মেহেদী ভাই সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন। 🙂
অনেক দিন পর টেকটিউনসে লিখতে বসলাম তার মানে এই নয় যে টেকটিউনসকে ভূলে গেছি :-)। টেকটিউনসের সাথে ছিলাম এবং আছি 8-)। একটা সময় ছিল টেকটিউনসে অনেক মেধাবী টিউনার ছিল কিন্তু সম্ভবত টেকটিউনসের উদাসীনতায় হয়তো সেই সকল টিউনারগন কয়েক বছর পরই হারিয়ে যায়। ২০০৯ সালের প্রথম টিউনার মিটআপ এ অনেক জ্ঞানী টিউনার একসাথে হওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্ত জানিনা কেন এক অজানা কারনে কোন সিদ্ধান্তই আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে মঈন ভাই, সোহান ভাই, মামুন বিল্লাহ, সাম্য, শাকিল আরেফিন যাদের টিউন মানেই ছিল বাড়তি উত্তেজনা। জানিনা তারা সবাই কোথায় এবং কেমন আছেন।
টেকটিউনসে এখনও অনেক মানসম্মত টিউন আসে যা দেখে খুবই ভাল লাগে। সবাইকে অনুরোধ নিজের মেধাকে অন্যের সাথে ভাগ করে নিন যাতে সবাই প্রযুক্তির সুফল ভোগ করতে পারে। প্রযুক্তি নির্ভর জাতী এখন উন্ততির চরম উচ্চ শিখরে অবস্থান করছে। মেহেদী ভাই প্লিজ টেকটিউনস ৩ চাই আর টিউনারদের কে উৎসাহিত করার একটা পদ্ধতি বের করুন যাতে টেকটিউনসে যারা আসবে বা এখনও আছে তারা যেন কখনই ঝরে না যায়।
সকলকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাল আছেন ভাই ? আপনাদের অনেক অনেক মিস করি । আগের মত মজার মজার টিউন এখন আর টেকটিউন এ তেমন ভাবে হয় না ।