মদ্দা হাঁস না মাদি হাঁস:
রাজা কষ্ণ চন্দ্রের রাজ সভায় গোপাল ভাঁড় ছিলেন সবার প্রিয় তবে অনেকের সাথে তার পাল্লা লেগে থাকত সব সময়। অনেকে গোপালকে বিভিন্ন উপায়ে ঠকাবার চেষ্টা করতেন। একদা হয়েছিল কি? গোপালের অজান্তে রাজ সভায় পরিকল্পনা হল আজ গোপালকে যেভাবেই হোক ঠকাতে হবে। যেই কথা সেই কাজ। তো প্লান ঠিক হল যে, প্রত্যেকের কোমরে ১টা করে হাঁসের ডিম দেওয়া হবে কিন্তু গোপালকে দেওয়া হবে না সবাই পুকুরে ডুব দিয়ে উঠে আসবে আর ১টা করে ডিম দেখাবে। ঘটনাটি দেখার জন্য উৎসুক লোকের ভীড় জমতে শুরু করল। তো কথা ও পরিকল্পনা মত একে একে সবাই ডুব দিয়ে ডিম আনতে লাগল গোপাল পুকুরে নামল সবার শেষে কিন্তু গোপাল ডুব দিয়ে ডিম আনতে ব্যর্থ হল। সবাই চারিদিক থেকে চিৎকার করতে লাগল যে গোপাল পারেনি। কিন্তু সবাই শান্ত হলে গোপাল গম্ভীর গলায় বলল 'আরে আমিত মদ্দা হাঁস, মদ্দা হাঁস ডিম ডিম পাড়তে কোত্থেকে? ডিম পাড়ে তো মাদি হাঁসে। উপস্থিত সকলে গোপালের কথা শুনে থ মেরে গেল। রাজা কৃষ্ণ চন্দ্রও বলে উঠলেন নাহ গোপালের সাথে পারা গেল না।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক