অনলাইন বিজ্ঞাপন দেখে পণ্য ও সেবা ক্রয় করার আগে দেখে বুঝে ও শুনে নিন এবং সচেতনতা তৈরি করুন

টেকটিউনস এডভার্টাইজিং হলো অনলাইন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডভার্টাইজিং সার্ভিস। টেকটিউনস এডভার্টাইজিং এর মাধ্যমে বাংলাদেশের অনলাইন সেক্টরের সবচেয়ে বড় বড় কোম্পানিরা তাদের এডভার্টাইজিং করে যাচ্ছে। বাংলাদেশের প্রথম সারির সকল অনলাইন সার্ভিস সমূহের সাথে টেকটিউনস এডভার্টাইজিং সফলতার সাথে কাজ করে যাচ্ছে বিগত ৬ বছর যাবত। উন্নত মানের স্মার্ট এডভার্টাইজিং সার্ভিস প্রদানের মাধ্যমে টেকটিউনস অনলাইন এডভার্টাইজিং এখন সকলের কাছে সবচেয়ে প্রিয় অনলাইন এডভার্টাইজিং সার্ভিস। টেকটিউনস এডভার্টাইজিং দেশের অনলাইন জগতের সেরা সব কোম্পানি সমুহের সাথে কাজ করে যাচ্ছে, এদের মধ্যে অন্যতম হলো বিক্রয় ডট কম, এখনই ডট কম, আজকের ডিল ডট কম, রকমারি ডট কম, টেকশপ বাংলাদেশ, অন্যরকম ইলেক্ট্রনিক্স, এখানেই ডট কম,হোস্ট ক্ল্যাশন হোস্টিং সহ আরো অনেক কম্পানি। টেকটিউনস এডভার্টাইজিং সার্ভিস বাংলাদেশের অনলাইন এডভার্টাইজমেন্ট এর একটি টপ নচ এডভার্টাইজমেন্ট সার্ভিস।

টেকটিউনস এডভার্টাইজমেন্ট সার্ভিস চেষ্ঠা করে গ্রাহকদের মান সম্মত এবং হাই কোয়ালিটি সার্ভিস প্রদান করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় এডভার্টাইজারদের লোভনীয় অফারের কারনে অনেক গ্রাহক মানসম্মত পণ্য ও সেবা এডভার্টাইজার দের কাছ থেকে পান না, তাই টেকটিউনস এডভার্টাইজিং এর পক্ষথেকে সকল গ্রাহকদের কে অনুরোধ করা হচ্ছে যে, তারা কোন এডভার্টাইজারদের কাছ থেকে পণ্য ও সেবা গ্রহন করার সময় যেন তাদের সেবা যাচাই বাছাই করে নেয়। কারন যেহেতু টেকটিউনস একটি উন্মুক্ত টেকনোলজিকাল সৌশল নেটওয়ার্ক, এবং যেকোন এডভার্টাইজার তাদের পন্যের বিজ্ঞাপন টেকটিউনস এ দিতে পারেন, তাই সকল পন্যের প্যাকেজ ও সেবার অফার টেকটিউনস এর পক্ষে যাচাই বাছাই করে বিজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হয় না। তাই যারা এডভার্টাইজারদের পণ্য ও সেবা গ্রহন করে থাকেন তাদের প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমেই পণ্য ও সেবা যাচাই বাছাই করে নেয়ার পরামর্শ দেয়া হলো।

বর্তমানে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারনার সুনির্দিষ্ঠ অভিযোগ থাকার কারনে টেকটিউনস এডভার্টাইজমেন্ট একটি প্রতিষ্ঠানের এডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছে। টেকটিউনস সবসময় তার গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকে তাই আবারো বলা হচ্ছে বিভিন্ন এডভার্টাইজারদের সেবা ও পণ্য গ্রহন করার সময় গ্রাহকদের সচেতন থাকতে হবে,এবং এডভার্টাইজার বা বিজ্ঞাপন দাতার থেকে কোন পণ্য ও সেবা ক্রয় করার পুর্বে তা যাচাই বাছাই করে নেয়ার অনুরোধ করা হলো।

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পোস্টটা তাহলে ওই প্রতারকদের সরানোর জন্য কাজে লেগেছে। কিন্তু আপনারা তো আমার পোস্ট ডিলিট করে দিয়েছেন, সমস্যা নাই আপনাদের চোখে যে পোস্টটি পড়েছে এটাই যথেষ্ট। কি আর করার হুস্টিং এবং ডোমেইন ২ টাই হারাতে হলো। আমি একা নই অনেকেই হারাইছে। তবে আমার পোস্ট দেখে সাথে সাথে অনেকেই হুস্টিং সরিয়ে নেওয়ায় বেচে গেছে।

    আমি তো মনে করেছিলাম ‍-জানতে চাই – আপনি নিজে পোষ্ট রিমোভ করেছিলেন. 🙂

    আপনার টিউনে কোন ফেক তথ্য ছিলনা। তারপরো আপনার টিউনটি কেন ডিলিট করা হল বুঝিনি

ভাই আমি নিজেও অনলাইন শফিং এর উপর আস্থা হারিয়েছে, টেকটিউন্স এ এড দেখে আজকের ডিল থেকে একটা টেলিস্কপ লেন্স কিনেছিলাম, পাঠিয়েছিল ঠিকই কিন্তু এড এ যেভাবে আছে সব পার্ট পাঠায়নি, পরে কমপ্লিন করায় হোল্ডার আর ট্রাইপড পাঠিয়েছিল, যাই হোক কাস্টমার ধরার আগ্রহ ছিল বুজা যায় কিন্তু হোল্ডারের সাথে একটা অংশ পাঠায়নি যা লেন্সটাকে হোল্ডারের সাথে জয়েন করবে, মারচেন্টের নামঃ স্টার ফেশন২৪

যাই হোক আমার অভিজ্ঞতা হল, নিজের জিনিস নিজে সরাসরি হাতে ধরে দেখে শুনে কিনুন, অনলাইনে কিনার দরকার নাই, যদিনা অপরিহায্য এবং এমন কিছু হয়যে যা থেকে কিছু মিসিং হয়ার চান্স কম।

আজকের ডিলে গিয়ে দেখলাম একটি ব্লটুথ ১৪০ টাকা ঠিক এই মডেল বাজারে ৯০ টা দিয়ে কিনে নিলাম। অনলাইন সেবা দিবে নাকি জবা করবে বুজি না।

Useful Post Thnks tt

বর্তমানে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারনার সুনির্দিষ্ঠ অভিযোগ থাকার কারনে টেকটিউনস এডভার্টাইজমেন্ট একটি প্রতিষ্ঠানের এডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছে।( জানতে চাই —- এই কোম্পানী কি গ্রীন হোষ্টটিং ) আমার টাকা কে দেবে — জানতে পারলাম ৬০০ – ৭০০ সাইট যার দাম ৭-৮ লক্ষ টাকা । আমার কথা এই সবাই ‍যদি ১৫০০ টাকা ও কোন ব্যপার নাই মনে করি তা হলে কেমন হবে ? এক বার ভেবে দেখুন সকলের টাকা এক সাখে কত হয় ? আরো অনেকে আছে যারা ওয়েব ডিজাইন করছে ১৫-১৮ হাঁজার দিয়ে । কে দেবে এই ক্ষতি পুরণ ?

tareq hasan : আপনি দেখি গ্রীন হোষ্টটিং কে নিয়ে একটু বেশি মাথা ঘামান কারণ কি ? সেই দিন জানতে চাই পোষ্ট টে দেখলাম খুব দরদ উতলে উঠলো ? না কি আপনি নিজেই গ্রীন হোষ্টটিং ? ( জকের ডিলে গিয়ে দেখলাম একটি ব্লটুথ ১৪০ টাকা ঠিক এই মডেল বাজারে ৯০ টা দিয়ে কিনে নিলাম।) যা্ওয়া আসা ভাড়া কত খরচ হলো ? আম খাবেন অতছো ছুলবেন না ….আপনা রা পারেন ও বটে । ১০ -১২ জন পায়ছি সবাই সবাই মিলে পুলিশের কাছে কেচ করবো …যারা টাকা ফেরত পান নি তাদের ঠিকনা ও নাম্বার টিউনমেন্ট করে দেন ।

আপনাকে তো ভাই দেখা যায় না। দেখা যায় একটা সানক সাফ, আমি সানক সাফের সাথে কমেন্ট করতে চাই না। আমি না দুনিয়ার কেউ কথা বলতে চাই বে না। তার পরের যারা আমার কমেন্ট গুলো নেগেটিভ ভাবে নিয়েছে তাদের উদ্যেশ একটি কথা বলব। গ্রিন হোস্টি আমি না। আমার তার সাথে কোন বন্ধুত্ব পুর্ন কেউ না। কাজের সুবাধে একটি ডোমাইন কিনি এবং এখন পযন্ত চলতেছে। আগামিতে চলবে কিনা তা নিয়ে চিন্তিত। আমার সাইট কিনেছিলাম শুধু মাত্র কাজ শিখার জন্য। তাই আমার চলে গেলে আমি এত বেশি চিন্তিত থাকতাম না। কিন্তু আমি যতটুকু জানি অনেকে আছেন কোন প্রতিষ্ঠানে জন্য সাইট কিনেছে। অথবা কাউকে কিনে দিয়েছে। তাদের কি অবস্থা। একবার চিন্তা করলে তে বুজা যায়। আমি সলিউশন দিবে আপনাদের একটা গৃফ তৈরি করে সব সাইট লিস্ট গুলো কালেশন করুন। এবং মেইল গুলো প্রিন্ট করে তার যথা যথ ব্যবস্থা নিন। এইভাবে অনলাইনে মার খাবেন । নিংশ্ব হবেন এইটা মানা যায় না।আমার সাথে অন্য সাইটে টান্সপার হওয়ার চিন্তা ভাবনা আছে। কিন্তু আমার পেপ্যাল আইডি সমস্যার কারনে আমি পারতে ছিনা । আমার পেপ্যাল ৩৬০ ডলার আছে। কিন্তু লগিন করলে মোবাইলে ম্যাসেজ দিয়ে ভেরিফাই করা হয় । ঐ মোবাইল ইউ কে এখন কি করবো বুজতে ছিনা। ‍” কে কে মতি আপনি আপনি বুটুথ ৯০ টাকা বুল্টথ ১৪০ টাকা আপনি কিনে নিয়ে আপনার পিসিতে ব্যবহার করুন। আমার কোন কমেন্ট নেই এই জন্য। আমি আমার প্রতিষ্টান হতে ১০ মিনিট পায়ে হেটে গেলে চট্টগ্রাম শাহ আমানত সেন্টার। চট্টগ্রাম। প্রান কেন্দ্র বলা চলে পিসি জন্য। আমার প্রয়োজন ছিল না বিদায় আমি মার্কেট হতে কিনে নিয়েছি। তবে অনলানে ঠিক এই ব্লথ ১৪০ টাকা বিক্রিয় হচ্ছে। তার পরে আসবে আপনার কেরিং চার্জ ৮০ হতে ৬০ টাকা তাহলে চিন্তা করুন দাম পড়লো ২০০ টাকার উপরে। চিন্তার বিষয় ।কেরিং চার্জ বাদ দিলাম পোডাক্ট ১৪০ টাকা এগুলো আসলো কি?

আগামীকাল ২১ তারিখের ঢাকা-রাজশাহী (চাঁপাই) একটা বাসের টিকেট বিক্রি করবো।
বাসঃ দেশ ট্রাভেলস
সময়ঃ সকাল ১০:৪৫ (কল্যাণপুর)
সিটঃ C-1
মোবাইলঃ ০১৭৫১৪০৪২৩৮

আমর মতে গ্রীন হোষ্টটিং এর নামে মামলা করা দরকার । যে যার নিকটতম থানায় গিয়ে মামলা করলে ভাল হয় ।

    Level 0

    আমর মতে “আম জনতা” -র নামে সবার আগে প্রতারণার মামলা হওয়া দরকার।
    “গ্রামীন ফোনের মথা নষ্ট অফার ১টি মডেম ও ৮ জিবি ইন্টারনেট (মাত্র ৩৩০ টাকায়)।” শিরোনামে ভুয়া পোস্ট করে মানুষকে নিজের সাইতে অবৈধভাবে নিয়ে যাওয়ার তার নামে প্রতারণার মামলা হওয়া দরকার।
    Mr. Mangoman আপনাকে বলছি। আগে নিজে ভালো হউন তারপর অন্নকে পরামর্শ দিবেন।

Level 0

আমর মতে “আম জনতা” -র নামে সবার আগে প্রতারণার মামলা হওয়া দরকার।
“গ্রামীন ফোনের মথা নষ্ট অফার ১টি মডেম ও ৮ জিবি ইন্টারনেট (মাত্র ৩৩০ টাকায়)।” শিরোনামে ভুয়া পোস্ট করে মানুষকে নিজের সাইতে অবৈধভাবে নিয়ে যাওয়ার তার নামে প্রতারণার মামলা হওয়া দরকার।
Mr. Mangoman আপনাকে বলছি। আগে নিজে ভালো হউন তারপর অন্নকে পরামর্শ দিবেন।