MP3 গানের সাথে Subtitle
আমরা যখন কোন সাবটাইটেলওয়ালা মুভি দেখি তখন আমরা কথার সাথে যেমন তার লেখা পড়িতে পারি যা আমাদের কে মুভি দেখাকে আরও প্রানবন্ত করে তুলে। কম্পিউটারে গান শোনে না এমন লোক পাওয়া যাবে না। আমরা যারা কম্পিউটারে অডিও গান শুনি তারা কি সবসময় গানের সব কথা বুঝতে পারি? যদি আবার সে গান ইংরেজি হয় তাহলে তো কথাই নেই। গান পাগল শ্রোতাদের জন্য উইনডোজ মিডিয়া প্লেয়ার ১০ ও তার পরের ভার্সন গুলোতে গানের কথা সংযুক্ত করার জন্য একটি সুন্দর ব্যবস্থা রাখা আছে। যা থেকে তারা অধিকতর আনন্দ পেতে পারে। এজন্য যা করতে হবে তা হলো-
১. যে গানটিতে কথা সংযুক্তি করতে হবে তা মিডিয়া প্লেয়ারের প্লেলিস্টে আনুন।
২. তার পর প্লেলিস্টের গানের নামের ওপর রাইট ক্লিক করে Advanced tag editor>> Lyrics>> Synchronized Lyrics.. যান।
৩. Advance TagEditor এ ক্লিক করার পর নিচের উইনডেটি অপেন হবে। এখান হতে Synchronized Lyrics.. যেতে হবে।
৪. যে উইনডোটি ওপেন হবে তাতে Add বাটনে ক্লিক করুন।
৫. Description বক্সে <Type description here> এর যায় গায় আপনার গানের Title লিখুন।
৬. তার পর Timeline for<Type description here> এর ভিতর যে র Add বাটন আছে তাতে ক্লিক করুন।
৭. Time এর জায়গায় গানের কথার শুরুর সময় লিখুন।
৮. Value এর জায়গায় গানের কথা লিখুন। এখানকার কাজ কে নিচের চিত্রের মত দেখাবে।
১. প্রথমে প্রতিটি লাইনের শুরুর সময় এবং গানের কথা একটি কাগজে লিখে রাখুন এতে আপনার কাজ অনেক কমে যাবে। সময় লেখার ফরমেট হবে H:MM:SS:000/ ঘন্ট:মিনিট:সেকেন্ড:মিলিসেকেন্ড।
২. Lyrics Add করার সময় গানটি বন্ধ বা পজ করে রাখুন।
৩. Timeline for<Type description here> ভিতর একটি একটি করে লাই যোগ করুন এবং Time এর জায়গায় সময় এবং Value এর জায়গায় গানের কথা গুলো পেস্ট করুন।
৪. অনেক ইংরেজি গানের Lyrics ইন্টারনেটে পাওয়া যায় এবং মাঝে মাঝে এ্যালবামের সাথেও থাকে।
৫. ইউনিকোড ফন্ট দিয়ে আপনি বাংলা গানেরও Subtitle দিতে পারবেন।
(বিঃ দ্রঃ এখানকর উপরের Add button টি গানের নাম লেখার জন্য। এবং পরের Add button টি দ্বারা subtitle add করতে হবে। লম্ব রেখা গুলো ডানে বামে টেনে গানের সময় কাল নির্ধারিত করা যায়। আপনি ইচ্ছে করলে উপরের Time লেখা শিরোনামের নিচে প্রত্যেক লাইন শুরুর সময় লিখে দিতে পারেন।
· প্রতিটি লাইন আলাদা আলাদা ভাবে Add করুন।
· লেখা শেষ হলে OK বাটনে ক্লিক করুন এবং গানটি আবার চালু করুন এবং ভোগ mp3 গানের সাথে subtitle এর মজা।
গান না আসলে প্লেয়ারের Play Options হতে Captions and Subtitles tab হতে On if Available এ ক্লিক করুন। অথবা Ctrl + Shift + C চাপুন। তাহলেই Subtitles দেখতে পাবেন।
টিপসঃ
আমি লতিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জন্ম সূত্রে বাংলাদেশী মুসলমান নাগরিক। নামত জানেনই, এই আর কি আমার বিস্তারিত।
অনেক ধন্যবাদ……………………….