পানি দিয়ে ধুয়া যায় এমন স্মার্টফোন থাকলেও এবার নতুন প্রযুক্তির ফোন তৈরি করেছে কেডিডিআই অ্যান্ড কায়োসিরা। তাদের ‘ডিগনো রাফরি’ নামের এ স্মার্টফোনটি সাবান দিয়ে ধোয়া যাবে।
এ স্মার্টফোনটির আরো যে সকল বিশিষ্ট আছে তা হল, এটি ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিষ্কার করা যাবে। এছাড়া ভেজা হাতে এর স্ক্রিনে কাজ করা যাবে।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। হ্যান্ডসেটটির পর্দা ৫ ইঞ্চি। দুই গিগাবাইট র্যাম। এছাড়া এটির অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা ১৬ গিগাবাইট। ১২৮ গিগাবাইট পর্যন্ত এর স্পেস বাড়ানো যাবে। ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা। স্মার্টফোনটির টকটাইম বিশ ঘণ্টা। এর মূল্য ধরা হয়েছে বত্রিশ হাজার রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৬০০।
টিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে
আমার অন্যান্য টিউনসগুলো হলোঃ
২০১৫ সালের সেরা ১০ বাজেট স্মার্টফোন
Paid Apps টি ফ্রিতে ডাউনলোড করে নিন আর আপনার এন্ড্রয়েড ফোনটিকে রাখুন সুরক্ষিত
পানি দিয়ে ধুয়া যায় এমন স্মার্টফোন থাকলেও এবার নতুন প্রযুক্তির ফোন তৈরি করেছে কেডিডিআই অ্যান্ড কায়োসিরা। তাদের ‘ডিগনো রাফরি’ নামের এ স্মার্টফোনটি সাবান দিয়ে ধোয়া যাবে।
এ স্মার্টফোনটির আরো যে সকল বিশিষ্ট আছে তা হল, এটি ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিষ্কার করা যাবে। এছাড়া ভেজা হাতে এর স্ক্রিনে কাজ করা যাবে।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। হ্যান্ডসেটটির পর্দা ৫ ইঞ্চি। দুই গিগাবাইট র্যাম। এছাড়া এটির অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা ১৬ গিগাবাইট। ১২৮ গিগাবাইট পর্যন্ত এর স্পেস বাড়ানো যাবে। ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা। স্মার্টফোনটির টকটাইম বিশ ঘণ্টা। এর মূল্য ধরা হয়েছে বত্রিশ হাজার রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৬০০।
টিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে
আমার অন্যান্য টিউনসগুলো হলোঃ
২০১৫ সালের সেরা ১০ বাজেট স্মার্টফোন
Paid Apps টি ফ্রিতে ডাউনলোড করে নিন আর আপনার এন্ড্রয়েড ফোনটিকে রাখুন সুরক্ষিত
আমি ফয়সাল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক জগতটাকে ভালোবাসি, ভালোবাসি টেকটিউন্সকে। অনেক কিছুই শিখিয়েছে এটি আমাদের। চেষ্টা করছি কিছু দেবার।