রাতের অন্ধকারে 5 জন ভিন্ন বয়সের পথযাত্রী লঞ্চঘাটে যাচ্ছে। কিছুদূর যাবার পর তারা 1টি কাঠের পুল দেখতে পেল। পুলটি পুরাতন এবং ভাঙ্গা ছিল। 2 জনের বেশি একসাথে পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। হাতে সময় অল্প। 1 ঘন্টার মাঝে ঘাটে পৌছাতে না পারলে টিকিট পাওয়া সম্ভব নয়। তাই তারা মোট সময় ভাগ করে নিল। পুল পার হতে আধা ঘন্টা এবং বাকী সময় পথের জন্য। কিন্তু ঝামেলা কী কম, তাদের হাতে ছিল 1টি মাত্র হারিকেন। আর হারিকেন ছাড়া পুল পার হওয়াও কোনোভাবেই সম্ভব নয়। সমস্যা হলো হারিকেন এই পার থেকে ঐ পারে গেলে যে কাউকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ অন্ধকারে পার হওয়া সম্ভব না। এখন এই 30 মিনিটের মাঝে সবাইকে পার হতে হবে। নিচের নিয়মগুলো অনুসরণ করে বলুন কীভাবে পার হওয়া সম্ভব।
1. তাদের নাম এবং পুল পার হওয়ার সময় (মিনিটে) দেয়া হলো-
করিম (1), রহিম (3), ফাতেমা (6), হাশেম (8), হাফিজ (12)।
2. নামগুলো বয়সের ক্রমানুসারে দেয়া আছে। সে হিসেবে হাফিজ সবচেয়ে বড়।
3. যখন দুইজন মিলে পুল পার হবে তখন যার বয়স বেশি, সে হারিকেন হাতে আগে থাকবে।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর ফ্লাশ গেমটা ফিনিশ করেছিলাম!