ডিজাইনারদের জন্যে কয়েকটি জোসস্ ওপেন সোর্স অল্টারনেটিভ

প্রথমেই টিউনার বন্ধুদের কাছে অনিয়মিত হবার জন্যে ক্ষমা প্রার্থনা করছি। মাঝখানে একটু সমস্যা থাকায় লিখতে পারি নাই। তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত লেখার।

এর আগেও ডিজাইনারদের জন্যে উপযোগী অনেক এ্যাপ্লিকেশান এবং ওয়েবওয়্যার নিয়ে লিখেছি তবে এইবার যে সমস্ত এ্যাপ্লিকেশান নিয়ে কথা বলব এগুলো বড় বড় অনেক এ্যাপ্লিকেশানের যুৎসই অল্টারনেটিভ এবং খুবই পাওয়ারফুল। আসুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এ্যাপ্লিকেশানগুলো।

জাশাকা

jahshaka.jpg

এটি এ্যাডবি আফটার ইফেক্টস এর একটি অল্টারনেটিভ। অনেকে একে মুভি এডিটিং এর পাওয়ার হাউসও বলে থাকে। এর স্বাচ্ছন্দ্যের সাথে এডিটিং এর কাজ ছাড়াও খুবই রিয়েল টাইম এনভাইরোমেন্টে আপনি বিভিন্ন ইফেক্টও ক্রিয়েট করতে পারবেন। করা যাবে এ্যানিমেশান, আরো আছে মুভিং অবজেক্টে পেইন্টিং করা।

আমায়া

amaya.jpg

এটি এ্যাডোবি ড্রিম ওয়েভারের অল্টারনেটিভ। এটি একটি ওয়েব এডিটর। এর সাহায্যে ডকুমেন্ট ডিরেক্টলি ওয়েবে ক্রিয়েট ও আপডেট করা সম্ভব। খুবই ইউনিফর্ম এনভাইরোমেন্ট এবং রিমোট এক্সেসিং ফিচার সমৃদ্ধ চমৎকার একটি এ্যাপ্লিকেশান।

ওপেন অফিস ড্র

open-office-draw.jpg

এটি মাইক্রোসফট ভিসিওর একটি অল্টারনেটিভ। কুইক স্কেচ থেকে কমপ্লেক্স প্লেনে সহজেই ড্র করা সম্ভব। আরো কমিউনিকেশান রয়েছে গ্রাফিক্স এবং ডায়াগ্রামস এর সাথে। ম্যাক্সিমাম পেজ সাইজ ৩০০সে.মি X ৩০০ সে.মি।

ব্লেন্ডার

blender.jpg

এটি অটোডেস্ক থ্রিডি ম্যাক্স এর একটি অল্টারনেটিভ। এটি থ্রিডি কন্টেন্ট মেকিং এর জন্যে খুবই পাওয়ারফুল একটি ওপেন সোর্স সুইট। এটি মোটামুটি সকল মেজর অপারেটিং সিস্টেমের জন্যেই এ্যাভেইলেবল। এনেক ধরনের টুলের সন্নিবেশ ঘটানো হয়েছে। মডেলিং এর জন্যে - ফাষ্ট সাবডিবিশন সারফেস এবং পলিগন টুল, মাল্টি রেসোলিউশন স্কাল্পচার, মেটাবলস, NURBS, ভেক্টর ফন্টস, ইউভি ম্যাপিং, শেডার এবং টেক্সচারিং - পেইন্ট এবং নোট বেজড, আইকে এবং এফকে এ্যানিমেশান টুলস (রিং সহ), কোস্ট্রেইন্টস, স্কিনিং, মরফ টার্গেট, ড্রাইভার, ডিফরমার এবং মডিফাইয়ার। সিমুলিউশন টুল - হার্ড এবং সফট বডি, ক্লথ এবং ফ্লুইডস,

ইমেজভি

imgv.jpg

এটি খুবই জনপ্রিয় টুল এসিডিসি এর একটি অল্টারনেটিভ। এটি খুবই রিচ ফিচারড্ ইমেজ ভিউয়ার। এটি সোর্স কোডের সাথেই এর ফুল সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। এটি পোর্টেবল এবং Windows, Linux, BSD, OSX এবং অন্যান্ন অপারেটিং সিস্টেমেও সাপোর্ট করে থাকে।

ইন্কস্কেপ

inkscape.jpg

এটি এ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি অল্টারনেটিভ। একটি ওপেন সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর। ইলাস্ট্রেটরের মতই CorelDraw অথবা Xara X, W3C স্ট্যান্ডার্ডের ভেক্টর গ্রাফিক্স ফাইল ফরম্যাট সাপোর্ট করে থাকে। খুবই সহজ এবং চমৎকার ইন্টারফেস এবং আরো অনেক এ্যাডভান্স এসভিজি ফিচারকেও সাপোর্ট করে থাকে।

গিম্পশপ

gimpshop.jpg

এটি ফটোশপের একটি অল্টারনেটিভ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আর্টওয়েভার নিয়ে একটি টিউন করেছিলাম। আমার মনে হয় আর্টওয়েভারের চাইতে ভালো ফটোশপ অল্টারনেটিভ আর নেই।

জারা এলএক্স

xara-lx.jpg

এটি কোরাল ড্র এর একটি অল্টারনেটিভ। এটি লিনাক্স প্ল্যাটফর্মের জন্যে। এটি ইউনিক্স প্ল্যাটফর্মের একটি গ্রাফিক্স প্রোগ্রাম। এতে কিছু এক্সট্রা অরডিনারি পাওয়ারফুল টুল অফার করা হচ্ছে। খুবই ক্লিন এবং ঝামেলামূক্ত ইন্টারফেস।

এ্যাভাইড মাক্স

avidemux.jpg

এটি ফাইনালকাট প্রো এর অল্টারনেটিভ। এটি একটি ফ্রিওয়্যার সিম্পল ভিডিও এডিটিং টুল। ডিজাইন করা হয়েছে কাটিং, ফিল্টারিং এবং টাস্ক এনকোডিং এর জন্যে। এমপিফোর, এমপিজি, এভিআই, ডিভিডি এবং আরো অনেক কমন সিম্পল সিম্পল ফরম্যাটকে সাপোর্ট করে থাকে। সাপোর্টে আছে নানন রকমের কোডেকস।

পেন্সিল

pencil.jpg

এটি টুন বুম স্টুডিওর অল্টারনেটিভ। ম্যাক, ইউন্ডোজ এবং লিনাক্স সকল ধরনের ফরম্যাটকে সাপোর্ট করে থাকে। এটি সাধারণত এ্যানিমেশান/ ড্রইংয়ের টুল। এর সাহায্যে আপনি ট্রডিশনাল হাতে আঁতা এ্যানিমেশান এবং কার্টুন এ্যানিমেশানও ক্রিয়েট করতে পারবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি আসলেই …………….

ভালো লিখেছেন

Level 0

টিনটিন ভাই অনেকদিন পর আপনাকে পেয়ে ভাল লাগছে। লেখাটা বরাবরের মতো চমৎকার হয়েছে

Level 0

ভাই টিনটিন অটোক্যাড-এর অল্টারনেটিভ কিছু আছে কি?

ভাই জটিল হইচে

Level 0

Excellent