আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম ( ২২৫০ টাকা মাত্র )

আমি লিখতে পারিনা ।তা কি লিখব বুঝতে পাচ্ছি না ।তার পরও শুরু করি ।ভূল হলে ক্ষমা করবেন ।

আজ প্রথম টাকা পেলাম অনলাইন আউটসোর্সিং থেকে টাকার অঙ্কটা খুবি কম ।তার পরও আমি খুশি ।কারন সবাই বলেছে আমি টাকা পাব না । এখন সবার কথা মিথ্যা প্রমান করে আমি টাকা পেয়েছি তার পরিমান যাইহোক না কেন ।

এখন আমি কিভাবে কোথা থেকে টাকা পেলাম তার একাটা বিস্তারিত বর্ননা দিতে চেষ্টা করব । আশাকরি সবাই ধৈর্যধরে পড়বেন ।

আর একটি কথা আমার এই ইনকামের পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হল বাবুল ভাই ।তার লেখা দেখেই আমি অনলাইনে কাজ করতে আগ্রহি এবং সফল হই ।

মাইক্রোওয়ার্কারস ঃআপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই মাইক্রোওয়ার্কারস দিয়ে কাজ শুরু করবেন । কারন এই সাইটা এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমানে ছোটো ছোটো কাজ পাওয়া যায় ।যার জন্য কোনো বিড করার প্রয়জন হয়না । অন্য যে সাইট গুলো আছে যেমন অডেস্ক , ফ্রিল্যেন্সার , রেন্ট এ কোডার ইত্যাদি সাইট গুলোতে কাজ পাবার জন্য অনেক পরিশ্রম করতে হয় । অনেক বিড করার পরও কাজ মিলে না । তার উপর আমার আছে পরিক্ষা । আমরা যারা পরিক্ষা ভয় পাই তাদের জন্য একমাত্র ভরসা এই মাইক্রোওয়ার্কারস । যারা এখানে কাজ করতে চান তারা রেজিঃ করুন http://www.microworkers.com/?Id=75b0f8e9 এখান থেকে

রেজিঃ করা হয়ে গেলে আপনি কাজ করা শুরু করতে পারবেন । এখানে অনেক ধরনের কাজ পাবেন আপনি । যেমনঃ

. সাইন আপ

. ক্লিক এবং সার্স

. বুকমার্ক

. ইউটিউব

. ফেসবুক

. টুইটার

. ভোট এবং রেটিং

. ইয়াহো

. ফোরাম

১০. ডাউনলোড এবং ইন্সটল

১১. ব্লগে কমেন্ট

১২. আর্টিকেল লেখা ইত্যাদি ইত্যাদি

আরও অনেক কাজ । যার জন্য আপনাকে প্রদান করা হবে 0.8 - 4 $ । অর্থাৎ এক এক কাজের জন্য এক এক রকম পে করা হবে ।

কাজ করার যোগ্যতা ঃ আপনার যদি ইন্টারনেট সম্পর্কে সামান্য ধারোনা থাকে তাহলেই আপনি কাজ করতে পারবেন ।

যে ভাবে কাজ শুরু করবেন ঃ আমি এখানে সংক্ষিপ্ত ভাবে উপরের কাজ গুলো সম্পর্কে বর্ননা করে যাব ।

. সাইন আপ ঃ এখানে ১ টা লিঙ্ক দিয়ে বলবে যে অই সাইটে ১টা একাউন্ট করুন । তার পর প্রমান হিসেবে আপনার কাছে ইমেইল আইডি , কনফার্ম্মেশন ইমেইল ইত্যাদি চাইতে পারে এগুলো আপনি

এই ছবির ২য় অংশে ক্লিক করলে একটা বস্ক অপেন হবে অই খানে সাবমিট করবেন ( সব কাজের ক্ষেত্রে একই রকম ) । সাবমিট করতে পারলেই এই কাজটা শেষ ।

. ক্লিক এবং সার্স ঃ এখানে কোনো শব্দ দিবে যা দিয়ে google এ সার্স করে কোনো নির্দিষ্ট সাইটে যেতে হবে কাজে বর্ননা অনুযায়ি ।

. বুকমার্ক ঃ এটা হলো কোনো সাইটে বুকমার্ক করতে বলা হবে ক্লায়েন্ট এর দেয়া লিংকটি কে ।

. ইউটিউব ঃএখানে কোনো ভিডিও দেখে comment করতে হবে আর ভোট দিয়ে হবে ।

. ফেসবুক ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া লিংকটিকে like করতে হবে ।

. টুইটার ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংকে ফলো করতে হবে ।

. ভোট এবং রেটিং ঃ এখানে কোনো কিছুর উপর ভোট বা রেটিং দিতে হবে ।

. ইয়াহো ঃ এখানে ইয়াহোর উত্তর দিয়ে দিতে হয়ে কোনো লিংককে এড করে ।

. ফোরাম ঃ এটাও কোনো লিংককে এড করে কনো ফোরামে পোষ্ট করতে হয় ।

১০. ডাউনলোড এবং ইন্সটল ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হয় অথবা কোনো কোড থাক্লে তা দিতে হয় ।

১১. ব্লগে কমেন্ট ঃ এইটা ফোরামের মত

১২. আর্টিকেল ঃ এটা কোনো একটা বিষয়ের উপর নির্দিষ্ট word এর আর্টিকেল লিখতে হয় ।

এই হচ্ছে কাজ । এই কাজ করার ৭ দিয়ের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন ।

এতখন তো কাজ করলাম এখন আসুন টাকা কিভাবে তুলবো ।

টাকা তুলার জন্য আমরা এলার্টপে , মানিবুকার , পেপাল ইত্যাদি ব্যবহার করতে পারি ।

PTC : এখন আসুন PTC সাইট গুলোনিয়ে আলোচনা করি ।

আমি PTC এর ২টা সাইট এ কাজ করি

১. http://www.onbux.com/?rh=042b7064033b174111a5cb4849739b9b

২. http://www.neobux.com/?rh=616A6F626A6F6E

এগুলো সম্পর্কে বিস্তারিত পরের পর্বে আলোচনা করব ।

এই পর্যন্ত সবাই ভালো থাকুন ।

ধন্যবাদ

Level New

আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক সুভেচ্ছা আপনাকে ।

ধন্যবাদ ।

Level 0

khuv valo lagolO apnar ayer kotha suina

Level 0

আপনাকে অনেক অভিন্দন online income এ আমি ও চেষ্ট করতেছি । কিন্তু পারি নাই । কারন আমরা এলার্টপে , মানিবুকার account nai

tanko bai.
Assa bai koshto kore bolben ki apner kotho din lagse ei income ta korte
ebong koi hour kore shomy diten daily? Please.

    ভাই ১-১.৫ মাস কাজ করছি
    আর সময় জানি না ( facebook এ বসলে মাঝে মাঝে কাজ করতাম তাই কতখন লাগছে জানি না )

অনেক অভিনন্দন আপনাকে, আর ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমিও কয়দিন ধরে চেষ্টা করছি মাইক্রোওয়র্কাস এ কিন্তু আর্টিকেল এর পিআর ৪ বা ৩ এখানে কিভাবে কি করব বুঝতেছিনা, একটু কি ডিটেইলস বলবেন,,,,,

    আপনি আগে ছোটো কাজ গুলো ট্রাই করেন যেমনঃ ১. সাইন আপ ২. ক্লিক এবং সার্স ৩. বুকমার্ক
    আর PR হল ওয়েব সাইটের র‍্যাঙ্ক । কোনো সাইটের PR কত তা জান্তে http://prchecker.info এই সাইটটি দেখুন ।

ভাই, অভিনন্দন।
ptc নিয়া পোস্ট করার আগে ভালোমত চিন্তা করে নিবেন, কারণ নেগেটিভ কমেন্ট পাবার সম্ভাবনা বেশি।
freelance, microwork sire গুলা, alertpay, moneybookers, ptc etc একসাথে আছে http://sabbd.co.cc/ তে।

    ধন্যবাদ । আপনার সাইটটা দেখলাম ভালো লাগলো ।

Level 0

সবাই েক বলব Odesk এ কাজ করেত।ভাল Earn করেত পার েবন। েয
েকউ আমার Odesk িটম এ jooin কর েত পা েরন।
for contact please post a message in my Facebook wall>>
http://www.facebook.com/profile.php?id=100000950720473

    ভাই odesk কাজ করতে চাই কিন্তু বিড করে তো কাজ পাওয়া যায় না । আমি অনেক ট্রাই মারছি ।

Level 0

@ইকরামা ভাই, amito onek kajer offer pai.ekon kajer chape khete ba gumute parina.onek bayerer kaj ferot dai.
ইকরামা ভাই, i tell u.>>>>>
“”to win a project first u need to creat a smart profile and then most important is Cover letter.
dont try to submit any contact phone or email in your cover letter.””””
R Karo kono prosno thakle amake facebooke knock kore paren. i will reply:)

    Level 0

    ভাই,আমিও ওডেস্কে কাজ করতে চাই,কিন্তু কিভাবে শুরু করবো বুজতে পারছি না,কারণ টেনশন হয় পারব তো,আমি মূলত ফটোশপ নিয়ে কাজ করি,আপনার টিমে জয়েন করতে পারব কি,আপনার টিমে জয়েন করার জন্য কি করতে হবে দয়া করে বলবেন।

    Level 0

    @MITHU আপনি ফটোশপের কাজ পারেন আর এখনো বসে আছেন। আপনি জানেন ওডেস্কে একজন ডিজাইনারের মুল্য কত? দেরী না করে আজকেই ওডেস্কে জয়েন করেন। প্রথম প্রথম এটু ঝামেলা মনে হতে পারে। তবে আপনার চেষ্টা থাকলে অবশ্যই সফল হবেন।

    Level 0

    @MITHU ধন্যবাদ…..
    েয েকউ আমার Odesk িটম এ jooin কর েত পা েরন।>>
    যারা আমার ওডেস্কে কাজ করতে চান টিমে জয়েন করার জন্য িবস্তািরত জান্ে এখা্েন যান>>
    http://www.facebook.com/profile.php?id=100000950720473

ভাই খুব ভালো লাগলো আপনার সাফলতা পড়ে।ভাই মাইক্রোওয়ার্কারের ১ থেকে ১০-এর মধ্যে যে কাজ গুলো সেগুলি কিভাবে করবো যদি বলতেন তো বড়ই উপকার হত!!
ধন্যবাদ

উপরেতো বলে দিয়েছি । বিস্তারিত কি জান্তে চান ? আপনি কাজ শুরু করে দিন । সমস্যা হলে বলবেন ….
ধন্যবাদ

ইকরামা আপনাকে অভিনন্দন।

thanks a lot akramul vai…

Level 0

খুব ভাল লাগল আপনার এই টিউন। আমি এই প্রথম ঢাকায় এসেছি একটি (পড়াশুনার)কাজে। কাজটি বেকার বললেই চলে। কারন ৭ দিনে মাত্র ৩ দিন সেখানে যেতে হয়, বাকীঁ ৪ দিন বেকার।তাই ভাবছি এরকম কিছু করা যায় আমার দ্বারা, কিন্তু কী করে সম্ভব ভেবে ওঠতে পারছিনা।কারন যে ঢাকার তেমন কিছুই চিনি না।আমার Location mirpur 10 ।Techtunes এর ভাইয়া/আপু সকলদের দৃষ্টি আর্কষন করছি।আমার দ্বারা অদৌ কিছু সম্ভব। যদি না.. কেহ করতেন HELP…?

    ধন্যবাদ…..
    আপনি কাজ শুরু করে দিন । কনো সমস্যা হলে বলবেন ।অবশ্যই সাহায্য করব ।

Level 0

যারা কমন IP ব্যবহার করেন যেমন ZOOM, GP বা BL ব্যবহার করেন তারা কি microworkers.com বা PTC এর মাধ্যমে কাজ করতে পারবেন?
বিস্তারিত জানালে উপকৃত হব।
ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

    microworkers & ptc তে একই ip সমস্যা করে । তবে অনেকে ওয়াইমেক্স দিয়ে কাজ করতেছে ।তাদের নাকি সমস্যা হয় না । যদি তাদের কোনো সমস্যা না হয় তা হলে মোবাইল ইন্টারনেটও কোনো সমস্যা হবার কথা না ।আপনি চেষ্টা করে দেখতে পারেন ।

Level 0

মাইক্রোওয়ার্কে আমার দুইটা একাউন্ট। দুইটা মিলে প্রায় চার শাত ডলারের মত ইনকাম হয়েছে।

Level 0

সবাই মিলে কাজ করি আর স্বনিভর বাংলাদেশ গড়ি । ধন্যবাদ সবাইকে । তবে আমার সাইটা ভিজিট করতে পারেন একটু কষ্ট করে যদি কিছু অনলাইনে ইনকাম করা যায় :http://click-for-earning.blogspot.com/

Vaijan amar 3.08 dollar hoyache .arpor ar hosshe na.ami shudhu sign up and fb te like dei.kintu amar kono blog nai bole ami onno work korte pari na apner kono pr1/pr2/pr3 blog thakle amake help korun.

Level 0

আপনাকে শুভকামনা জানালাম…… আপনি আরও রোজগার করুন…….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

ফোরাম এই কাজটা কিভাবে করবো তা বুজতে পারছি না একটু বলবেন please

Thanks.. Vai keu amake 1ta paypal or payza account khule verify kore dite parben. I will pay for this..