বাংলালায়ন নিয়া কি জ্বালায় যে আছি !?

ভাই সব,

বুক ভরা যন্ত্রণা নিয়া আইজ টিউন করতে আইলাম। ২০ জুন ২০১৩ তারিখে বাংলালায়নে ৪.৫ গিগা নিলাম আজ দেখি ৪গিগা। এক রাতে নেট বাসর করলেও তো ৫০০ এম বি শেষ হওয়ার কথা না। নেট এ বসিলেও কেন জানিনা ঘুম আসে। ২৭ এপ্রিল ২০১৩ এইচ এস সি পরিক্ষার্থীদের জন্যে কম্পিউটার শিক্ষা বিষয়ের সাজেশন টিউন দিলাম কিন্তু টেকটিউন ভাই পাবলিশ করলোনা কেনো করিলনা জানিনা। এখনো তা পেন্ডিং রহিয়াছে।

আসুন এখন একটা পার্টি বম্ব বানাই। ( সাবধান বাড়িতে চেষ্টা করবেন না)

কোকাকোলার  ১ লিটার এর একটা PET বোতল নাও। লবনের একটি লম্বা হট ডগ বানাও যা বোতলের ভেতরে ঢোকানো যায়। এবার হট ডগ টিকে টিস্যু দিয়ে মুড়িয়ে বোতলে ভরে দাও এবং সাথে সাথে খোলা মুখটিকে আঙ্গুল দিয়ে চেপে ধরে ঝাকাও।

ব্যস দেখবে শ্যাম্পেন এর মত ফেনা বেরিয়ে আসবে।

পার্টিটা আয়োজন করবো যেদিন বাংলালায়ন কে কয়েক হাত দেখে নিতে পারব।

তাই আসুন

ওদের পশ্চাদদেশের উপযুক্ত বাঁশ সমূলে মন্থন করিয়া সকল টেকনিকাল সমস্যাকে দূরীভূত করিতে আসুন আমরা একতাবদ্ধ হই যাতে করে শুধু বাঁশ নয় পুরা বাঁশ ঝাড়ই ঝেড়ে দিতে পারি।

আমার ফেসবুক নামে সার্চ দিন পেয়ে যাবেন আমাকে।

Level 0

আমি Rupu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা কর্ডলেস মানুষ। কখন যে কি করি নিজেই জানিনা। মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু নিজের ক্যারিয়ার ঝরঝরে। কি বুঝলেন?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সাথে হয়ছে আমি ৮ জীবী pospaid নেই ১২ দিন চালানোর পর দেখি ১.৪৪ জীবী আছে আমি কিছু ডাউনলোড করিনি। চোর

Level 0

amaro same

Level 0

এই লেখা টা দিয়ে commercial.billing@banglalionwimax.com,info@banglalionwimax.com
ইমেইল করেন আর পারলে কিছু এ্যড করে দিয়েন।

বাংলালায়ওন কম্পানি মনে হয় সবাইকে ফ্রি ফ্রি নেট সার্ভিস দেয় তাই না । মাসে ২-৩ বার টিএক্স পওয়ার সাপ্লাই এর সমস্য দেখা দেয়। বাংলালায়ওন কম্পানির মালিক এক নং এর চুতিয়া এদর গলিদিয়েও কোন লাভ নেই যে লাউ সেই কদু । বাংলালায়ওন মালিক এং কাস্টমার বলছি মানুস কে আপনারা আর কত বাস দেবেন কাস্টোটমারদের বাস খেতে খেতে উল্ট আপনাদের বাস খাওয়ার টাইম হয়ে গেছে ভাল সার্ভিস দেন মোবাইল নম্বর 01198989898 তো একখান মারাই রাখছেন ফোন দিলে তো কোন উত্তর পাওয়া যায় না। নেট লাইন নেওয়ার জন্য মাসে ১৫০০ টাকা ব্যায় হয় আপনারা তো দেন না আর বিল কমও নেন না সেই হিসাবে তো ভাল সার্ভিস পায় না । সব চুতিয়া বাংলালায়ওন না বাংলাছাগল নাম দেওয়া উচিত ছিল ।

    @Shawon: হ ভাই সুন্দর নাম দিসেন, “বাংলাছাগল” – আর ওদের কাস্টমার কেয়ারে বইসা আছে কতকগুলা আস্ত রাম ছাগল।

Level 2

বাংলালায়নের কিছু চাকুরিজীবি আছে যারা অন্যদের ইউজার ব্যবহার করে নিজেরা বাসায় নেট চালায়, তাই এই রকম সমস্যা হয়।