স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর এ পর্যন্ত সকল প্রকাশিত বইয়ের ডাউনলোড লিংক শেয়ার করব।
প্রথমেই হুমায়ুন আহমেদ এর পরিচিতি জানা যাক।
বিঃ দ্রঃ পরিচয় পর্ব উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।
জন্ম | ১৩ নভেম্বর ১৯৪৮ কুতুবপুর গ্রাম, কেন্দুয়া, নেত্রকোনা জেলা, পূর্ব পাকিস্তান (এখন বাংলাদেশ) |
মৃত্যু | ১৯ জুলাই ২০১২ (৬৩ বছর) নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
জীবিকা | লেখক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার |
জাতীয়তা | বাংলাদেশী |
জাতি | বাঙালি |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি (পিএইচডি) |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয় |
সময়কাল | ১৯৭২-২০১২ |
ধরন | উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান |
উল্লেখযোগ্য রচনাসমূহ | জোছনা ও জননীর গল্প, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, দেয়াল, মধ্যাহ্ন |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমী পদক একুশে পদক |
দম্পতি | গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩) মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২) |
সন্তান | নোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিত |
আত্মীয় | মুহম্মদ জাফর ইকবাল (ভাই) আহসান হাবীব (ভাই) সুফিয়া হায়দার (বোন) মমতাজ শহিদ (বোন) রোকসানা আহমেদ (বোন) |
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ
লেখক গণ্য করা হয়। তিনি
একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের
তিনি পথিকৃৎ। নাটক ও
চলচ্চিত্র পরিচালক হিসাবেও
তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত
গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।
বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর
জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ
পৃথিবীর নানা ভাষায় অনূদিত
হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-
কলেজ বিশ্ববিদ্যালয়ের
পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে
মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা
গল্প-উপন্যাসের
অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই
কালপর্বে তাঁর গল্প-উপন্যাসের
জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্রগুলি বাংলাদেশের
যুবকশ্রেণীকে গভীরভাবে
উদ্বেলিত করেছে। তাঁর নির্মিত
চলচ্চিত্রসমূহ পেয়েছে
অসামান্য দর্শকপ্রিয়তা। তবে
তাঁর টেলিভিশন নাটকগুলি ছিল সর্বাধিক জনপ্রিয়। সংখ্যায়
বেশী না হলেও তাঁর রচিত
গানগুলিো সবিশেষ জনপ্রিয়তা
লাভ করে। তাঁর অন্যতম
উপন্যাস হলো নন্দিত নরকে, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। তাঁর নির্মিত কয়েকটি
চলচ্চিত্র হলো দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক
হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালিখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে
তিনি অধ্যাপনা ছেড়ে দেন।
১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের
মুক্তিযুদ্ধ চলাকালে
পাকিস্তানী সেনাবাহিনী তাঁকে
আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি
অলৌকিকভাবে বেঁচে যান।
জন্ম ও ছেলেবেলা
হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত
নেত্রকোণা মহুকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ফয়জুর রহমান আহমদ
এবং মা আয়েশা ফয়েজ। তাঁর
পিতা একজন পুলিশ কর্মকর্তা
ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও (ইংরেজী: SDPO - Sub-
Divisional Police Officer)
হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তাঁর বাবা পত্র- পত্রিকায় লেখালিখি করতেন।
বগুড়া থাকার সময় তিনি একটি
গ্রন্থও প্রকাশ করেছিলেন।
গ্রন্থের নাম দ্বীপ নেভা যার
ঘরে। তাঁর মা'র লেখালিখির
অভ্যাস না-থাকলেও একটি আত্ম জীবনী গ্রন্থ রচনা
করেছেন যার নাম জীবন যে
রকম। তাঁর অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক এবং কথাসাহিত্যিক;
সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট।
ছোটকালে হুমায়ূন আহমেদের
নাম রাখা হয়েছিল ছিল শামসুর
রহমান; ডাকনাম কাজল। তাঁর
পিতা নিজের নাম ফয়জুর
রহমানের সাথে মিল রেখে ছেলের
নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে তিনি নিজেই নাম
পরিবর্তন করে হুমায়ূন আহমেদ
রাখেন। হুমায়ূন আহমেদের
ভাষায়, তাঁর পিতা ছেলে-মেয়েদের
নাম পরিবর্তন করতে পছন্দ
করতেন। ১৯৬২-৬৪ সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু। তাঁর ছোট ভাই মুহম্মদ জাফর
ইকবালের নাম আগে ছিল বাবুল
এবং ছোটবোন সুফিয়ার নাম
ছিল শেফালি।
শিক্ষা এবং কর্মজীবন
তাঁর বাবা চাকুরী সূত্রে দেশের
বিভিন্ন স্থানে অবস্থান
করেছেন বিধায় হুমায়ূন আহমেদ
দেশের বিভিন্ন স্কুলে লেখাপড়া
করার সুযোগ পেয়েছেন। তিনি বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং
রাজশাহী শিক্ষা বোর্ডে
দ্বিতীয় স্থান অধিকার করেন।
তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই
বিজ্ঞানে ইন্টারমিডিয়েট পাশ
করেন। তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং
প্রথম শ্রেণীতে বিএসসি
(সম্মান) ও এমএসসি ডিগ্রি
লাভ করেন। তিনি মুহসীন হলের
আবাসিক ছাত্র ছিলেন এবং
৫৬৪ নং কক্ষে তার ছাত্রজীবন অতিবাহিত করেন। পরে তিনি
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত
থাকা অবস্থায় প্রথম
বৈজ্ঞানিক কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। লেখালেখিতে ব্যস্ত হয়ে
পড়ায় একসময় অধ্যাপনা ছেড়ে
দেন তিনি৷ শিক্ষক হিসেবে
ছাত্রদের কাছে অত্যন্ত
জনপ্রিয় ছিলেন এই অধ্যাপক৷
সাহিত্যকৃতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
জীবনে একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্য
জীবনের শুরু। এই উপন্যাসটির
নাম নন্দিত নরকে। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে
উপন্যাসটি প্রকাশ করা সম্ভব
হয়নি। ১৯৭২-এ কবি-
সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে উপন্যাসটি খান
ব্রাদার্স কর্তৃক গ্রন্থাকারে
প্রথম প্রকাশিত হয়। প্রখ্যাত
বাংলা ভাষাশাস্ত্র পণ্ডিত আহমদ শরীফ স্বতঃপ্রবৃত্ত হয়ে এ গ্রন্থটির ভূমিকা লিখে
দিলে বাংলাদেশের
সাহিত্যামোদী মহলে কৌতূহল
সৃষ্টি হয়। শঙ্খনীল কারাগার তাঁর ২য় গ্রন্থ। মৃত্যুর আগ
পর্যন্ত তিনি দুই শতাধিক
গল্পগ্রন্থ ও উপন্যাস রচনা
করেছেন। তাঁর রচনার প্রধান
কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে
অন্যতম হলো 'গল্প-সমৃদ্ধি'। এছাড়া তিনি অনায়াসে ও
বিশ্বাসযোগ্যভাবে
অতিবাস্তব ঘটনাবলীর
অবতারণা করেন যাকে একরূপ যাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়। তাঁর গল্প ও উপন্যাস
সংলাপপ্রধান। তাঁর বর্ণনা
পরিমিত এবং সামান্য পরিসরে
কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমে
চরিত্র চিত্রণের অদৃষ্টপূর্ব
প্রতিভা তাঁর রয়েছে। যদিও সমাজসচেতনতার অভাব নেই তবু
লক্ষ্যণীয় যে তাঁর রচনায়
রাজনৈতিক প্রণোদনা
অনুপস্থিত। সকল রচনাতেই
একটি প্রগাঢ় শুভবোধ
ক্রিয়াশীল থাকে; ফলে 'নেতিবাচক' চরিত্রও তাঁর
লেখনীতে লাভ করে দরদী
রূপায়ণ। এ বিষয়ে তিনি
মার্কিন লেখক স্টেইনবেক
দ্বারা প্রভাবিত। অনেক রচনার
মধ্যে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির
প্রচ্ছাপ লক্ষ্য করা যায়।
ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত
উপন্যাস মধ্যাহ্ন তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে
পরিগণিত। এছাড়া জোছনা ও জননীর গল্প আরেকটি বড় মাপের রচনা, যা কি-না ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত। তবে
সাধারণত তিনি সমসাময়িক
ঘটনাবলী নিয়ে লিখে থাকেন।
ক্যান্সার ও মৃত্যু
২০১১-এর সেপ্টেম্বের মাসে সিঙ্গাপুরে ডাক্তারী চিকিৎসার সময় তাঁর দেহে
মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে।
তিনি নিউইয়র্কের
মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং
ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে টিউমার বাইরে ছড়িয়ে না-পড়ায় সহজে
তাঁর চিকিৎসা প্রাথমিকভাবে
সম্ভব হলেও অল্প সময়ের
মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে
চলে যায়। ১২ দফায় তাঁকে
কেমোথেরাপি দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর তাঁর কিছুটা
শারীরিক উন্নতি হলেও, শেষ
মুহূর্তে শরীরে অজ্ঞাত ভাইরাস
আক্রমণ করায় তার অবস্থা
দ্রুত অবনতির দিকে যায়।
কৃত্রিমভাবে লাইভ সাপোর্টে রাখার পর ১৯ জুলাই ২০১২
তারিখে হুমায়ূন আহমেদ
মৃত্যুবরণ করেন। মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন
থাকার পর ২০১২ সালের ১৯
জুলাই-এ স্থানীয় সময় ১১:২০
মিনিটে নিউ ইয়র্কের বেলেভ্যু
হসপিটালে এই নন্দিত লেখক
মৃত্যুবরণ করেন। তাকে নুহাশ পল্লী তে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সারা বাংলাদেশে সকল
শ্রেণীর মানুষের মধ্যে
অভূতপূর্ব আহাজারির সৃষ্টি
হয়। তাঁর মৃত্যুর ফলে বাংলা
সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনে
এক শূন্যতার সৃষ্টি হয়।
এবার চলুন ডাউনলোড করে নেই হুমায়ুন আহমদের প্রায় সবগুলো বই।
বিঃ দ্রঃ টেকটিউনস একটি টিউনে ১০০ টির বেশি লিংক সাপোর্ট করেনা। এখানে যেহেতু ২৫০+ বই আছে সেহেতু আমি টিউনে একসাথে সবগুলো লিংক দিতে পারছিনা। তবে তাতেও আপনাদের কোনো সমস্যা নেই। আমি Userscloud.com এ আপলোড করে সরাসরি ফোল্ডারগুলো শেয়ার করছি। ফোল্ডারগুলোতে গিয়ে আপনি আলাদা আলাদা ভাবে সব বই ডাউনলোড করতে পারবেন। আর যারা একসাথে সবগুলো বই ডাউনলোড করে নিতে চান তাদের জন্যও আমি একটি সিঙ্গল লিংক দেব।
প্রথমেই আলাদা আলাদা ভাবে বইয়ের লিংক শেয়ার করছি।
➡হুমায়ুন আহমদকে নিয়ে লেখা বইসমূহ (১৩ ট)
০১.আমাদের বুকশেলফ - মুহম্মদ জাফর
ইকবাল
০২. ব্যক্তি হুমায়ূন আহমেদ
০৩.একটি ভূতের গল্প - মুহম্মদ জাফর
ইকবাল
০৪.গল্পের জাদুকর - আহসান হাবীব
০৫.হুমায়ূন আছেন হুমায়ূনের মতোই -
বেলাল বেগ
০৬.হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর
ইকবাল
০৭.হুমায়ূন আহমেদ এর সংক্ষিপ্ত
জীবনী
০৮.হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন
আহমেদ - ইমদাদুল হক মিলন
০৯.হুমায়ূন আহমেদ এর জীবনী
১০.হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ
[অন্যপ্রকাশ ২০১৩]
১১.নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদের
ক্যান্সার চিকিৎসা - পূরবী বসু
১২.টুকরো স্মৃতি - আহসান হাবীব
১৩.হুমায়ূন আহমেদ : যে ছিল এক
মুগ্ধকর - শাকুর মজিদ
➡হিমু
সমগ্র (২৫টি)
০১.ময়ূরাক্ষী (১৯৯০)
০২.দরজার ওপাশে (১৯৯২)
০৩.হিমু (১৯৯৩)
০৪.পারাপার (১৯৯৩
০৫.এবং হিমু (১৯৯৫)
০৬.হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম
(১৯৯৬)
০৭.হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
০৮.হিমুর রূপালী রাত্রি (১৯৯৮)
০৯.একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
(১৯৯৯)
১০.তোমাদের এই নগরে (২০০০)
হুমায়ূন আহমেদ
১১.চলে যায় বসন্তের দিন (২০০২)
১২.সে আসে ধীরে (২০০৩)
১৩.হিমু মামা (২০০৪)
১৪.আঙুল কাটা জগলু (২০০৫)
১৫.হলুদ হিমু কালো র্যাব (২০০৬)
১৬.আজ হিমুর বিয়ে (২০০৭)
১৭.হিমু রিমান্ডে (২০০৮)
১৮.হিমুর একান্ত সাক্ষাৎকার ও
অন্যান্য (২০০৮)
১৯.হিমুর মধ্যদুপুর (২০০৯)
২০.হিমুর বাবার কথামালা (২০০৯)
২১.হিমুর নীল জোছনা (২০১০)
২২.হিমুর আছে জল (২০১১)
২৩.হিমু এবং একটি রাশিয়ান পরী
(২০১১)
২৪.হিমু এবং হার্ভার্ড পিএইচ.ডি.
বল্টু ভাই (২০১১)
২৫.ময়ূরাক্ষীর তীরে
➡মিসির আলি
সমগ্র (২০ ট)
০১.দেবী
০২.নিশীথিনী
০৩.নিষাদ
০৪.অন্যভুবন
০৫.বৃহন্নলা
০৬.ভয়
০৭.বিপদ
০৮.অনীশ
০৯.মিসির আলির অমীমাংসিত রহস্য
১০.আমি এবং আমরা
১১.তন্দ্রাবিলাস
১২.আমিই মিসির আলি
১৩.বাঘবন্দি মিসির আলি
১৪.কহেন কবি কালিদাস
১৫.হরতন ইশকাপন
১৬.মিসির আলির চশমা
১৭.মিসির আলি! আপনি কোথায়?
১৮.মিসির আলি UNSOLVED
১৯.পুফি
২০.যখন নামিবে আধাঁর
➡যেসব বইয়ের নাম A দিয়ে শুরু (২৫ ট)
১. আজ আমি কোথাও যাব না
২. আজ চিত্রার বিয়ে
৩. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
৪. অচিনপুর
৫. অদ্ভূত সব গল্প
৬. আগুনের পরশমনি
৭. আকাশ জোড়া মেঘ
৮. আমাদের সাদা বাড়ি
৯. আমার আছে জল
১০. আমার ছেলেবেলা
১১. আমার প্রিয় ভৌতিক গল্প
১২. আমি এবং কয়েকটি প্রজাপতি
১৩. আমরা কেউ বাসায় নেই
১৪. অঁহক (সাই ফাই)
১৫.অন্ধকারের গান
১৬. আনন্দ বেদনার কাব্য
১৭.অনন্ত নক্ষত্র বীথি (সাই ফাই)
১৮. অন্যভুবন (সাই ফাই)
১৯.অন্তরার বাব
২০. অন্যদিন
২১.আপনারে আমি খুঁজিয়া বেড়াই
২২.অপরাহ্ন
২৩.আশাবরী
২৪.আসমানীরা তিন বোন
২৫.আয়নাঘর
➡যেসব বইয়ের নাম B দিয়ে শুরু (১২ ট)
১. বাদল দিনের দ্বিতীয় কদম ফুল
(২০০৯)
২. বাদশাহ নামদার (ঐতিহাসিক
উপন্যাস)
৩. বলপয়েন্ট
৪. বাংলা কথাসাহিত্যে নারী-পুরুষের
সম্পর্ক
৫.বসন্ত বিলাপ
৬.বাসর
৭.বাউলা কে বানাইল রে
৮.বহুব্রীহি
৯.বোতল ভূত
১০.বৃক্ষকথা
১১.বৃষ্টি বিলাস
১২.বৃষ্টি ও মেঘমালা
➡যেসব বইয়ের নাম C দিয়ে শুরু (৯ট)
১.চাঁদের আলোয় কয়েকজন যুবক
২.ছায়াসঙ্গী
৩.ছায়াবীথি
৪.ছেলেটা
৫.ছবি বানানোর গল্প
৬.ছোটদের যত লেখা
৭.চৈত্রের দ্বিতীয় দিবস
৮.চক্ষে আমার তৃষ্ণা (২০০৯)
৯.ছোট গল্প
➡যেসব বইয়ের নাম D দিয়ে শুরু (১১ট)
১. দারুচিনি দ্বীপ (শুভ্র)
২.দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে
তব দেখা পাই
৩.দেখা না দেখা
৪.দেয়াল (স্যারের সর্বশেষ
উপন্যাস-২০১৩)
৫. দ্বিতীয় মানব (সাই ফাই)
৬.দিঘির জলে কার ছায়া গো (২০০৯)
৭.দিনের শেষে
৮.দ্বৈরথ
৯.দৌলত শাহের অদ্ভুত কাণ্ড
১০.দুই দুয়ারী0
১১.দূরে কোথায়
➡যেসব বইয়ের নাম E দিয়ে শুরু (১১ট)
১.এই আমি
২.এই বসন্তে
৩.এই মেঘ, রৌদ্রছায়া
৪.এইসব দিনরাত্রি
৫.এই শুভ্র ! এই
৬.একা একা
৭.একি কাণ্ড
৮.একজন মায়াবতী
৯.একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক
পাখি
১০.১.এলেবেলে (১ম পর্ব)
১০.২.এলেবেলে (২ম পর্ব)
১১.এপিটাফ
➡যেসব বইয়ের নাম F দিয়ে শুরু (৩ ট)
১.ফেরা
২.ফিহা সমীকরণ (সাই ফাই)
৩.ফাউন্টেনপেন
➡যেসব বইয়ের নাম G দিয়ে শুরু (৩ট)
১.ঘেটুপুত্র কমলা
২.গৌরীপুর জংশন
৩.গৃহত্যাগী জোছনা
যেসব বইয়ের নাম H দিয়ে শুরু (৭ট)
১.হারুকি মুরাকামি
২.হিজিবিজি
৩.হিমু মিসির আলি যুগলবন্দী
৪. হোটেল গ্রেভার ইন
৫.হুমায়ূন আহমেদের গান
৬.হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে
কমিক্স নিউটনের ভুল সুত্র
৭.হুমায়ূন আহমেদ এর অপ্রকাশিত
রচনা
➡যেসব বইয়ের নাম I দিয়ে শুরু (৪ট)
১. ইরিনা (সাই ফাই)
২. ইমা (সাই ফাই)
৩.ইন ব্লিসফুল হেল/নন্দিত নরকে
(ইংরেজি)
৪.ইস্টিশন
➡যেসব বইয়ের নাম J দিয়ে শুরু (১০ট)
১.জাদুকর
২.জলিল সাহেবের পিটিশন
৩.জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল
৪.জোছনা ও জননীর গল্প
৫.যদিও সন্ধ্যা
৬.যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ
৭.জল জোছনা
৮.জলপদ্ম
৯.জনম জনম
১০.জয়জয়ন্তী
➡যেসব বইয়ের নাম K দিয়ে শুরু (১৩ট)
১.কালো জাদুকর
২.কাঠপেন্সিল
৩.কে কথা কয়?
৪.কিছু শৈশব
৫.কিছুক্ষণ
৬.কবি
৭.কোথাও কেউ নেই
৮.কতো না অশ্রু জল
৯.কৃষ্ণপক্ষ
১০.কুদ্দুসের একদিন
১১. কুহক (সাই ফাই)
১২.কুহুরানী
১৩.কুটু মিয়া
➡যেসব বইয়ের নাম L দিয়ে শুরু (৩ট)
১. লীলাবতী
২. লিলুয়া বাতাস
৩. লিপি
➡যেসব বইয়ের নাম M দিয়ে শুরু (১৫ টি)
১.১.মধ্যাহ্ন ১.১
১.২.মধ্যাহ্ন ১.২
১.৩.মধ্যাহ্ন ২.১
১.৪.মধ্যাহ্ন ২.২
২.ম্যাজিক মুনশি
৩.মাতাল হাওয়া
৪.মাঠরঙ্গ
৫.মে ফ্লাওয়ার
৬.মেঘ বলেছে যাব যাব
৭ মেঘের ছায়া (শুভ্র)
৮.মেঘের ওপর বাড়ি
৯.মীরার গ্রামের বাড়ী
১০.মিতা (হুমায়ূন ফরীদি)
১১.মজার ভূত
১২. মানবী (সাই ফাই)
১৩.মৃন্ময়ী
১৪.মৃন্ময়ীর মন ভালো নেই
১৫.মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র
➡যেসব বইয়ের নাম N দিয়ে শুরু (১৩ ট)
১.নবনী
২.নলিনী বাবু বিএসসি
৩. নি (সাই ফাই)
৪.নীল অপরাজিতা
৫.নীল হাতি
৬.নীল মানুষ
৭.নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে
রোদ
৮.নিজের কিছু কথা
৯.নির্বাচিত ভূতের গল্প
১০.নির্বাসন
১১.নক্ষত্রের রাত
১২.নন্দিত নরকে
১৩. নিষাদ (সাই ফাই)
➡যেসব বইয়ের নাম O দিয়ে শুরু (৫ট)
১.অমানুষ
২. ওমেগা পয়েন্ট (সাই ফাই)
৩. অনিল বাগচীর একদিন
৪.অপেক্ষা
৫.অয়োময়
➡যেসব বইয়ের নাম P দিয়ে শুরু (১৫টি)
১.পাপ
২.পাখি আমার একলা পাখি
৩.পারুল ও তিনটি কুকুর
৪.পায়ের তলায় খড়ম
৫.পেন্সিলে আঁকা পরী
৬.পীলখানা হত্যাকাণ্ড
৭.পিপীলিকা (শেষ পান্ডুলিপি)
৮. পোকা
৯. প্রেমের গল্প
১০.প্রিয় ভয়ংকর
১১. প্রিয় পদরেখা
১২.প্রিয়তমেশু
১৩.প্রথম প্রহর
১৪.পুত্র নিষাদ
১৫.পুতুল
➡যেসব বইয়ের নাম R দিয়ে শুরু (৯টি)
১.রাবনের দেশে আমি এবং আমরা
২.রাক্ষস খোক্কস এবং ভোক্কস
৩.রোদনভরা এ বসন্ত
৪.রঙপেন্সিল
৫.রস কষ সিঙ্গারা বুলবুল মস্তক
৬.রুমালী
৭.রূপা
৮.রূপালী দ্বীপ (শুভ্র)
৯.রূপার পালঙ্ক
➡যেসব বইয়ের নাম S দিয়ে শুরু (১৭টি)
১.সাজঘর
২.সানাউল্লার মহাবিপদ (২০০৯)
৩.সে ও নর্তকী
৪.সেদিন চৈত্রমাস:
৫. শূন্য (সাই ফাই)
৬.শঙ্খনীল কারাগার
৭.শীত ও অন্যান্য গল্প
৮.শব যাত্রা
৯.সম্রাট
১০.শ্যামল ছায়া
১১.সবাই গেছে বনে:
১২.সকল কাঁটা ধন্য করে
১৩.সৌরভ
১৪.শ্রাবণ মেঘের দিন
১৫.শুভ্র
১৬. শুভ্র গেছে বনে
১৭.সূর্যের দিন
➡যেসব বইয়ের নাম T দিয়ে শুরু (৭ট)
১. তারা তিনজন (সাই ফাই)
২.তেঁতুল বনে জোছনা
৩.দি একসরসিস্ট-অনুবাদ (মূলঃ
পিটার ব্লেট)
৪.তিথির নীল তোয়ালে
৫.তোমাদের জন্য ভালোবাসা (সাই
ফাই)
৬.তোমাকে
৭.তুমি আমায় ডেকে ছিলে ছুটির
নিমন্ত্রণে
➡যেসব বইয়ের নাম U দিয়ে শুরু (২ট)
১.উড়ালপঙ্খি
২.উঠোন পেরিয়ে দুই পা
➡ সমগ্র
☼ গল্প সমগ্র (৫৯ টি গল্প-১৪০এমবি)
☼ গল্প সমগ্র (৮৫ টা গল্প-২৫ এমবি)
☼ হিমু সমগ্র
>> Password: doridro.com or doridro.net
☼ মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র (৬ টি)
☼ স্বপ্ন ও অন্যান্য (মঞ্চ নাটক
সমগ্র)
☼ সব বই একসাথে RAR File এ
>> Size 1.7 GB
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼
এরকম আরও দুটি টিউন:-
২. তিন গোয়েন্দা সিরিজ পরিচিতি এবং এই সিরিজের ৯৫ টি বইয়ের ঝামেলামুক্ত ওয়ান ক্লিক ডাউনলোড লিংক।
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼
টিউনটি কেমন হয়েছে তা টিউমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না। কোনো লিংক যদি কাজ না করে তবে তা নিঃসঙ্কোচে জানান। যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে দেব। সবশেষে আপনাকে ধন্যবাদ যে ধৈর্যসহকারে এতক্ষণ টিউনটি পড়েছেন। হ্যাপি রিডিং 🙂
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Oshadharon collection …………..
Txs