এই সপ্তাহের মাঝেই আমি শুরু করতে যাচ্ছি এই নতুন বিষয়টি। আশাকরি যারা টিউনার তারা আমাকে সহযোগিতা করবেন। এক সময় আমি এই বিষয়টি দেশের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন কম্পিউটার টুমরো'তে চালু করেছিলাম। তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল বিভাগটি। কিন্তু আজ সেটি বন্ধ হয়ে যাওয়ায় আর সামনে আগানো হয়নি। আবার নতুন করে শুরু করতে চাই টেকটিউনে। কিন্তু যেটা পারব না তা হলো- কোনো গিফট দিতে।
এখানে আমি বিভিন্ন ধরনের কুইজ দেবো। মাথা খাটিয়ে আপনাদের সেগুলোর সমাধান বের করতে হবে। টিউনারদের কাছে অনুরোধ, আপনাদের মতামত + উত্তর জানিয়ে সহযোগিতা করবেন। নিচে একটি নমুনা প্রশ্ন দিলাম।
একজন ডিম বিক্রেতা ঝুড়িতে কতগুলো ডিম নিয়ে হাটে বিক্রি করতে বসেছে। ডিমগুলো তাড়াতাড়ি বিক্রি করার উদ্দেশ্যে সে একটি ঘোষণা দিল-
'যদি কেউ আমার কাছ থেকে ঝুড়ির মোট ডিমের অর্ধেক সংখ্যক ডিম কেনে, তাহলে আমি তাকে উপহার হিসেবে বিনামূল্যে আরও 1টি ডিমের অর্ধেক দেবো।'
এভাবে শেষ পর্যন্ত ঐ ডিম বিক্রেতা ঝুড়ির সবগুলো ডিম বিক্রি করে ফেলেছিল এবং কোনো ডিম না ভেঙ্গেই।
আপনাকে বলতে হবে, ঐ ডিম বিক্রেতা মোট কতগুলো ডিম নিয়ে এসেছিল এবং সর্বোচ্চ কতজনের কাছে সেগুলো বিক্রি করেছিল ?
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান একটু ধরেন। দেখি পারি কিনা।