ত্বক নিয়ে সেই আদি কাল থেকেই মানুষের চিন্তা ভাবনার কোন শেষ নেই। কি ছেলে কি মেয়ে, সুন্দর ত্বক সবারই কাম্য। বিশষ করে আজকালকার মেয়েরা ত্বক সুন্দর রাখার জন্য কত কিছুই না করে থাকে। ছেলেরাও আর পিছিয়ে নেই.....
টেকটিউনাররা হয়ত ভাবতে শুরু করেছেন আমি কোন বিউটি টিপস্ নিয়ে আসলাম কি না.........না না তেমন কিছুই নয়। আমি শুধু মানুষের ত্বক সম্বন্ধে কিছু ইন্টেরেসটিং ইনফরমেশান দেয়ার চেষ্টা করব
১.আপনার ত্বক আপনার শরীরের সবচেয়ে বড় অঙ্গ। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ত্বক ২১স্কয়ার ফিট পর্যন্ত প্রসারিত হতে পারে, ওজনে প্রায় ৯পাউন্ড এবং ১১মাইলের ও বেশী রক্তশিরা ধারন করে থাকে।
২. গ্রীষ্মকালে প্রতিদিন আপনার ত্বক প্রায় তিন গ্যালোনের সমপরিমান ঘাম আপনার শরীর থেকে বের করে দেয়। আপনার ত্বকের যে জায়গাগুলো কখনো ঘামে না সেগুলো হল - নখ, ঠোট, কানের লতি এবং পুরুষ জননাঙ্গের সামনের অংশ।
৩. আপনার ত্বক তখনই দুর্গন্ধযুক্ত ঘাম ত্যাগ করে যখন ব্যাকটেরিয়া আপনার ত্বককে আক্রমন করে অথবা অসাস্থকর কোন খাবার খেয়ে থাকেন।
৪. স্ত্রীদেহের স্তন হল এ্যাপ্রোসিন ঘাম গ্রন্থিরই উন্নততর অবস্থা।
৫. মানবভ্রুনের বয়স ৩মাস হওয়ার আগ পর্যন্ত কোন হস্ত রেখা থাকেনা। পরে আস্তে আস্তে তা গড়ে উঠে।
৬. কিছু কিছু মানুষের কখনোই হস্ত রেখা সৃষ্টি হয় না। এটি খুবই দূর্লভ দুটি জেনেটিক ইফেক্ট এর কারনে হয়ে থাকে Naegeli syndrome এবং dermatopathia pigmentosa reticularis. জানলে আশ্চর্য হবেন এরা কোন বস্তু স্পর্ষ করলেও সেখানে তার হাতের ছাপ পড়বে না।
৭. আমাদের হস্তরেখা ( সঠিক অর্থে হাতের তালু ) কোন বস্তু ধরার ক্ষেত্রে তল সৃষ্টিতে সহয়তা করে। এই প্রজন্মের বানরদের লেজের ত্বকে এই ধরনের জিনিস দেখা যায় যা তাদের গাছের ডাল ধরে ঝুলে থাকতে সাহায্য করে।
৮. আমাদের ত্বক হতে প্রতি মিনিটে প্রায় ৫০০০০ কোষ মারা যায়।
৯. আমাদের ঠোট, জ্বিহবা, জননাঙ্গের কিছু কিছু অংশ ২০ মিলিগ্রাম পর্যন্ত ভর বিশিষ্ট কোন বস্তুর উপস্থিতি সনাক্ত করতে পারে। যেমন : মশা মাছি
১০. ২০০০ এর ও বেশী মানুষ তাদের চামড়ায় radio frequency identification chip স্থাপন কেরেছে। এর মাধ্যমে তারা তথ্য আদান প্রদান থেকে শুরু করে কম্পিউটার লগইন এবং তাদের গাড়ি লক আনলক করতে পারে।
হায়রে প্রযুক্তি আর কোথায় কোথায় যাবে ?
মানুষের ত্বকের রঙ্গের একটি গ্রাফ দেখানো হল
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Good write up……..or tune is perfect for this site. Hope to see some more like this soon.
আসলেই নতুন করে জানলাম।