কোথায় আছে বিশ্বের সেরা সব সুপারকম্পিউটার ?

টেকনোলজি সম্পর্কে নূন্যতম ধারণা আছে আর সুপারকম্পিউটার নামটা শোনে নি এমন মানুষ খুব কমই আছে। ক্ষমতা ও ব্যবহারের দিক থেকে সাধারণ ডেক্সটপ ও ল্যাপটপের সাথে এর ব্যবধান আকাশ-পাতালের চাইতেও বেশি। আচ্ছা একটা প্রশ্ন কি মাথায় কখনো ঘুরপাক খায়….. কোথায় আছে এই সুপারকম্পিউটার গুলো….??

আসুন, এবার সেটাই জানার চেষ্টা করি…..

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০টি সুপারকম্পিউটারের অবস্থান

শুনলে হয়তো তেমন কেউই অবাক হবেন না যে, সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো দেখা যাক…সেই টপ-টেনে থাকা সেই ১০ সুপারকম্পিউটারের অবস্থান।

১। জাগুয়ার- যুক্তরাষ্ট্র

২। রোডরানার- যুক্তরাষ্ট্র

৩। ক্রাকেন এক্সাটিফাইভ- যুক্তরাষ্ট্র

৪। জুগেন- জার্মানি

৫। তিয়ানহে-১- চীন

৬। পেইডেস- যুক্তরাষ্ট্র

৭। বুজিন/এল সল্যুশন- যুক্তরাষ্ট্র

৮। বুজিন/পি সল্যুশন- যুক্তরাষ্ট্র

৯। রেঞ্জার- যুক্তরাষ্ট্র

১০। রেড স্কাই- যুক্তরাষ্ট্র

দেশ অনুযাইয়ী সুপারকম্পিউটার

বিশ্বের সেরা ৫০০ টি সুপারকম্পিউটারের খোঁজ করলে দেখা যাবে, শুধু টপ টেনেই নয়, টপ ৫০০ তেও যুক্তরাষ্ট্রের আধিপত্য। তবে হারটা টপ টেনের মত নয়…..

পরিসংখ্যানটা এরকম….

যুক্তরাষ্ট্র- ২৭৭

যুক্তরাজ্য- ৪৫

জার্মানি- ২৭

ফ্রান্স- ২৫

চীন- ২১

জাপান- ১৬

কনাডা- ৯

অস্ট্রিয়া- ৮

নিউজিল্যান্ড- ৮

রাশিয়া- ৮

বাদবাকি সব দেশ- ৫৫

তবে হিসেব করলে দেখা যাবে ৫০০ কম্পিউটারের ৮৯ ভাগই আছে মাত্র দশটি দেশে। এখানে একটা মজার কথা জানাই, নিউজিল্যান্ডের ৮টা সুপারকম্পিউটারের ৭টিই আছে ওয়েটা ডিজিটাল নামের একটা ভিজুয়্যাল ইফেক্ট কোম্পানিতে। এই কোম্পানিটি অবতার, লর্ড অব দ্যা রিংস, কিংকং এর মত সিনেমার ভিজুয়াল ইফেক্ট তৈরীর জন্য বিখ্যাত।

সুপারকম্পিউটারের এলাকা ভিত্তিক বিশ্লেষণ

উত্তর আমেরিকা- ২৮৬

ইউরোপ- ১৫২

এশিয়া- ৪৫

ওশেনিয়া- ৯

মধ্যপ্রাচ্য- ৬

আফ্রিকা- ১

দক্ষিণ আমেরিকা- ১

সুপারকম্পিউটারের আরো পরিসংখ্যান

সুপারকম্পিউটারগুলো কোন অপারেটিং সিস্টেম পছন্দ করে তার উপর ভিত্তি কতে সেরা ৫০০ এর একটা তালিকা তৈরি করা যাক-

১। লিনাক্স (৮৯.২%)

২। ইউনিক্স (৫.৫%)

৩। মিশ্রিত- (৪.৬%)

৪। উইন্ডোজ- (১%)

৫। বিএসডি ভিত্তিক- (০.২%)

সুপারকম্পিউটারের নির্মাতারা

হয়তো ইতিমধ্যে অনেকে ভাবা শুরু করে দিয়েছেন….. কোথায় পাব তারে, সুপারকম্পিউটার যে রে !! আপনি যদি মনে করেন যে, আপনার সুপার কম্পিউটার কেনার মত টাকা আছে, তাহলে আপনি এসব কম্পিউটার নির্মাতাদের সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। আসুন দেখে নেই টপ টেনে থাকা সুপারকম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের নাম….

১। এইচপি (হিউলেট প্যাকার্ড)- ৪১.৮%

২। আইবিএম- ৩৭%

৩। ক্রে- ৩.৮%

৪। এসজিআই- ৩.৮%

৫। ডেল- ৩.২%

৬। সান মাইক্রোসিস্টেমস- ২.২%

৭। অ্যাপ্রো ইন্টারন্যাশনাল- ১.২%

৮। ফুজিৎসু- ১.০%

৯। বুল এসএ- ১.০%

১০। হিটাচি- ০.৬%

এবং অন্যান্য কোম্পানি মিলে টপ ৫০০ সুপারকম্পিউটারের বানায় মাত্র ৪.৪ শতাংশ।

সবশেষে একটা তথ্য দিয়ে শেষ করি…. এইচপি সবচেয়ে বেশি সংখ্যায় সুপারকম্পিউটার বানালেও সবচেয়ে দ্রুত গতির দু’টো সুপারকম্পিউটার বানিয়েছে “আইবিএম” এবং “ক্রে”।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট. জটিল কিছু তথ্য জানলাম.

Level New

সত্যি ভাল লেগেছে,ধন্যবাদ ভাই।

nice tune…..

শুভ পারলে আমারে একটা গিফট কর মিয়া………………

    ইন্টেল & ক্রে মিলে নাকি ডেক্স-টপ আকারে সুপার কম্পিউটার বানাইতেছে…..
    ….দাম পড়বো নাকি ২৫০০০ ডলারের মত…… দেখি ওইগুলান একটা দেওয়া যায় কি না… 😉

আপাতত সুপার কম্পিউটার না পেলেও সুপার নেট কানেকশন হলেই চলবে।

darun post.

Level 0

nice tune…..

Nice post.

ভাইজান,
আপনি অনেক কষ্ট করছেন। চালিয়ে যান !
http://bloggersumon.blogspot.com

ভাই কিছু টাকা লোন দ্যান। সুপার কম্পিউটার কিনব। তবে তাতে উইন্ডোজ ইন্সটল করবনা লিনাক্স ইন্সটল করব। কারনঃ উইন্ডোজের পাইরেটেড সিডির দামও ৩৫ টাকা কিন্তু লিনাক্স তো ফ্রী!

ভাই কিছু টাকা লোন দ্যান। সুপার কম্পিউটার কিনব। তবে তাতে উইন্ডোজ ইন্সটল করবনা লিনাক্স ইন্সটল করব। কারনঃ উইন্ডোজের পাইরেটেড সিডির দামও ৩৫ টাকা কিন্তু লিনাক্স তো ফ্রী! আমার আবার টাকা পয়সার কিছু শর্ট আছে তাই এই ৩৫ টাকা বাচাতে হবে।