স্পেসশাটলের তেলবাহী অংশ ফেলে দেওয়া হয় কেন ?

স্পেসশাটলের তেলবাহী অংশ ফেলে দেওয়া হয় কেন ?

স্পেস সাঁটল হচ্ছে এমন একটা মহাকাশযান যা মহাকাশচারীদের মহাকাশ স্টেশনে পৌঁছে দিতে বার বার ব্যবহার করা হয়। স্পেস শাটল আর রকেটের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন রকেট একবার ব্যবহার করা গেলেও স্পেস শাটল নবায়নযোগ্য। এই নবায়ন যোগ্য শাটল বা রকেট যাই কিছু মহাকাশের দিকে রওনা দিক না কেন দেখবেন বায়ুমন্ডল ত্যাগ করার সাথে সাথে এর জ্বালানিও শেষ হয়ে যায় এবং প্রধান জ্বালানি ট্যাংক বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়।

সাধারণত স্পেস শাটলের নিচে একটি সলিড বুস্টার ও জ্বালানি ট্যাঙ্ক থাকে। সলিড বুস্টার সাধারণত পৃথিবী ছাড়ার আগে ৪৫ কিমি থেকে ৬৭ কিমি পর্যন্ত শাটলকে টেনে তুলে। এর পরে সাধারণত জ্বালানি ট্যাংক এবং বুস্টার দুটিকেই বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়।

কারণ রকেট উপরের দিকে উঠার জন্য প্রধান বাধা হলো অভিকর্ষজ বল। তাই জ্বালানি শেষ হওয়ার সাথে সাথে যদি জ্বালানি ট্যাঙ্ক ও বুস্টার ফেলে দেওয়া না হয় তবে জ্বালানি ট্যাংকের ভরে শাটল আর উপরের দিকে উঠতে পারবে না। তাছাড়া যেখানে ভরই মুখ্য বিষয় সেখানে অতিরিক্ত জ্বালানিবিহীন ট্যাংক বহন করার কোন যৌক্তিকতা নেই।

এবার যে জ্বালানি ট্যাঙ্ক ফেলে দেওয়া হয় তার ভাগ্যেই বা কি ঘটে। কারই বা মাথায় গিয়ে পড়ে সেটি?

যখন জ্বালানি ট্যাঙ্কের সাথে রকেট বুস্টার বিচ্ছিন্ন হয়ে পড়ে স্পেস শাটলের শরীর থেকে তখন বুস্টারের শরীরেড় প্যারাসুট ফুলে ফেঁপে উঠে এবং ধীরে ধীরে উড্ডয়ন স্থান থেকে ২০০ কিমি দুরে সাগরে পড়ে। বুস্টারটি নৌবাহিনীর জাহাজ দিয়ে উদ্ধার করে আনা হয় এবং বার্নিশ করে পুনরায় ব্যবহার উপযোগী করা হয়।

কিন্তু কি ঘটে বেচারা অয়েল ট্যাংকারের ক্ষেত্রে ? না এক্ষেত্রে আপনাকে হতাশ করতে হলো। অয়েল ট্যাংকারটি পুনরায় ব্যবহার উপযোগী নয়। তাই এর সাথে কোন প্যারাসুট দেয়া হয় না। যার কারণে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে আগুণ ধরে যায় এবং টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ে।

copyright: Sciencethirst.com

facebook  page

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন। এধরণের টিউনের জন্যই তো আজও টেকটিউনসে নিয়মিত ভিজিট করি। চালিয়ে যান।

Level New

amar mone hoy sothik tottho noy. karon muktibeg orjon korte jalani sorboraher jonno jalani tank lagbei, r je ovikorsoj toroner kotha bolsen, mukti beger por sei toron thakena,palte jai. abong bau mondol par hobar por ghorson jonito badha thakena tai tank bicchinno korar prosno asena, ei karone amar mone hoy sothik info boy, tothapi jalani tank bicchinno kora hoy karon jalani ses hole tar projon porena abong seta mul spaceship er sate jukto thakle tar vorkendro nirnoy somossa hoy bole, kono station e namar somai orbitale ghorte gele susomo vorkendro hoyna tai jekono muhurte orbital theke bicchinno hor somvabona thake,tai susomo vorkendro, sthir jorota, torq niontron provutir jonno jalanihin tank bicchinno kora hoy

চমৎকার টিউন লিখেছেন