ছবি শেয়ারিং মাধ্যম “স্ন্যাপচ্যাটের” সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ইভান স্পিজেল হলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। ১.৫ বিলিয়ন ডলারের এই টেক হিরোর বয়স মাত্র ২৪ বছর।
স্ন্যাপচ্যাটের আরেক সহ-প্রতিষ্ঠাতা হলেন ববি মারফি। ইভান স্পিজেলের সহযোগী ববি মারফিরও সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। আর বয়সে তিনি ২৬।
টেক জগতের সবচেয়ে জনপ্রিয় তরুণ উদ্যোক্তা এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ। ৩৬.৩ বিলিয়ন ডলারের মালিক হয়ে এখন তিনি তরুণ বিলিয়নিয়ারদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন। এখন তাঁর বয়স ৩০। শুধু তরুণ বিলিয়নিয়ার হিসেবেই নয়, জনপ্রিয় ম্যাগাজিন ফোরবসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালের সেরা বিলিয়নিয়ারদের মধ্যে তিনি ২০ নং অবস্থানে রয়েছেন।
সফটওয়্যার ফার্ম “আসানা” –এর সহপ্রতিষ্ঠাতা এবং সিইও হলেন ডাস্টিন মস্কোভিচ। তিনি ফেসবুকে নিয়োগ পাওয়া তৃতীয় কর্মী হিসেবেও জানা যায়। ২০০৮ সালে তিনি ফেসবুক ছেড়ে দিয়ে গড়ে তুলেন সফটওয়্যার প্রতিষ্ঠান “আসানা”। বর্তমানে তাঁর বয়স ৩০ এবং সম্পত্তির পরিমাণ ৮.৬ বিলিয়ন মার্কিন ডলার।
জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও হলেন ড্রিউ হাস্টন। তাঁর বর্তমান বয়স ৩২। ২০০৭ সালে শুরু করা ড্রপবক্স ২০১৫ সালে তাঁকে বানিয়েছে ১.২৪ বিলিয়ন ডলারের মালিক।
এদুয়ার্দো স্যাভেরিন ৪.৯ ডলারের মালিক। তিনি ফেসবুকের আরেক সহ-প্রতিষ্ঠাতা। এছাড়া তাঁর সম্পদের উৎস হলো সিঙ্গাপুরের হাম্পটন ক্রিক এবং সিলভারকার-এ বিনিয়োগ।
অস্ট্রেলিয়ার সফটওয়্যার প্রতিষ্ঠান “আটলাসিয়ান” –এর প্রতিষ্ঠাতা হলেন মাইক ক্যানোন-ব্রুকস। অবশ্য তিনি এই সফটওয়্যার ফার্ম তাঁর কলেজ বন্ধু স্কট ফারকোয়ারকে সাথে নিয়ে করেছিলেন। ১.১ বিলিয়ন ডলার মালিক মাইক ক্যানোন-ব্রুকসের বয়স এখন ৩৫।
মাইক ক্যানোন-ব্রুকসের সহযোগি বন্ধু স্কট ফারকোয়ারও তাঁর বন্ধুর বয়সেরই এবং সম্পদেও সমান! বয়স ৩৫, সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার! তিনি মাইক ক্যানোন-ব্রুকসের সফটওয়্যার প্রতিষ্ঠান “আটলাসিয়ান” – এর সহযোগি ছিলেন।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ।প্লিজ নিয়মিত লিখবেন।