাটিতে যদি একটা … মাত্র সেভেন এ পড়ে, এখন থেকেই জোচ্চুরী শুরু করেছে, আর অশিক্ষিত সাংবাদিকগন তাই প্রচার করেও বেড়াচ্ছে, এ কারনেই আমাদের দেশ এর উন্নতি হয়না…

কি বলব বলার কিছু নাই

আমরা বাঙ্গালী না..আমাদের তো এই রকম ভুল কোন ব্যাপার না…!!!!!!……..??

খাইছে রে…!!!!!!!!!!!!!!!!!!
এক ঢেলে ২ পাখি মারা।
হুদাই সব ভাওতাবাজি লইয়া ফাও পেচাল। আর এসব পত্রিকার সাংবাদিকেরা কি কিছু জানে নাকি। এরা হুদাই অন্যের থেইকা খবর কিনা নিয়া এদের পত্রিকায় ছাপায়।
এইগুলা পেচাল শোনার টাইম নাইক্কা।

Level 0

হা হা হা হা হি হি হি হি হো হো হো ।
কঠিন + জটিল মজা পাইলাম ।

Level 0

তাউস ভাই এগিয়ে যান………………. তবে……………………………………….।
যেইডা করছেন হেইডা থাউক।
রমজানের সময় রোজা রাইখেন। পবিত্রতা বজায় রাইখেন।

Level 0

পুরা Damn……….

টেকটিউনে তো কিছুই বলা হয় নাই,আরো বেশি মজার কথা বলা আছে সামুব্লগের পোস্টগুলোতে,সেগুলো পরে আমি আর হাসি থামাতে পারছি না…আসলেই বিলগেটস গুগল কিনার আগে আমাদের জানাইতে পারত,আমরাও কিনতাম, তাউসের মত আমাদের ১টা সার্চ ইঞ্জিন থাকত…lol

ছাগল

এই রকম ভাবে মিথ্যাচার কেবল এই দেশেই সম্ভব।

Level 0

আমাদের গরু ভাবে নাকি…….

শালারা আইটি রিপোটার কিন্তু কিছুই জানেনা।
আর জানলেও ঘুশ খায়।

এটা ছাড়াও কিছু দিন আগে Ittefaq আর Prothom Alo কিলোবিট কে কিলোবাইট লিখে মানুষকে
বিভ্রান্ত করছে…।

শালারা………:-w :-w :-w

Level 0

আমি গতকাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম -এ গিয়ে দেখি এই সংবাদ। আমাদের দৈনিক পত্রিকাগুলো তেমন ভালো না। সবই বউতাবাজি। আসলে বাংলাদেশে পাগলামি ছাড়া আর কিছু না। তবু সাচ ইন্জিনটা ইউজ করে দেখলাম মোটামুটি ভাল। আর পত্রিকা থেকে অনলাইন পত্রিকা ভাল। তাই আমি বলব যে যারা অনলাইন ইউজ করে তাদের জন্য আশা করি অনলাইন পত্রিকা ভাল হবে।