দক্ষিন আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজ ২০১৫ -এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং আকর্ষণীয় ফিকচার (Updated)

সাবাস বাংলাদেশ! ক্রিকেট বিশ্বে এখন তোমরা হয়ে উঠতে যাচ্ছ অন্যতম পরাশক্তির দেশ। আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত। ক্রিকেট পাগল এই জাতির জন্য এটা এক বড় গৌরবের অর্জন। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ থেকে বাংলাদেশ ক্রিকেট দল সত্যিই একের পর এক বাঘের মতো লড়াই করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠা তারপর পাকিস্তানকে বাংলাওয়াশ এবং সবশেষে ইন্ডিয়ার সাথে হয়ে যাওয়া ক্রিকেট সিরিজেও গর্বের জয় পেয়েছে আমাদের টাইগাররা। জয়ের ধারাবাহিকতা খুব ভালোভাবেই ধরে রেখেছে বাংলাদেশ দল। ইন্ডিয়ার সাথে সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশের সাথে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। আমরা ১৬ কোটি বাঙালী খুবই আশাবাদী এই সিরিজ নিয়ে। কারণ বাংলাদেশ দল সেই আগের দল নেই। এই দলের রয়েছে এখন যেকোন দলকে কাঁপিয়ে দেয়ার ক্ষমতা। যা ইতিমধ্যে আমরা ইন্ডিয়া বনাম বাংলাদেশের ক্রিকেট সিরিজে দেখেছি।

 

 

যাই হোক, বরাবরের মতো এবারেও বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ২০১৫ চলতি বছরের ক্রিকেট সিরিজের ফিকচার নিয়ে হাজির হলাম।

 

বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা  ক্রিকেট সিরিজ ২০১৫ পূর্ণাঙ্গ ফিকচার

বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজে থাকছে দুটি টি২০, ৩টি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ। এই সিরিজ জুলাই ৫ তারিখে শুরু হয়ে চলবে আগস্ট ৩ তারিখ পর্যন্ত। এক মাস ব্যাপী এই সিরিজটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

 

বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা রেখে শেষ করলাম আজকের পোস্ট। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ...

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস