এটি আমার ১ম লেখা। ১ম বার লিখছি। ব্লগে/ফেসবুকে এ পর্যন্ত অনেক লেখা পরেছি। অনেক কিছু শিখেছি। তবে নিজে লিখতে পারবো বলে মনে হয়নি কখোনো। ইচ্ছাও তেমন ছিলোনা। সারাদিন ফেসবুকেই সময় দেয়া হয়। এইচ এস সি পরীক্ষা শেষ হল। শুনলাম ৩১ তারিখ রেজাল্ট দিচ্ছে। এইচ এস সি র পর এখোনো কিছুই করা হয়নি। ছুটি কাটাচ্ছি। ফেসবুক থেকে সরে আসতে চাচ্ছি। সেখানে প্রচুর সময় নষ্ট হয়। এখানকার টিউনগুলো কিছুটা সময় চলে যাবে, পাশাপাশি অনেক কিছু জানাও যাবে। টেক বিষয়ক যা জানি প্রায় সবি টেক্টিউন্সে পাওয়া যায়। তাই লিখার ইচ্ছা আপাতত নেই। শুধু পড়বো/মন্তব্য করবো। তবে নতুন কিছু পেলে অবশ্যই লিখবো। শুধু চাই আপনাদের উৎসাহ।
কিছু দিন পরেই এইচ এস স্যার রেজাল্ট দিবে।
সবাই দোয়া করবেন।
আমি নীল আশিক আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
♥ - নাম : নীল আশিক আকাশ ♥ - বয়স : ১৭ ♥ - জন্ম : ০৭ই ফেব্রুয়ারী ১৯৯৩ ♥ - জেন্ডার : পুরুষ ♥ - ধর্ম : মুসলমান ♥ - মাধ্যমিক : মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ২০০৯ ♥ - উচ্চ মাধ্যমিক : বি সি আই সি কলেজ।...
Vaya ami ten a pori .amar pre test exam kalke teke suru hobe.doa korben.