উইনএম্প এর চেয়ে ভাল সফটওয়্যার ফ্রি তে সাথে আডিও সিডি রিপার

আমি টেক্টিউনে নতুন তাই ভুল হোলে মাফ করবেন। কিছু দিন ধরে আমার উইনএম্প টার কোয়ালিটি ভাল লাগছিল না তাই নেট সার্চ করে অনেক সফটওয়্যার নামালাম, একটা এত ভাল লাগল বলার মত না।  কিছু  ছবি দেখুন

আন্তত গান শোনার জন্য খুবি ভাল জিনিস।

  • সাথে সনি এরিকসনের সেট দিযে কন্ট্রোল করা যায়। এর জন্য এখানে
  • এবং ফ্রি audio cd converter+ recorder এর জন্য এখানে
  • মেইন সফটওয়ার এর জন্য   এখানে ক্লিক করুন

বিদ্রঃ প্রোগ্রামটি এখনো বেটা স্টেজে। এবং সনি এরিকসনে unrar করে bluetooth দিয়ে send করুন

Level 0

আমি athalsten। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks !!! শেয়ার করার জন

    Level 0

    wellcome, try করলে জানাবেন

আমার ভাললাগলোনা !! 🙁
স্যরি।

    Level 0

    ভাই সরি বলার কিছু নাই। কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।আমার কাছে Gom Player N Jet Audio সব চেয়ে ভালো লাগে।

    Level 0

    মুকুট ভাই আপনার অনেক লেখা পরেছি। প্রথম পোষ্টে আপনার কমেন্ট পাওয়া ভাগ্যর বেপার। আপনে বস মানুস তবু একবার বলি চেক করে দেইখেন প্লিজ। gom and jet audior চে অনেক load কম খায়।

    Level 0

    এত পাম দিয়েন না ভাই,ব্লাস্ট হয়ে যাবো।আর আমি তো বস না।কম্পিউটার বিষয়ে বেশি জ্ঞান নাই।আমার থেকে অনেক অনেক ভালো টিউনার এখানে রয়েছে।

    দেখবো।ধন্যবাদ।

এরকম টিউন আরও আরও চাই……..

    Level 0

    thank u বড় ভাই। আমি আপনার অনেক লেখা পরেছি। আপনাদের আনুপ্রেরনাই আমাদের দরকার।

টেকটিউনস পরিবারে স্বাগতম,
টিউন সুন্দর হইছে ধন্যাবাদ টিউনের জন্য।

    Level 0

    ধন্যবাদ আতাউর ভাই। 🙂

আমি aimp2 এতোদিন ধরে ব্যবহার করতাম। খুব ভাল লাগে। এইযে comment করতাছি তা aimp2 তে গান শুনতে শুনতে করছি। আজকে aimp3 পেয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ।

এটার অনেক ফিচার আছে। আর, একটা কথা কি আমাদের বাঙ্গালিদের সমস্যা কি কোন কিছু না compare করে বলে দেওয়া এটার থেকে আমি যেটা ব্যাবহার করি সেটা ভাল।

যেমন ধরুন একজন xp ব্যাবহার করে, সে কখনও windows7 ব্যাবহার করে নি। কখনও যদি দুইটার compare হয় তবে সে বলবে seven এর থেকে xp ভাল। আরে ভাই আগে ব্যাবহার করুন, তারপর বলুন ভাল নাকি খারাপ।

ভাই আপনারা ডাউনলোড করুন , তারপর বলুন ভালো নাকি খারাপ। সবাই ভাল থাকবেন।

    Level 0

    সাবিহা আপা ধন্যবাদ আত সুন্দর কথার জন্য। আপনি যেহেতু অনেক আগের user তাই আপনাকে বলি aimp এর সাইটে অনেক সুন্দর প্লুাগিন পাবেন। যা দিয়ে icon + visulition change korte পারবেন। আমি কিছু দিন পর upload করব।

aimp আমিও অনেক আগে থেকে ব্যবহার করি। এক, এটা উইন্যাম্পের চেয়ে ফাস্ট, দুই, এটা অনেক কম জায়গা নেয়, তিন, এর যে সাউন্ড কোয়ালিটি এর চেয়ে ভাল দরকার নেই দিতেও পারবে না অন্য প্লেয়ার হয়ত সমান হতে পারে। আর আমি আমার আন্ড্রয়েড ফোন থেকে রিমোট কন্ট্রোল ব্যবহার করতে পারি এই প্লেয়ারে যা অবশ্য আরও অনেক প্লেয়ারেই আছে। তবে AIMP এর রিমোটটা আমার পছন্দ।

    Level 0

    ধন্যবাদ আপনাকে। আমি আত detail দিতে পারি নাই কারন আমার বাঙলা লেখা অনেক স্ল। আপনি দিলেন। thanks

ভাইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂
@ ধ্রুব ভাই "এর যে সাউন্ড কোয়ালিটি এর চেয়ে ভাল দরকার নেই দিতেও পারবে না" বুঝলাম না, আমি যতদূর জানতাম, কিছু ভেরিয়েবলের উপর সাউন্ড কোয়ালিটি নির্ভর করে যেমনঃ ফাইল কোয়ালিটি (৩২০/১২৮/96 etc. kbps) এরপর সাউন্ড প্রসেসর যাকে আমরা সাউন্ডকার্ড বলি এর কোয়ালিটি তারপর আউটপুট অর্থাৎ আপনার স্পিকার কত ভালো বা উন্নত আউটপুট দিতে সক্ষম ইত্যাদি এগুলো ছাড়া শুধু সফটওয়্যারকে ক্রেডিট দিলে হবে না।

বিঃ দ্রঃ – সবার জন্য বলতে চাই যে আমি অভ্র ৩ দিন যাবত ব্যবহার করছি, এর ফনেটিক ফিচারটি এক কথায় অসাধারণ এবং এর প্রেডিক্‌শন ফিচারটিও দারুণ; এখন আসল কথাটি হচ্ছে এত সুন্দর ফিচার থাকা পরও আমরা কেন বাংলা বানানে এত ভুল করছি, কেন?? দয়া করে সবাই টাইপের সময় একটু সময় নিয়ে সঠিক বানানে টাইপ করি; অত তাড়াহুড়োর কি আছে?
ছোট্ট অনুরোধ – কেউ আমার কথাকে নিজের উপর আক্রমণ হিসেবে নিবেন না।
ধন্যবাদ 🙂

    Level 0

    ভাই, ধ্রুব ভাই যেটা বুঝাতে চেয়েছে তা হল সমান configuration এ aimp 3 ভাল অউতপুট দেয়। ধন্যবাদ

    ভাই সত্যিই দারুণ সফটওয়্যার আমার সিস্টেমে আমি অডিওর ক্ষেত্রে দারুণ পরিবর্তন লক্ষ্য করলাম। আমার অডিও গুলো অন্য প্লেয়ারের তুলনায় AIMP3 তে অ-নে-ক ভালো আউটপুট দিচ্ছে। অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য 🙂

    Level 0

    ধন্যবাদ

ব্যবহার করে েদখব। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

আমি AIMP2 বএবহার করি AIMP3 শেয়ার করার জনন THANKS. BUT AIMP 2 বেশি FAST

    Level 0

    murkho ভাই, আমার পিসি তে আইম্প ৩ অনেক ফাস্ট। ২ এর চেয়ে প্রায় ১০ গুন। আপনি ইন্সটল দিসিলেন? না দিলে ডরাইয়েনা এটা ২ কে মুছবে না এর পাসে ইন্সটল হবে। তারপরও এটা বেটা তাই হয়ত আপনার পিসি তে ভাল support দিতাসে না। কারন এটাতে ভিসুয়াল জিনিস অনেক বেশি

    aimp2 uninstall করে 3 install করেছি

    Level 0

    অপিনিওন টা জানাবান । ধন্যবাদ

কাজের পোস্ট। ধন্যবাদ।