নিজেকে যাচাই করুন – 3 : কতগুলো খেলা অনুষ্ঠিত হবে

ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি জনপ্রিয় খেলাগুলো সাধারণত লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি দল প্রত্যেকটি দলের মুখোমুখি হবে একবার করে। উদাহরণস্বরূপ- ক, খ, গ 3টি দল প্রত্যেকের সাথে একবার করে খেলবে। তাতে খেলাগুলো হবে এরকম : ক-খ, ক-গ, খ-গ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি দলের জন্য 3টি খেলা অনুষ্ঠিত হবে।

আপনাদেরকে বের করতে হবে এরকম 20টি দলের জন্য মোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে।

একই সাথে এটাও (সমীকরণ) বের করার চেষ্টা করুন- যখন মোট দল সংখ্যা "x", তখন মোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে ?

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@আমিন:: টেকটিউনস তথ্যপ্রযুক্তি বিষয়ক সাইট ।তাই কুইজ,আইকিউ বা সাধারন জ্ঞান বিষয়ক টিউন এই সাইটে না করাই ভালো। আপনি এই ধরনের টিউনের জন্য আমার ব্লগ, প্রথম আলো ব্লগ বা অন্য কোন ব্লগ সাইট ব্যবহার করতে পারেন।এই সাইটে এখন থেকে আমি নিজেও চেষ্টা করব তথ্যপ্রযুক্তি বা আইটি বিষয়ক টিউন করার এবং সকলকেই অনুরোধ করছি অপ্রাসঙ্গিক বিষয়ে টিউন না করে তথ্যপ্রযুক্তি/আইটি বিষয়ক টিউন করার জন্য।

ধন্যবাদ মেহেদী হাসান ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। এই ওয়েবসাইটে আমি বা কোনো টিউনার অপ্রাসঙ্গিক কোনো তথ্য উপস্থাপন করবে তেমনটা ভাবা উচিত হয়। কুইজকে যদি আপনি কুইজ হিসেবে গ্রহন করেন তবে সেটা কুইজ। আর যদি নিজের বুদ্ধিমত্তা বাড়ানোর কাজে লাগান তবে সেটা আপনারই কাজে আসবে। আমি যদি এখানে এই কুইজটিকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সমধান করতে বলতাম তাহলে হয়তো আপনি এমন কমেন্ট করতেন না। যাই হোক, টিউনাররা যদি না চায় তাহলে এ ধরনের পোস্ট আমি সাবমিট করব না।
আপনাকে বলে রাখি, “নিজেকে যাচাই করুন” শুরু করার সময় আমি টিউনারদের মতামত চেয়েছি। এই লিংক থেকে পড়ে নিতে পারেন – https://www.techtunes.io/other/tune-id/8082/। তাদের মতামতের উপর ভিত্তি করে আমি চালিয়ে যাচ্ছি। যদি তারা না চায় তাহলে এখানেই এর শেষ।

আমরা চাই , চালিয়ে জান>।>>>>।

প্রথমে সমীকরণটা দিয়ে দেই তাহলে নিজেরাই পারবেন।

মোট খেলার সংখ্যা = (x * x-1) / 2

তাহলে ২০টি দলের জন্য মোট খেলা হবে = (২০ * ২০-১) / ২ = (২০*১৯) / ২ = ৩৮০ /২ = ১৯০

[ x! / {(x-2)! * 2!}]

Level 0

Ans : ” n*((n-(-1)^2n)/2) ”
Amin Mehedi vai er kase akta question.
Apni equation ta nijey korsen naki onno kono vabe paisen?
Shudhu koutuhol er jonno jiggesh korci.