চাকরি বা ব্যবসার জন্য প্রাথমিক প্রস্ততি নিবেন যেভাবে ৷

খুব ছোট দুটি শব্দ, ৷চাকরি৷-৷ব্যবসা৷ এর উত্তরও খুব সহজ ৷
সময়কে জয় করা ব্যক্তিরা চাকরি দেয়, আর সময়ের কাছে হেরে যাওয়া ব্যক্তিরা চাকরি নেয়!

একটি ছেলে ছোট থেকে পড়া-লেখা করে, বাবার শাসনে থেকে ৷ বয়স বাড়ার সাথে-সাথে একটু চঞ্চল হয়ে ওঠে, কিন্তু এটা তার মনে হয় না, এই চঞ্চলতা তাকে এগিয়ে নিবে না ৷
দোষটা আসলে আমাদেরই, আমরা তাদের উষ্কানি দেই,
যদি কর্ম করতে না চায়, আমরা সেটা ভালো মনে করি ৷
সত্যি আমরা (অভিভাবকরা) অসচেতন, আমাদের বিদ্যা হীন হয়ে যায়, যখন তারা আমাদের বোঝানোর চেষ্টা করে,
এখন কাজ করলে শরীরে সমস্যা হতে পারে, যাতে পরবর্তীতে ভালো কিছু করা সম্ভব না ইত্যাদি ৷

প্রায় সব উদ্যোক্তার জীবনী একই ধরনের, অর্থাত পরিবার বা কাছের মানুষদের উপর নির্ভর না করে, ছোট থেকেই ব্যতিক্রম কিছুর প্রচেষ্টা করেছে ৷ তাছাড়া অধিকাংশ প্রতিষ্ঠিত ব্যক্তিরাই গরীব পরিবারের সন্তান ছিলেন, বয়স ও শারীরিক গঠন তাদের কাজে বাঁধা হয়ে দারায়নি ৷ বাস্তবটা এমন ছিলো না, তারা কর্ম না করার প্রবনতায় পিতা-মাতাকে ভ্রান্ত কথা বলে চুপ করিয়ে রাখে ৷

KAB-BD FORUM রেজিস্টেশন

বরঞ্চ ছোট থেকেই তাদের মধ্য, আলাদা প্রতিকৃয়া লক্ষ করা যায়, একটা কাজে বেশি মনোযোগ, সবকিছু গুছিয়ে করা, নিজের স্বাধিনতা বজায় রাখা ৷ এছাড়াও অসংখ্য মেধাবীর পরিবারের সাথে (প্রাথমিকভাবে) সুসম্পর্ক থাকে না, কারণ তাদের মেধা ও মননের সাথে, কেউ সহমত হতে চায় না ৷ এটা আসলেই অভিভাবকদের দোষ, তারা আপন সন্তানের প্রতিভার গুরুত্ব দেয় না, বা বুঝতে চায় না ৷ অবশ্য মেধাবীরা এটা জানে তাই অন্যদের মতো মিথ্যা ব্যবহার করে অভিভাবকদের ভ্রান্ত করা থেকে দূরে থাকে ৷

চাকরি বা উদ্যোগ দুটি পথ আলাদা, তবে উভয়ের শেষে রয়েছে প্রতিষ্ঠা ৷ আপনি যদি হটাৎ মনে করেন ব্যবসায়ে আপনার ক্যারিয়ার গড়বেন সেটা সম্ভব? বা চাকরি? দুটোরই রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা ও অবকাঠামো ৷

যা হোক; আমি চাই, চাকরি করতে গেলে আপনি কিভাবে নিজেকে তৈরী করবেন, ও উদ্যোক্তা হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন, এই দুটো বিষয়কে আলাদাভাবে আলোচনা করি ৷ সত্যি দুটি বিষয় পরিষ্কার না করলে আপনার জন্য ততটা সহজতর হবে না ৷ সেকারণে আলাদা টপিক রেখেছি ৷

KAB-BD FORUM নতুুন একাউন্ট তৈরি

টপিকগুলো মোটামুটি বড়, তবে আমার মনে হয় দুটো বিষয় পড়লে, অভিজ্ঞ হতে পারবেন এবং সিদ্ধান্ত নেয়া সহজ হবে, আপনি ঠিক কোনটা করতে চান, বা আপনার সফলতার জন্য কোনটা সহযোগী হবে ৷ তাই দুটো বিষয়কেই আলাদা করেছি ৷ বাধ্য করছি না কিন্তু আপনার গন্তব্যের পথ দিয়ে যদি আগে কেউ গিয়ে থাকে, একমাত্র সেই বলতে পারবে, আপনি কোন পথে গেলে ভালো হবে, কোন পথে কাঁটা আছে, কোন পথে রাস্তা ভাঙ্গা, কোন পথে এসময় যাওয়া উচিত না ৷ আপনি সঠিক দিকনির্দেশনা পান, ও সেভাবে নিজেকে গড়ে ওঠান ৷

টিকাঃ উপরের পূর্ণ আলোচনার একক মালিক "কামাল আহমেদ বাগী" লেখা কপি করে ব্লগ/ওয়েব/ফেসবুক পেজ সহ যেখানে ইচ্ছা প্রকাশ করুন লেখকের নাম থাকা শর্তে ৷ বানান ভুল থাকলেও পরিবর্ধন যোগ্য নয়, লেখককে বলুন ৷ নীতি অবজ্ঞা করলে কপিরাইট অ্যাক্ট ২০০০ অন্তর্গত ১৫ নং অধ্যায়ের ধারাবলে মামলা পাবেন ৷

উপদেশঃ এই লেখার কোন অংশ না বুঝলে অবশ্যই কম্মেন্ট করবেন, আপনি না বুঝতে এই শ্রম স্বার্থক হবে না, কাজেই একটি অংশ বারবার হলেও বোঝাতে রাজি আছি ৷

কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী

Level 0

আমি কামাল আহমেদ বাগী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নাধীন, চরপক্ষিয়া গ্রামে, ৫ই শ্রাবণ ১৪০৫ বঙ্গাব্দে যশশ্রীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ বাবা মফিজুল হক একজন স্বনামধন্য ব্যাবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী, তিন ভাই, ও তিন বোনের মধ্য তিনি সবার ছোট ৷ —সংক্ষিপ্ত কামাল আহমেদ বাগী'র "রোমান্টিক কবিতা" এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন, ধন্যবাদ ৷ www.kabbd.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস