ফিরে এলাম পুনরায় আপনাদের মাঝে সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা নিয়ে!!

টিউন বিভাগ সমগ্র
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম!

আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং ভবিষ্যতেও ভাল থাকবেন। অনেকদিন হল আপনাদের সাথে আলোচনা হয়না সাইবার সিকিউরিটি নিয়ে! বেশ কিছুদিনের জন্য গুম হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমি পুনরায় আপনাদের কাছে ফিরে এসেছি সাইবার সিকিউরিটি নিয়ে। আমরা এখন থেকে আলোচনা করবো সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা ইত্যাদি নিয়ে।

 

আমি খুব শীঘ্রই বেশ কিছু সাইবার ক্রাইম এবং তাদের পরিণতি নিয়ে আলোচনা করবো বলে আশা রাখছি!বোনাস রাউন্ড হিসেবে,এসব ক্রাইম কিভাবে ধরতে পারবেন এবং এ নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তা নিয়েও থাকবে বিশেষ আলোচনা। যেহেতু এতদিন ছিলাম না,তাই বিশেষ কিছু নিয়েই ফিরে আসতে চাই!

সাইবার সিকিউরিটি ও এথিকাল হ্যাকিং-এর ব্যাপারে আপডেট রাখতে আমার ইউটিউব চ্যানেলে আপডেট রাখতে পারেন 😀 আশা করছি অনেকের মত শুধু মুখে কথা বলেই গায়েব হয়ে যাবনা 😀 আপনাদের ভাল কিছু বিষয় শিখাতেও পারবো ইনশাল্লাহ

আশা করি এখন থেকে আমি টেক্টিউন্সেও একটিভ থাকতে পারবো আগের থেকে বেশি।তবে আমার ফেসবুক আইডি ফলো করলে দ্রুত আপডেট পাবেন কারণ জানেনই তো মানুষ ফেসবুকেই বেশি একটিভ থাকে 😛

যারা আমার পুরনো ফেসবুক আইডি ফলো করতেন তাদের জন্য দুঃখের সংবাদ এই যে আইডিটি আমি বেশ কিছুদিন আগে ডিলিট করে দিয়েছি এবং ওই আইডির ইউজারনেম দিলে এখন অন্য কেউ আসে।

আমার নতুন ফেসবুক আইডিঃ- https://www.facebook.com/hsf677

আমার ইউটিউব চ্যানেল লিংকঃ- https://www.youtube.com/channel/UCyziEs_WZ-n8KDFM0s7

Level New

আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।