হুমায়ুন আহেমদের লেখার কথা নিয়ে নতুন করে আর কি বলব? অমর একজন লেখক, অমর তার লেখনি। এমন কাউকে খুজে পাওা দুস্কর, যে হুমায়ুন আহমেদ এর বই পরেনি!!!তাই আবারো হাজির হলাম হুমায়ুন আহমেদ এর ই বুক নিয়ে 🙂 এইবার এর বই হল মিসির আলি সমগ্র!!! মিসির আলি, ছোট বেলার কমিকে পড়ার মতো একটা ফ্যান্টাসটিক চরিত্র। তো আর দেরি কেন? এখনি নিয়ে নিন মিসির আলির সমস্ত বই গুলো। সাথে হুমায়ুন আহমেদ এর আরও অন্য ৬৮ টা বই বোনাস!!!!! ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানেন তো, আপনাদের উৎসাহেই আমরা কাজ করে যাচ্ছি।
ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেসিলাম। আমার পরবর্তী পোস্ট হবে "হিমু" কে নিয়ে। আপনারা কি বলেন?
আমি noyonnahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@অনিক সরকার: ভাই, কি করবো বলেন? সবাইকে নিয়ে সুখে থাকতে মনে চায়। তাই এইরকম আজব আজব পোস্ট করি। আপনার যদি একান্তই আমার পোস্ট ভালো না লাগে, তবে আমার পোস্ট হতে ১০০ হাত দূরে থাকলেই পারেন। আপনার কাছে এটা আজব। কিন্তু কেউ হয়ত এই বই খুজতেসে। তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। মন্তব্বের জন্য ধন্যবাদ।
@Jyoti2011: আমি দুঃখিত ভাই। ড্রপ বক্স হেভি ট্র্যাফিক দেখে Account টা সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লিংক ঠিক করে দেওয়ার। ধন্যবাদ।
@md.faisal: আমি দুঃখিত ভাই। ড্রপ বক্স হেভি ট্র্যাফিক দেখে Account টা সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লিংক ঠিক করে দেওয়ার।আর ভাই, আপনি মুখ খারাপ করেননি,এই জন্য ধন্যবাদ। তবে, আপনার মা যে ভাবে আপনাকে জন্ম দিয়েছে, আমার মাও সেইভাবে। ড্রপ বক্স আমার কোম্পানি না যে আমি এটা মেইন টেইন করি!!! সমস্যা হতেই পারে। আবারো ধন্যবাদ আপনাকে।
এইটা কোন পোস্ট হইল? আজব?