টেকটিউন্স এর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষন করছি……….

আশা করি সবাই ভাল আছেন। টেকটিউন্স এর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষন করছি এজন্যই যে, আমরা টেকটিউন্স কে সবাই ভালবাসি কিন্তু আমরা কেউ কাউকে ভাল করে চিনি না। তাই আমার মতে টেকটিউন্স এর সকল সদস্যদের এক সাথে উপস্থিত হওয়ার জন্য কোন এক ব্যবস্থা নেওয়া উচিৎ । আমরা হওতো সবাই এক সাথে উপস্থিত হতে পারলে আমাদের মনের মধ্য একটা সবাই সবার প্রতি ভাল আন্তরিকতা সৃষ্টি হবে। তাই  টেকটিউন্স এর এডমিদের এবং আমাদের সবাইকে মিলে একটা সেমিনার করা উচিৎ ।আর হওতো সেই সেমিনার করা হলে আমরা সবাই সেখানে আমাদের নানা ধরনের সমস্যা কথা বলতে পারবো। তাই টেকটিউন্স এর সকল সদস্যদের এবং টেকটিউন্স এডমিনদের নিচে মতামত জানানর জন্য আহব্বান জানাচ্ছি।। আর এই ব্যপারে বিষেশভাবে অনুরোধ জানাচ্ছি টেকটিউন্স এডমিনদের প্রতি।

**কোন ধরনের ভুল হলে মাফ করবেন **

Level 0

আমি স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার আজ পরীক্ষা তাই ভাল করে গুছিয়ে লিখতে পারলাম না।

Level 0

আপোণে একদম আমার মনের খথা টা কইসেন ধন্যবাদ আপনাকে

    soto ভাই আমার সাথে এক মত হয়ার জন্য ধন্যবাদ..

কিসের টিউন করেন ভাই?
আপনি কি জানেন আপনার এই আবেগ জরিত টিউনের জন্য একটা ভাল টিউন ২য় পৃষ্ঠায় চলে যায়।
আপনি কি একবারো ভেবে দেখেছেন এই কাজটা করা কি কোন দিনও টেকটিউন্সের পক্ষে করা সম্ভব!
এইখানে বিখ্যাত টিউনার আছে যারা প্রবাসে থাকে এবং অনেক ভিজিটরও তাদের পক্ষে কি যোগ দেয়া সম্ভব?
যদি সম্ভব না হয় তা হইলে এই উদ্যোগের কোন ফল হবেনা তাই না?
আমি আপনার প্রস্তাবের এবং আবেগের প্রতি সম্মান রেখে বলছি,
এই ধরনের কথা বলার জন্য এবং যেই কোন সমস্যার কথা বলার জন্য “টেকটিউন্সকে বলুন” নামে একটা পৃষ্ঠা আছে এবং এডমিন গন সেই পৃষ্ঠাটি সবসময় প্রত্যক্ষ্য করে থাকেন,
তাই আমি মনে করি এই ধরনের কথা সেইখানেই বলা উচিত।
স্বপন ভাই কথা গুলু আপনাকে বলি নাই বরং এই ধরনের টিউন যারাই করে সবার প্রতিই আমার এই অনুরোধটা থাকবে।
আমাকে ভুল বুঝবেন্না সবার ভালর জন্যই কথা গুলু বলেছি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত নিজ গুনে ক্ষমা করে দিবেন।

    ধন্যবাদ আতাউর রহমান ভাই।।আমি এজন্যই বলছিলাম যারা বি.ডি তে থাকেন তাদের জন্য এই সেমিনার করা যায়।

    Level 0

    সহমত আতাউর ভাই,
    যারা বাংলাদেশে থাকেন তাদের সকলকে নিয়েও সম্ভব নয়। এ কম্যুনিটি হল ভার্চুয়াল, ফিজিক্যাল নয়।

    সেমিনার করা টেকটিউন্স এডমিনদের পক্ষে সম্ভব না হলে তো করার কিছু নেই।। তাই না……

    আতাউর ভাইয়ের সাথে একমত

    আতাউর ভাইয়া আপনার সাথে (কত % যে বলি) আনলিমিটেট % একমত।
    আমি বাংলাদেশেই থাকি কিন্তু সমস্যা হল দিনাজপুরে। তাই আমার পক্ষে কোনমতেই সম্ভব না একাই রাজধানী গিয়ে যোগ দেওয়ার তাও আবার আমার এই বয়সে!!!!!!

    @আতাউর রহমান: আতাউর ভাই এই টিউনটি আপনার মতামতের অপেক্ষায় আছে, কিছু একটা বলেন https://www.techtunes.io/netizen-network/tune-id/120237#comment-288690

Sobar khetre hoyese kina janina tobe amar khetre virtual onek frnd amar real frnd hoyeche jader sathe porichoy ekta chotokhato ayojon er maddhome. Tobe ei dhoroner uddoger fole sompriti bodh bare(ja ami mone kori) ….

সবাই কে ভার্চুয়াল বিরিয়ানির দাওয়াত রইল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!অবশ্যই আসবেন কিন্তু। স্থান: টেকটিউনস প্রাঙ্গন।

আমার তো ভাই ভার্চুয়ালই ভাল লাগে, সবাইকে সবার চেনার কোন দরকার আছে কি? যাদেরকে দরকার তাদের জন্য তো ফেইসবুক আছেই।
তারপরও রিয়াল লাইফের একটা ব্যপার থাকতে পারে কিন্তু রিয়াল লাইফ মানেই ঝামেলা আমার মতে, ভার্চুয়ালে কেউ কাউকে চিনি না লজ্জা -শরমের বালাই নাই একটার পর একটা প্রশ্ন করতেই থাকি 🙂

স্বপন… জানিনা তুমি আমার কথাটি কেমন করে নিবে। তার পরেও বলি… তুমিতো আমার পাশেই থাক তাই না? তো তুমি যে আবেগে এই টিউনটি করছো আমি এর অর্থ বুঝতে পারছি। কিন্তু ভাইয়া একটা বিষয় খেয়ার করে দেখ, আমার জানা মতে টিটিতে দৈনিক ৩০০০০+ পেজ ভিউ হয়, দৈনিক ২৪ ঘন্টাই ২০০০+ ভিজিটর অনলাইনে থাকেন। এছাড়া আমরা যারা বেসিক থেকে এডভান্স লেবেলের টিউনাররা আছি তারাতো দিনের একটা নির্দিষ্ট অংশ টিটিতে দিয়েই থাকি। এতে করে সরাসরি শারীরিক ভাবে নাহোক, সকলের সাথে লিখালিখির মাধ্যমেতো যোগাযোগ হচ্ছেই সবসময়। ব্যাপারটা ইতিবাচক ভাবে নিবা। এতো সংখ্যত ভিজিটর টিটিতে থাকে যে, বাংলাদেশের আর অন্যকোন সাইটে এমনটা থাকে না। তাই টিটি এর সকলের সাথে নতুন করে যোগাযোগের আয়োজন করাটা অর্থহীন ছাড়া আর কিছুই হবে না বলে আমি মনে করি। টিটি এডমিন সম্পর্কে যতটুবু জানি ওনাদের সব ব্যপারে টেনে আনাটা আমাদের আদবের খেলাপ হবে। কারন এডমিনরাই যদি সব কিছুর আয়োজন করে, তাহলে আমাদের কতৃত্ব কোথায়। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, তারা সবসময় টিটি এর উন্নতি কল্পে কাজ করে যাচ্ছেন। আমরা মাঝে মাঝে ফেসবুকে এসব নিয়ে অনেকেই আলোচনা করি থাকি। এসব ব্যপার খোজ নিলেই জানতে পারে। আর যদি মনে করো যে টিটি এর সদস্যদের সাথে যোগায়যাগ রাখবে তবে টিটি এর ফ্যান পেজ এ যাও এখানে থেকে http://www.facebook.com/pages/Techtunes/323434175373 । আরো কিছু জানার থাকলে আমাকে ফোন দিও। অযাথা এমন টিউন করে সম্মানিত টিউনারদের সময় নষ্ট করবে না আশা করি। প্রযুক্তি শিখতে আমরা সবাই টিটিতে আসি, এটার মল্যায়ন করতে শিখ। আর আতাউর অনেক ভাল মানুষ … ওনার কথাগুলো মানতে পারো।

ভাল থাকবে। :

    শাওন, আতাউর ভাইয়ের সাথে একমত

    রাজন ভাই আপনার খবর নাই কেন, অনেক দিন হলো টিউন করেন না দেখতেছি। আরে ভাই দেশের সেবাতো করছেন বুঝলাম, টিটি তেই এর কিছু দান করুন। তাইলে আমরা ধণ্য হবো। 🙂

    শাওন ভাই, বর্তমানে আমি বান্দারবানে আছি তাই কাজের চাপ খুব বেসি, অবসর সময় কম। আপনার কথা রাখতে চেসটা করব। ভাল থাকবেন আল্লাহ হাফেয।

    বাংলাদেশের অন্য সাইটে এত ভিজিটর থাকে না আপনি জানেন বলে বললেন। এবং আপনি টিটি ছাড়া অন্য কোন সাইটে যান না। মানুষকে ভুল বার্তা না দেয়ার জন্য অনুরোধ রইল। সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ এসব ব্লগের ভিজিটর কম না টিটি থেকে বরং বেশিই আছে।

    আর উনি পোস্ট করে অপরাধ করেন নি। এই ব্লগে অনেক অনেক ফাউল পোস্ট দেখা যায় সবসময়।

    @শাওন: এই টিউনটি আপনার মতামতের অপেক্ষায় আছে, কিছু একটা বলেন https://www.techtunes.io/netizen-network/tune-id/120237#comment-288690

আতাউর রহমান @
ভাইয়ের সাথে এক মত।
@
স্বপন ভাই আপনার আবেগ দেখে ভাল লাগছে। কিন্তু আপনার আর একটু চিন্তা করে এই ধরনের টিউন করা উচিত ছিল

টিউনার এখানে নতুন মনে হয়। একটু ভুল/ ভ্রান্তি হতেই পারে। তাই বলে সবাই এভাবে আক্রমন করার কোন মানে হয় না। উনি টিটিকে ভালবেশে আবেগতারিত হয়ে একটি পোস্ট দিয়েছেন। অন্যান্য কিছু ইউসারের মত বিজ্ঞাপন তো অন্তত দেননি!! তাই টিউনারকে বলব ভুল শুধরে নিয়ে সামনে আরও ভাল টিউন করতে। আর কিছু অভিজ্ঞ টিউনারদের উদ্দেশ্যে বলছি- একটু ভালভাবে বুঝিয়ে উতসাহ দিলেই ভাল হত নাকী????

Level 0

ভাই কালকে পরীক্ষা আছে তাই কিছু লিখতে পারলাম না।

উপরে যারা স্বপন ভাইয়ের পোস্টের বিপক্ষে মতামত দিয়েছেন আমি তাদের সাথে একমত হতে পারলাম না। আমি স্বপন ভাইয়ের সাথে একমত পোষণ করলাম। তবে বিষয়টা সেমিনার না করে মিটআপের মতো করা যেতে পারে। বাংলা প্রায় সব কমিউনিটি ফোরাম, ব্লগ সবগুলোতেই এরকম আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন সময়ে। সবাই উপস্থিত হতে পারবে না দেখে এরকম একটা আয়োজন করা যাবে না তা যৌক্তিক বলে আমি মনে করি না।

Sohomot(100%) mr. dhmart.info er sathe.