কেমন আছেন ভাইয়েরা? দেখতে দেখতে চলেই আসল আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫। আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষ্যে আপনাদের সাথে শেয়ার করেছি গান, ফিকচার। আর আজ নিয়ে এলাম আইসিসি প্রকাশিত এবারের টপ ১৪ জন আইকন ক্রিকেটারের অসাধারন ডিজাইনের অফিসিয়াল পোস্টার। এবারের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া ১৪ টি দলের মধ্য থেকে প্রতি দলের একজন করে ক্রিকেটারকে আইকন প্লেয়ার হিসেবে ধরা হয়েছে। পোস্টারগুলো ডিজাইন করেছেন Sameer Kulavoor।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ -এর এই ১৪ জন আইকন ক্রিকেটারের পোস্টার সম্বলিত একটি ভিডিও বানালাম। আশা করি দেখবেন এবং মতামত জানাবেন। ভিডিও দেখেন আর নাই দেখেন ইউটিউবে আমার নিয়মিত পোস্ট করা বাংলা টিউটোরিয়ালগুলোর আপডেট পেতে আমাকে ইউটিউব সাবক্রাইব করবেন অবশ্যই।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ও 🙂