★মৌলিক অর্থনৈতিক সমস্যা মুলত ৩ টি:
»» ধরো তুমি তোমার এলাকায় একটি ফ্যাক্টরি দিতে চাও। তো প্রথমেই ভাবতে হবে কিসের ফ্যাক্টরি দিবা। তারপর ঠিক করলা হ্যা তুমি কলম তৈরির ফ্যাক্টরি দিবা। কলম গুলা তুমি তোমার পার্শ্ববর্তী স্কুল কলেজের ছেলে-মেয়েদের জন্য
উৎপাদন করবা।
সব কিছু ঠিক কিন্তু কিভাবে উৎপাদন করবা? তুমি কর্মী থেকে মেশিন নির্ভর উৎপাদন পছন্দ করো। তখন তুমি মুলধন নিবিড় উৎপাদন অনুসরণ করবে। উপরের ব্যাপারগুলো অনেকটা সেরকম।
★কোন দ্রব্য উৎপাদন এর ক্ষেত্রে ২ টি কৌশল
অনুসরণ করা যায়।
এবার আসা যাক এগুলা কি?
»» ধরো তোমার এক বন্ধু আমেরিকা তে ব্যবসা করে, অন্য বন্ধু চীন এ। আমেরিকার বন্ধুটির ব্যবসা মুলধন নির্ভর আর চীন এর বন্ধুটির ব্যবসা শ্রম নির্ভর। কারণ আমেরিকায় শ্রম অপেক্ষা মুলধন বেশি কিন্তু চীন এ মুলধন অপেক্ষা শ্রম বেশি।
★অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপ ৪ টিঃ
»» কোন পন্য দ্রব্য কেবল উৎপাদন করলেই হবে না, সেগুলো সুষ্ট ভাবে বিনিময় ও বন্টন করতে হবে। এবং সেই পন্য বা দ্রব্য ভোগের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।
অর্থব্যবস্থাঃ একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম
যে আইন বা কাঠামোর মাধ্যমে পরিচালিত হয় তাই
অর্থনৈতিক ব্যবস্থা।
অর্থব্যবস্থা মুলত ৪ প্রকারঃ
★বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা।
»» অসলো বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক র্র্যাগনার ফ্রিশ ১৯৩৩ সালে অর্থনীতি কে ২ ভাগে করেন।
১.ব্যষ্টিক অর্থনীতি।
২.সামষ্টিক অর্থনীতি।
এবার জেনে নেয়া যাক ব্যষ্টিক ও সামষ্টিক
অর্থনীতি কি?
★যেখানে ব্যক্তিগত চাহিদা, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি অর্থাৎ অর্থনীতির প্রতিটি একক আলাদা ভাবে বিশ্লেষণ করা হয় তাই ব্যষ্টিক অর্থনীতি।
★আর যে অর্থনীতিতে কোনো দেশের সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
লেকচার নোটটি পিডিএফ আকারে ডাউনলোড করুনঃ
আমি Rocky Raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।