আমাদের প্রিয় টেকটিউনস কেন যেন দিন দিন বদলে যাচ্ছে। একই টিউন বার বার হচ্ছে। হুবহু কপি পেস্ট টিউন হচ্ছে। মডারেটররা আগের মত দৃষ্টি দিচ্ছেন না। মেধাবী টিউনাররা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আগাছার মত নতুন নতুন টিউনার গজাচ্ছে, যাদের অনেকেই হুবহু বা অনেকাংশ কপি পেস্ট করে টিউন করছেন ( তবে কেউ কেউ অবশ্যই বেশ ভালো লিখছেন) ।
নিচে আমি গত এক সপ্তাহে আমার চোখে পড়া কয়েকটি উদাহরণ দিলাম।
টিউনার সাগর আহমেদ একই টিউন ২/১ দিন পর পরই করছেন।
আপনার নাম্বার গোপন করে কল করুন, কোন প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই, আপনার সাধারন মোবাইল থেকেই
https://www.techtunes.io/news/tune-id/318858 প্রকাশের সময় ২৮/১০/২০১৪
https://www.techtunes.io/internet/tune-id/318387 প্রকাশের সময় ২৬/১০/১৪
https://www.techtunes.io/internet/tune-id/317979 প্রকাশের সময় ২৪/১০/২০১৪
টিউনার সাইফুর রহমান এর মাত্র ১ টাকায় বানিয়ে নিন পকেট চুলা !!! দেখুন অসাধারন মজা পাবেন… (ভিডিও সহ) এই টিউনটি ২৬/১০/২০১৪ তে টেকটিউনস এ প্রকাশিত হয়। একই দিন উনার ব্লগে http://www.projuktee.com/2014/10/make-Pocket-Stove.html ও প্রকাশিত হয় যার লিঙ্ক উনি টিউনে দিয়েছেন। অথচ হুবহু লিখা ,ছবি ও ভিডিও সম্বলিত এই পোস্ট টি http://afnaninfo.blogspot.com/2013/08/blog-post_23.html ২৩/০৮/২০১৩ তে প্রকাশিত হয়। এটা যে চুরি করা পোস্ট এতে কোন সন্দেহ নেই। কমেন্টস এ নকল এর বিষয়টি উল্লেখ করা হলেও চালাক টিউনার তা পাবলিশ করেননি। কেননা চোরের মন পুলিশ পুলিশ তো তাই। কমেন্তস পাবলিশ করে তার প্রেক্ষিতে উনার কোন জবাব থাকলে দিতে পারতেন।
টিউনার সৈকত এর এই কম্পিউটার থেকে শর্টকাট ভাইরাস ডিলিট করার খুবই সহজ উপায় টিউন টি ২৭/১০/২০১৪ তারিখে টেকটিউনস- এ প্রকাশিত হয়। এটা প্রকাশিত হওয়ার ২/৩ দিন পূর্বে বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় ও ব্লগে একই পোস্ট টি প্রকাশিত হয় । নিচে কয়েকটির লিঙ্ক দিলাম। এই টিউনার কে কমেন্টস এ জানানো হলে ও উনি কমেন্তস পাবলিশ করেননি।
বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
http://www.banglamail24.com/news/2014/10/25/id/825…
http://banglapress.net/2014/10/2218.html/
http://satkhiranews.com/?p=52084
http://ukbdnews.com/2014/10/%E0%A6%B6%E0%A6%B0%E0%…
http://ekushe.net/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A…
http://www.tunerhome.com/?p=1497 লেখক: momin
http://www.somoyerkonthosor.com/news/132017
টেকটিউনস এর নীতিমালায় রয়েছে-
স্পষ্টই বুঝা যাচ্ছে যে, এরা টেকটিউনস এর নীতিমালা মানেনি। অন্যের লিখা নিজের নামে চালানোর অপচেষ্টা চালিয়েছে।
হাসির কথা হল টিউনার saieduzzaman আজ একই টিউন আবার করেছেন। মহা ঝামেলার শর্টকাট ভাইরাসের হাত থেকে নিমেষেই মুক্তি! (উনি ও কমেন্টস পাবলিশ করেননি, নিজের লিখা হলে সৎ সাহস থাকবে না কেন?)
কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এই আশা রাখি। টেকটিউনস এর নিয়মিত পাঠকগণকে বলব আপনারা সবাই হুবহু কপি- পেস্ট লিখাকে বয়কট করুন এবং এদেরকে ধরিয়ে দিন, কর্তৃপক্ষকে জানান।
আমরা সবাই পরিচ্ছন্ন, নকল ও ভেজালমুক্ত টেকটিউনস চাই।
আমি ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও একি ফিলিংস অনেক ধন্যবাদ এই রকম একটি তথ্য শেয়ার করার জন্য।