দেখুন তো আপনি জানেন কিনা ?

০১. আমরা একটু বেশি খেলেই মুটিয়ে যাই, কিন্তু পাফিন (এক জাতের হাঁস) যারা সারাদিন তার নিজের ওজনের সমান খাবার খায়, তারপরেও এরা মোটা হয় না।

০২. মানুষ তার জীবনের তিন ভাগের এক ভাগ সময় শুধু ঘুমিয়ে কাটায়

০৩. পৃথিবীর প্রাণীদের ৮০ ভাগ হল পোকামাকড়।

০৪. আমেরিকার ইলিয়ন রাজ্যে এক অদ্ভুত আইন আছে, তাহল কোন মৌমাছি এই শহরের উপর দিয়ে উড়ে যেতে পারবে না।

০৫. বিড়াল প্রায় ১০০ রকম শব্দ করতে পারে আর কুকুর পারে মাত্র ১০ রকম।

০৬. স্টার ফিশের চোখ ৮ টি।

০৭. চীনারা লাল রংকে সৌভাগ্যে রং হিসেবে দেখে।

০৮. চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব নয়। বিশ্বাস না হলে আয়নায় চেষ্টা করে দেখতে পারেন।

০৯. জিরাফের গলা লম্বা কে না জানে কিন্তু জিরাফ কোন শব্দ করতে পারে না।

১০. অনেকের ধারণা, শামুকের কোন দাঁত নেই অথচ শামুকের ২৫০০০ দাঁত আছে।

১১. একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

১২. আপনার যদি একটি তারা গুনতে এক সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারা গুনতে প্রায় ৩ হাজার বছর সময় লাগবে।

১৩. একটি রক্ত কণিকা আমাদের সারা দেহ ঘুরে আসতে সময় নেয় মাত্র ২২ সেকেন্ড।

১৪. আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে শক্তি খরচ হয় তা এক কাপ কফি দিয়ে অনায়াসে বানানো যাবে।

১৫. আপনি খালি চোখে কত দূরত্ব দেখতে পান জানেন? দুই দশমিক মিলিয়ন আলোক বর্ষ। মানে ১৪ এর পরে ১৯টি শূন্য বসালে যে সংখ্যা হয় সেই সংখ্যার দূরত্ব।

১৬. আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০ টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে এখনই গুনতে শুরু করুন।

১৭. প্রাচীন কালে গ্রিক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করত।

১৮. আপনারা অনেকেই জানেন হাঙড় মানুষকে কাছে পেলে মেরে ফেলে। কিন্তু অবাক ব্যাপার হল প্রতিবছর হাঙড়ের হাতে যত মানুষ মরে তার চেয়ে মানুষের হাতেই হাঙড় বেশি মরে।

১৯. সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়।

সূত্রঃইন্টারনেট

Level 0

আমি parvej-pc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব .