সফলতম জীবনের হাতছানি >>> ভেটেরিনারিয়ান (পশুচিকিৎসক) হিসেবে ক্যারিয়ার

কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, কৃষিক্ষেত্রের বৈপ্লবিক উন্নয়নের জন্য প্রাণী সম্পদের উন্নয়নও অপরিহার্য। আর এ প্রাণী সম্পদের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ভেটেরিনারিয়ান। প্রাণী চিকিত্সকরাই সাধারণত ভেটেরিনারিয়ান হিসেবে পরিচিত। আমাদের দেশে দিন দিন ভেটেরিনারিয়ানদের চাহিদাও কাজের সুযোগ বেড়েই চলেছে। এনথ্রাক্স, বার্ড ফ্লু প্রভৃতির মতো ভয়াবহ জোনোটিক রোগের প্রাদুর্ভাবের ফলে ভেটদের চাহিদা এখন প্রচুর। ফলে ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ার শুরুর অল্প দিনের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।

✿পরিকল্পনা : নিজেকে যদি ভবিষ্যতে সফলতম ভেটরিনারি সার্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তবে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। মূলত এইচএসসি পাশ করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়।

✿প্রয়োজনীয় যোগ্যতা : এ পেশায় নিজেকে নিয়োজিত করার মাধ্যমে একজন দক্ষ প্রাণী চিকিত্সক হিসেবে দেশের সেবা করার জন্য আপনাকেই অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে। সেই সাথে জীববিজ্ঞান বিষয়টি অবশ্যই আপনার বিষয়ের মধ্যে থাকতে হবে।

✿কোথায় পড়বেন : বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতিতে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক দেড় মাসের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে।

✿শিক্ষা পদ্ধতি : ভেটেরিনারিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলে অবশ্যই ৪ বছর মেয়াদী ডিভিএম কোর্স সম্পন্ন করতে হবে। সেই সাথে রয়েছে এক বছর মেয়াদী ইন্টার্নশিপ। সাধারণত এ বিষয়ে সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান হয়ে থাকে।

✿উচ্চতর শিক্ষার সুযোগ : ডিভিএম পাশ করার পর একজন ভেটেরিনারিয়ান বাংলাদেশেই উচ্চতর শিক্ষা অর্জন করতে পারেন। দেশের যে কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসী, পাবলিক হেলথ সহ সকল সাবজেক্টে এমএসওও পিএইচডি করার সুযোগ রয়েছে। সেই সাথে উন্নত বিশ্বের যে কোনো দেশে প্রশিক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য পেশা হতে প্রাধান্য পেয়ে থাকে।

✿চাকুরির সুযোগ : বিসিএস-এ ভেটেরিনারি ছাত্রদের জন্য রয়েছে বিশেষ কোটা। এছাড়া বিসিএস-এর অন্য ক্যাডারেও ভেটরা প্রতিযোগিতা করতে পারবে। উল্লেখ্য কেবলমাত্র ডিভিএম ডিগ্রিধারীরাই বিসিএস-এ ২৯টি ক্যাডারের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্যাডারে আবেদন করতে পারেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- FAO, WHO, UNICEF, UNESCO, UN, DFID এই সংস্থাগুলোতে উচ্চ বেতনে চাকুরি এবং চাকুরির সুবাদে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে।

বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন ICDDRB, BLRI, LRI, FRI - এগুলোতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ।

সেনাবাহিনীতে ভেটেরিনারি পেশার জন্য স্বতন্ত্র ‘কোর’ রয়েছে যার নাম RVFC (Remount Veterinary and Farm Corp), Police, BDR, আনসার এ সরাসরি অফিসার পদে নির্দিষ্ট সংখ্যক সিট রয়েছে।

আন্তর্জাতিক ও দেশীয় ঔষুধ কোম্পানিতে ভেটেরিনারিয়ানদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন রয়েছে।

বিভিন্ন Livestock Product Company যেমন- আইসক্রিম, জুস, বাটার, ক্যান্ডি, কোলা, মিল্ক ও মিট ইন্ডাস্ট্রি-এ চাকরির অপার সুযোগ।

বিভিন্ন চিড়িয়াখানা, সাফারি পার্ক, সুন্দরবনে বৈজ্ঞানিক কর্মকর্তা ও চিকিত্সক হিসেবে চাকুরির সুযোগ।

বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিন, পাবলিকেশন-এ চাকুরির সুযোগ।

প্রথম শ্রেণীর পৌরসভা, সিটি কর্পোরেশন, পাঁচতারা হোটেলগুলোতে মিট ইন্সপেক্টর, পাবলিক হেলথ অফিসার হিসেবে চাকরির সুযোগ।

বণ্যপ্রাণী সংরক্ষণ ও পালনের জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে চাকরির সুযোগ রয়েছে।

এছাড়া প্রাইভেট প্র্যাকটিস, ফর্ম বিজনেস, ল্যাবরেটরি, ভ্যাকসিন প্রোডাক্ট ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থানের সূবর্ণ সুযোগ তো রয়েছেই।

 

[[[ হয়তো অনেক তথ্য অসম্পূর্ন; আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে তা সুধরে দিবেন। ভালো লাগলে শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুকে ‘আমার লক্ষ্য’ সম্পর্কে বলুন। ]]]

******************************************* একটু লক্ষ্য করুন*************************************************************

আমাদের পোস্টের অনেক কন্টেন্ট বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ অথবা অন্যান্য উৎস হতে সংগ্রহ করা। আমাদের উদ্দেশ্য সকলের উপকার করা।

আমার লক্ষ্যের কোন ব্যাবসায়িক উদ্দেশ্য নেই। এটি একটি অলাভজনক সংগঠন। শুধুমাত্র আপনাদের উৎসাহই আমাদের কাজের প্রেরণা।

এক্সপার্টস দের মূল্যবান উপদেশ সর্বোপরি সকলের সুচিন্তিত পরামর্শ প্রত্যাশা করছি।

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/amr.lokkho

ওয়েবে আমরাঃ http://amarlokkho.com/

 

আমার লক্ষ্য’ এর ক্যারিয়ার বিষয়ক অন্যান্য টিউনসঃ

কার কার অভিনয় করতে ভালো লাগে? আসেন দেখি অভিনয়ে কেমন ক্যারিয়ার

রেডিও জকি (RJ) হবেন নাকি? আসুন দেখি একনজর > কিভাবে রেডিও জকি হওয়া যায়

আইন পেশায় ক্যারিয়ার গড়তে চান ? কি হবেন? অ্যাডভোকেট না বিচারক নাকি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ?

সাংবাদিক হতে চান? আসেন দেখি সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন

চলুন দেখি ফ্যাশন ডিজাইনিংয়ে কেমন ক্যারিয়ার।

আসুন আমরা একনজরে দেখে নিই পাইলট হতে কি লাগে

আমার জীবন.. আমার লক্ষ্য (আসুন ভবিষ্যতের জন্য সুচিন্তিত সিদ্ধান্ত নিই)

Level 0

আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

good post

@মোঃখায়রুজ্জামান বাপ্পি: bro u must be aware of the rules of techtunes………. do not promote ur products here