***টেক টিউন ব্রাউজ করা আজকাল আমাদের নিত্য দিনের কাজ গুলোর অংশ হয়ে দাড়িয়েছে।কর্তৃপক্ষের নিকট আমাদের প্রত্যাশা যেমন বেড়েছে তেমনী কর্তৃপক্ষের সময় উপযোগী সিদ্ধান্তও আমাদের আনন্দিত করেছে।অনেকে অনেক দাবী পেশ করেছেন।কর্তৃপক্ষ তার কিছু অংশ বাস্তবায়ন করেছে এবং অনেক বিষয় পর্যালোচনায় রেখেছে বলে আমার বিশ্বাস।আমার ছোট্র একটা দাবী কর্তৃপক্ষের নিকট অতি বিনিত সুরে পেশ করছি।
আমরা বিভিন্ন টিউনারের পোষ্ট গুলোতে কমেন্ট করে অনেক সময় উত্তর পাই না কিংবা কোন কোন ক্ষেত্রে অতি দেরীতে উত্তর পাই।টিউনারের পোষ্টে প্রবেশ করলে যদি জানা সম্ভব হত তিনি অনলাইনে নাকি অপলাইনে আছেন তবে সহজেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আমার বিশ্বাস।তাছাড়া এতে টেক টিউন আরো আকর্শনীয় হয়ে উঠবে বলে আমি মনে করি।সেই সাথে টিউনার লাষ্ট কবে লগ ইন করেছেন সে বিষয় যুক্ত করা হলে অতি উত্তম হবে।
আশা করছি,এই বিষয়ে কর্তৃপক্ষের মতামত আমাদের জানানো হবে।
আরো একটি বিষয়-টেক টিউন ল্যাব বিভাগে "টিউনারদের জন্য টাকাপয়সা আয়ের ব্যবস্থা" পোষ্টটি আমার নজরে এসেছে।এবিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আজো জানানো হয় নি।
ধন্যবাদ।
আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...
এই ব্যাপার সহজ করে বললে আপনি চাচ্ছেন চ্যাট করার অপশনটা যেন টেকটিউনস এ যোগ করা হয় তাইতো ???এই ব্যাপারে অনেক কথা হয়েছে আধিকাংশ টিউনারাই এর বিপক্ষে আছে কারন তাহলে সাইটের মুল উদ্দেশ্য ব্যাহত হবে ।আর আপনার যদি কোন টিউনারের সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু প্রত্যেক টিউনারের টিউনে তার মেইল ঠিকানা দেওয়া আছে আপনি ওই ঠিকানা অনুযায়ী সরাসরি যোগাযোগ করতে পারেন ।ধন্যবাদ