সংরক্ষণ করে রাখুন কাজে লাগবে সারা জীবন

প্রায়ই চিন্তা করি একটি টিউন করি কিন্তু সময় হয়ে োঠে না, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি নামাজের সংক্ষিপ্ত বর্ণানা নিয়ে আশা করি সকলের সারা জীবণ কাজে লাগবে। তাহলে আর বিলম্ব না করে এইটুকুকে সংরক্ষণ করে রাখি।

জায়নামাজেরদোয়াঃ

জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয়,

বাংলা উচ্চারন-ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন।
অর্থ-নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ।

এরপর নামাজের নিয়াত তাক্ বীরে তাহঃরীমা

নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা। মুখে উচ্চারণ করা জরুরী নয়, তবে মুস্তাহাব।
সমস্ত নামাজেই ,নাওয়াইঃতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তায়া'লা

(২ রাকাত হলে) রাক্ 'য়াতাই ছালাতিল
(৩ রাকাত হলে) ছালাছা রাক্ 'য়াতাই ছালাতিল
(৪ রাকাত হলে) আর্ বায় রাক্ 'য়াতাই ছালাতিল

(ওয়াক্তের নাম) ফাজ্ রি/ জ্জুহরি/আ'ছরি/মাগরিবি/ইশাই/জুমুয়া'তি
(কি নামাজ তার নাম) ফারদ্বুল্ল-হি/ওয়াজিবুল্ল-হি/সুন্নাতু রসূলিল্লাহি/নাফলি।
(সমস্ত নামাজেই) তায়া'লা মুতাওয়াজ্জিহান্ ইলা জিহাতিল্ কা'বাতিশ শারীফাতি আল্ল-হু আক্ বার।

বাংলায় নিয়াত করতে চাইলে বলতে হবে,
আমি আল্ল-হ্'র উদ্দেশ্যে ক্কেবল মুখী হয়ে,
ফজরের/জোহরের/আসরের/মাফরিবের/ঈশার/জুময়ার/বি'তরের/তারঅবি/তাহাজ্জুদের (অথবা যে নামাজ হয় তার নাম)
২ র'কাত/৩র'কাত/৪ র'কাত (যে কয় রাকাত নামাজ তার নাম)
ফরজ/ওয়াজিব/সুন্নাত/নফল নামাজ পড়ার নিয়াত করলাম, আল্ল-হু আকবার ।

তাকবীরেতাহরীমা-

আল্লাহু আক্ বার, অর্থ-আল্লাহ মহান ।
সানাঃ (হাত বাধার পর এই দোয়া পড়তে হয়)
উচ্চারণ : সুবহা-না কাল্লা-হুম্মা ওয়া বিহাম্ দিকা ওয়াতাবারঅ কাস্ মুকা ওয়াতা’ আ-লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুক।
অর্থ-হে আল্লাহ ! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি। আপনার নাম বরকতময়, আপনার মাহাত্ম্য সর্বোচ্চ এবং আপনি ভিন্ন কেহই ইবাদতের যোগ্য নয় ।

তাআউজঃ

উচ্চারণ- আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম ।
অর্থ-বিতশয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ।

তাসমিয়াঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
অর্থ-পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।

এরপর সূরা ফাতিহা পাঠ করতে হয়, সূরা ফাতিহা তিলাওয়াতের পর পবিত্র কোর আনের যে কোন জায়গা থেকে তিলাওয়াত করতে হয় ।

রুকুরতাসবীহঃ

উচ্চারণ-সুবহা-না রব্ বি ইঃয়াল্ আ'জ্বীম। অর্থ-মহান প্রতিপালকের পবিত্রতা ও মহাত্মতা ঘোষণা করছি ।

তাসমীঃ

(রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়) সামি আল্লা হুলিমান হামিদাহ,
অর্থ- প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শোনেন ।

তাহমীদঃ

(রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হয়) রাব্বানা লাকাল হামদ । অর্থ-হে আমার প্রভু, সমস্ত প্রশংসা আপনারই ।

সিজদার তাসবীহঃ

উচ্চারণ-সুবহা-না রাব্বিয়াল আ'লা। অর্থ-আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ট, তারই পবিত্রতা বর্ণনা করছি ।

দু'সিজদারমাঝখানেপড়ারদোয়াঃ

উচ্চারণ-আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী ।
অর্থ- হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন ।
হানীফি মাযহাবে এই দোয়া পড়া হয় না, কেউ যদি হানীফি মাযহাব এর হয়ে থাকেন তাহলে এই সময এক তসবী পড়তে যে সময় লাগে , সেই সময় পর্যন্ত বিরতি দিয়ে পুনঃরায় সেজদায় যাওয়া।

তাশাহুদবাআত্তাহিয়্যাতুঃ

উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লা-হি, ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ'লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ'লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ।

অর্থঃ আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক । আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা এবং রাসুল ।

দরুদশরীফঃ

উচ্চারণ-আল্লহুম্মা ছাল্লি আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ-লি ইব্রহীমা ইন্নাকা হামীদুম মাজী-দ্ ।আল্লাহুম্মা বারিক্ আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ'লি মুহাম্মাদিন, কামা বা-রাকতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ'লি ইব্রহীমা ইন্নাকা হামিদুম মাজীদ ।

অর্থ-হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি উত্তম গুনের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাযিল করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর।নিশ্চই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী ।

দোয়ায়েমাসূরাঃ

উচ্চারন-আল্লা-হুম্মা ইন্নী জ্বলামতু নাফসী জুলমান কাছীরও ওয়ালা ইয়াগফিরু যুনূবা ইল্লা আনতা ফাগ্ ফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।

অর্থ-হে মহান আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি (অর্থাৎ অনেক গুনাহ/পাপ করেছি) কিন্তু আপনি ব্যতীত অন্য কেহ গুনাহ মাফ করতে পারে না। অতএব হে আল্লাহ অনুগ্রহ পূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হোন; নিশ্চই আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু ।

দোয়ায়েকুনুতঃ

(বিতরের নামাজের পর ৩য় রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য কিরআত পড়ার পর এই দোয়া পড়তে হয় )।

উচ্চারণ-"আল্লাহুম্মা ইন্না নাসতা'ঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নু'মিনু বিকা ওয়া না তা ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখ লা, ওয়া নাত রুকু মাইয়্যাফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ'শা আযাবাকা ইন্না আযা-বাকা বিল কুফফা-রি মুল হিক ।"

অর্থ-হে আল্লাহ, আমারা আপনার নিকট সাহায্য চাই। আপনার নিকট গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি। আপনার প্রতি ঈমান এনেছি। আমরা কেবল মাত্র আপনার উপরেই ভরসা করি। সর্বপ্রকার কল্যান ও মংগলের সাথে আপনার প্রশংসা করি। আমরা আপনার শোকর আদায় করি, আপনার দানকে অস্বীকার করি না।আপনার নিকট ওয়াদা করছি যা, আপনার অবাধ্য লোকদের সাথে আমরা কোন সম্পর্ক রাখব না-তাদেরকে পরিত্যাগ করব । হে আল্লাহ, আমরা আপনারই দাসত্ব স্বীকার করি। কেবলমাত্র আপনার জন্যই নামাজ পড়ি, কেবল আপনাকেই সিজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা-সাধনা ও কষ্ট স্বীকার কেবল আপনার সন্ততুষ্টির জন্যই । আমরা কেবল আপনার ই রহমত লাভের আশা করি, আপনার আযাবকে আমাওরা ভয় করি। নিশ্চই আপনার আযাবে কেবল কাফেরগনই নিক্ষিপ্ত হবে।

আসুন টিউটোরিয়ালটা দেখে নিই এখান থেকে

Level 0

আমি Rashed Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

ভাল জিনিশ………কাজে লাগবে।

হুম্‌্‌, ধন্যবাদ………অনেক কাজের জিনিশ 🙂

ধন্যবাদ

Level New

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার টিউন থেকে অনেক কিছু শিখে নিজেকে ডালাই করে নিয়েছি।

সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। জায়নামাজে দাড়িয়েঁ যে দুআটি পড়তে হয় বলে লিখেছেন তার কোন ভিত্তি আছে বলে আমি মনে করি না। সহিহ কোন ভিত্তি থাকলে জানাবেন।

Level New

ধন্যবাদ ভাই………কিন্তু এটা তো টেকনলজিক্যাল ব্লগ…………সামু তে এই সব পোস্ট দিন ভাল সাড়া পাবেন …………
ধর্ম জিনিস টাকে এখানে না টানলেও পারতেন……।

Level 0

টেকনলজকে পেয়ে মানুষ ধর্মকে ভুলে যাচ্ছে।

মাঝের মধ্যে একটু ভিন্নধর্মী টিউন হলে সমস্যাটা কোথায়? না কি মানুষ ধর্মকে পছন্দ করে না?

    @Rashed Ahmed:
    ভাই, পছন্দ তো আমাদের অনেক কিছুই | তাই বলে সবখানে সব জিনিস কি চলে ?

    ধরুন কেউ মারা গেছে | তার স্মৃতিচারণ অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়েছে কিছু বলার জন্য | আপনি গিয়ে সেখানে jokes বলতে শুরু করলেন, কারণ ওই jokes গুলো আপনার আর যিনি মারা গেছেন দুজনেরই ভালো লাগত | তিনি বেঁচে থাকার সময় আপনারা ওই কৌতুকগুলো নিজেরদের মধ্যে share করে আনন্দ পেতেন | তাই একের পর এক সেই jokes গুলো বলতে শুরু করলেন সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে | খুব ভালো লাগবে কি ব্যাপারটা ?

    আমার অনেক পছন্দ pornography | খুব enjoy করি আমি ঐটা | এবার টিটিতে আমি পর্ণগ্রাফি নিয়ে পোস্ট করে ফেললাম | আপনি সাপোর্ট করবেন তো ভাই ?

    আসলে টেকনোলোজি নিয়ে বা বিজ্ঞান নিয়ে লেখার ক্ষমতা আপনার নেই; কিন্তু ছাপার অক্ষরে নিজের নামটা দেখার শখ ষোলো আনা | তাই আপনি যেটা জানেন সেটা নিয়ে এখানে লিখে ফেললেন | আর এটার জন্য “ধর্ম” এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে ? কারণ ধর্ম ব্যাপারটা খুব স্পর্শকাতর | চট করে এর বিরুদ্ধে কেউ যায়না | এমনকি টিটির মডারেটররা ও না | এটা আপনি খুব ভালই জানেন, তাই ফট করে বলে ফেললেন, “মাঝের মধ্যে একটু ভিন্নধর্মী টিউন হলে সমস্যাটা কোথায়? না কি মানুষ ধর্মকে পছন্দ করে না?”

    শেষ পর্যন্ত বলি, আপনার অসাধারণ কল্পনাশক্তি দিয়ে এটা ধরে নেবেন না যে আমি pornography বা jokes এর সাথে ধর্মের তুলনা করছি |

      অনুপ ভাই আপনি কি শুধু মনে করেন যে, আমি-ই প্রযুক্তি সম্পর্কে বেশি বুঝি- তাহলে মনে করবেন এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই ধরনের কথা গুলো গাজাখোর ছাড়া আর কেউ-ই বলতে পারে না- কারন আপনার থেকে এখানে অনেক ভাল বা জ্ঞানী টিউনার বিদ্যমান যারা টেকটিউনসকে অনেক ভাল ভাল টিউন উপহার দেয়। তাই আমি মনে করি নিজেকে সব সময় ছোট মনে করা- তাহলে মর্জাদা টা কমে না বরং বেড়ে যায়। আর আপনার আমাদের ধর্ম পছন্দ না হলে আজে-বাজে কমেন্ট করবেন না, তাহলে অনেক খুশি হবো।

আসসালামুওালাইকুম রাশেদ ভাই শুন্দর পোস্ট করেছেন। কিন্তু ভাই রাসুলুল্লাহ (সাঃ) তার মৃত্যুর আগে পর্যন্ত কোনদিন জায়নামাজেরদোয়া, এরপর নামাজের নিয়াত পরেন নি। তাবে আপনি যে দুআ টি জায়নামাজেরদোয়া হিশাবে উল্লেখ করেছেন আতি তিনি সানা(তাকবির তাহ্রিমার) পরে পড়েছেন,সহিহ মুসলিমে আছে। আর নামাযের নিয়াত তো কথাও নাই। আর যদি আপনার কাছে হাদিসের রেফেরেঞ্চে থাকে তা হলে পোস্টটি আপডেট করুন। আল্লাহ আপনার এবং আমাদের সকলের জ্ঞানে বরকত দান করুন।

জাযাকুমুল্লাহ খাইরান

    ami j hugur ar kas taka namaz and Quran soref pora sekse takon tene o amaka জায়নামাজেরদোয়া sekaysan and namaz ar neyot seka desan ,,,so amar mona hoy ae duya kunu na kunu hades a ascha …….apnaka donobad tune ta korar jano

Thanks brother.go ahed

Level 0

Good Post Thanks A lot

Level 0

আল্লাহ আপনাকে মঙ্গল করুন । এত সুন্দর একটা টিউন যা এ দুনিয়া ও আখিরাতের জীবন ভর কাজে লাগবে । সকলের উচিত নামায কায়েম করা ।

আবার ও টিউনার ভাইকে ধন্যবাদ ও দোয়া করি আল্লাহ আপনাকে অশেষ রহমত দান করুন । আ…….মি…….ন ।

ভাই সুন্দর টিউন যারা কম জানে তাদের জন্য অনেক কাজে আসবে। (যেমন আমার)

খুব সুন্দর হয়েছে ভাই, ধন্যবাদ।

Level 0

eka eka namaj porar shomoy namaj e darie je ajan ta dite hoy, sheta jodi ektu bole diten ,khub upokar hoto vai

Level 0

eka eka namaj porar shomoy namaj e darie je ajan ta dite hoy, sheta jodi ektu bangla te likhe diten ,khub upokar hoto vai

Level 0

আমি এ ধরনের পোস্ট আশা করিনি। ভালো লেগেছে। ধন্যবাদ।

Level 0

ভাই নিয়ত কখনো মুখে বলতে হয় না। নিয়ত হচ্ছে করা, এটা পড়া যায় না। ধরেন সকালে আপনি কলেজে যাবেন, আপনি কি কলেজে যাওয়ার আগে মুখে উচ্চারন করে বলেন যে “আমি আজকে কলেজে যাব”। ঠিক তেমনি সহিহ্‌ নিয়ত হচ্ছে দিল থেকে। নামাজের নিয়তটা করতে করতে তাগবিরে ওয়ালা ছুটা যায়!!!

Level 0

পোস্ট ভাল হয়েছে।

খুবেই একটা দরকারি পোস্ট দিয়েছেন এজন্য আপনাকে অসংখ ধন্যবাদ

Level 0

onek dhonnobad bhai,amr egula nia bhejal lagto .ekhon insallah sob thik hoye jabe

Level 0

মাহে রমজান উপলক্ষে খুবই সুন্দর এবং অসাধারন একটি টিউন করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Murkhota!

Thank’s For Your Comment.

Level 0

সব মুসলমানের কাজে লাগবে………………………. ধন্যবাদ আপনাকে…………………………………………..

Thanks a lot for religious information.

apnake onek dhonnobadh.

ভাইয়া আমি আজ ১২বছর ধরে মুছলমান দের তীর্থ স্থান সৌদি আরব আছি। এখানে এ ধরনের কোনো বাড়াবাড়ি
নাই। মানুষ্য সভ্যতার কয়েক হাজার কুটি বছর পেরিয়ে আজো যদি আমাদের নিয়ত ঠিক করতে হয় তাহলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি । এটা আমার কথা নয় ১জন সফল মুছল মান মাহাতির মুহাম্মাদের কথা। ধন্যবাদ সবাইকে।

Level 2

আপনার উপর শান্তি বর্শিত হোক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

আপনার উপর শান্তি বর্শিত হোক।

আপনার উপর শান্তি বর্ষিত হোক।
আর @অপু আল্লাহ আপনার উপরও শান্তি বর্ষিত করুন। নাস্তিক হওয়া ভাল না।

Level 0

আপনার উপর শান্তি বর্শিত হোক।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

সুন্দর পোস্টেন জন্য অনেক শুকরিয়া।ভাল থাকুন।

সুন্দর পোস্টের জন্য অনেক শুকরিয়া।ভাল থাকুন।

সুন্দর পোস্টের জন্য অনেক শুকরিয়া।

jajakallahu khairan, “Allah tar deenke bijoyee korben, obishshashider kache ta jotoi opochondo hok” – sura saaf