~ আমার ১ম লেখা ~

এটি আমার ১ম লেখা। ১ম বার লিখছি। ব্লগে/ফেসবুকে এ পর্যন্ত অনেক লেখা পরেছি। অনেক কিছু শিখেছি। তবে নিজে লিখতে পারবো বলে মনে হয়নি কখোনো। ইচ্ছাও তেমন ছিলোনা। সারাদিন ফেসবুকেই সময় দেয়া হয়।  এইচ এস সি পরীক্ষা  শেষ হল। শুনলাম ৩১ তারিখ রেজাল্ট দিচ্ছে।   এইচ এস সি র পর এখোনো কিছুই করা হয়নি। ছুটি কাটাচ্ছি। ফেসবুক থেকে সরে আসতে চাচ্ছি। সেখানে প্রচুর সময় নষ্ট হয়।  এখানকার টিউনগুলো কিছুটা সময় চলে যাবে, পাশাপাশি অনেক কিছু জানাও যাবে। টেক বিষয়ক যা জানি প্রায় সবি টেক্টিউন্সে পাওয়া যায়। তাই  লিখার ইচ্ছা আপাতত নেই। শুধু পড়বো/মন্তব্য করবো। তবে  নতুন কিছু পেলে অবশ্যই লিখবো। শুধু চাই আপনাদের উৎসাহ।

কিছু দিন পরেই এইচ এস স্যার রেজাল্ট দিবে।

সবাই দোয়া করবেন।

Level 0

আমি নীল আশিক আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

♥ - নাম : নীল আশিক আকাশ ♥ - বয়স : ১৭ ♥ - জন্ম : ০৭ই ফেব্রুয়ারী ১৯৯৩ ♥ - জেন্ডার : পুরুষ ♥ - ধর্ম : মুসলমান ♥ - মাধ্যমিক : মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ২০০৯ ♥ - উচ্চ মাধ্যমিক : বি সি আই সি কলেজ।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vaya ami ten a pori .amar pre test exam kalke teke suru hobe.doa korben.

    প্রি টেষ্ট পরীক্ষা যেহেতু ভালো ভাবে পড়ো। নেট কিন্তু আজাইড়া অনেক সময় নষ্ট করে। এখন থেকে যদি মোটামুটি মানের পড়া শুরু কর তাহলে এ+ তুলতে পারবা। যত দেরী করবা তত জিপিএ কমতে থাকবে; চাপ বাড়বে। তবে বোর্ডের চিন্তা পরে। আগে প্রিটেষ্ট দিয়ে টেষ্টের টিকিট নাও। মন্তব্যের জন্য ধন্যবাদ।

দোয়া করে দিলাম ।

প্রত্যেকের জন্য এক কেজি ফরমালিন মুক্ত দোয়া ই – মেইল করলাম ।। স্বাগতম ইন টেকিস্থান………

    প্রত্যেক্টা ব্লগেই দেখি ব্লগার রা তাদের সাইটের একটা ডাকনাম দেয়। যেমুন সামু/আমু/অপু/। আজকে ১ম দেখলাম টেকিস্থান। যাক নতুন কিছু শিখার উদ্দেশ্যে এসেছিলাম মনে হচ্ছে তা ভালো ভাবেই সফল হবে।

    ধন্যবাদ মন্তব্যের জন্যে।

    Techtunes-এর ডাকনাম টিটি।।।
    স্বাগতম…

আশা করি রেজাল্ট ভালো হবে । "এ+" এর প্রত্তাশাই করি , ধন্যবাদ ।

Level 0

সবাই আমার জন্য দোয়া করবেন, কাল আমার পরীক্ষা । আল্লাহর রহমতে যেন ভাল হয় ।

Level 0

দোয়া রইল তোমাদের জন্য

Level 0

ID টা genuine হওয়া দরকার ! নিজে মানসম্পন্ন পোষ্ট করতে না পারলেও পোষ্টগুলো পড়লে অনেক উপকার হবে। আর পোষ্ট/টিউন করলে অবশ্যই একটু ভেবে নেওয়া উচিৎ …………তোমার জন্য শুভ কমনা।

Level 0

দোয়া রইল।

টেকটিউনস পরিবারে স্বাগতম। রেজাল্ট কিন্তু ২৭ এ দিবে। আর টেকটিউনস কিন্তু দুরারোগ্য ব্যধির মত, ধরলে রক্ষা নাই 😀

    পুরাই TT Virus… 😀

    আমিও টিটি ভাইরাসে আক্রান্ত !!!
    পোস্টগুলো শুধুই পড়তে ইচ্ছে করে !!!!!
    কিছুতেই দূরে থাকতে পারি না (দূরে থাকতে চাইলে তো !!!)। 😛 😛

Level 0

হ্যা রেজাল্ট ২৭ তারিখে দিবে। আজকের পেপারে দেখলাম। আশা করি টেকটিউন্সের সাথেই থাকবেন। স্বাগতম আমাদের টেকি দুনিয়ায়।

স্বাগতম ইন টেকিস্থান………[টেকি লেখা না দিলে বড়দের ঝাড়ি খাবার জন্য রেডি হোন :D]

টিটি পরিবারে তোমাকে স্বাগতম। ভাই তোমার লেখাটা পড়ে খুব ভালো লাগলো। দোয়া করি ভালো একটা রেজাল্ট করো।
(অনেক ছোট হবা তাই তুমি করে বললাম মাইন্ড করো না ভাই )

Level 0

best of luck