এর আগে ইন্টারনেট স্পিড নিয়ে একটি টিউন করেছিলাম । জানিনা আমার এ ধরনের টিউন করা ঠিক হচ্ছে কিনা । কারন আমার মনে হয় এগুলো টিউন না হয়ে জনমত হয়ে যাচ্ছে। যদি আপনাদের কাছে গ্রহনযোগ্যতা না পায়, তাহলে বলবেন মুছে দিব।
এবার আমি জানতে এবং জানাতে চাই; আপনাদের কম্পিউটারের কনফিগারেশন
নিচের শূণ্যস্থান পূরন করলেই হবে:
মাদারবোর্ড:----------(চিপসেট:--------)
প্রসেসর:------------(স্পিড:-----------)
র্যাম:--------------(স্পিড:----------)
হার্ডডিস্ক:-----------(জায়গা:---------)
গ্রাফিক্স কার্ড: ---------- Capacity: ---------
সাউন্ড কার্ড: --------- Capacity: ---------
অপটিক্যাল ড্রাইভ:----------(টাইপ:--------)
মনিটর:---------------(টাইপ:------------)
স্পিকার:----------(টাইপ:--------------)
ব্যাবহারকাল:-----------------------
মন্তব্য:-----------------------------
আমি আমারটা দিচ্ছি:
মাদারবোর্ড: ASUS (চিপসেট: INTEL G-41)
প্রসেসর: Dual Core (স্পিড: 2.25)
র্যাম: TWINMOS DDR-2(স্পিড: 2 GB)
হার্ডডিস্ক: SAMSUNG (জায়গা:160 GB)
গ্রাফিক্স কার্ড: Built in (According to RAM) Capacity: (Up to 1870 MB)
সাউন্ড কার্ড: Built In Capacity: ৮:১
অপটিক্যাল ড্রাইভ: ASUS (টাইপ: DVD-ROM)
মনিটর: SAMSUNG (টাইপ: LCD 17" Wide)
স্পিকার: No Company ( Made by Myself) (টাইপ:6:1)
ব্যাবহারকাল: 8 months
মন্তব্য: মাদারবোর্ড হয়তো INTEL এর হলে হয়তো ভাল হত। হার্ডডিস্ক এর ওয়েরান্টি থাকা সত্তেও ক্যটক্যট শব্দ করে। বেশি স্পিকার থাকায় গেম এ সাউন্ড ইফেক্ট সুন্দর হয়। যেমন: গেমের সময় পিছনের গাড়ি বা শত্রুর শব্দ শুধু পিছনের স্পিকার থেকেই আসে
এবার আপনার টা শেয়ার করুন
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাদারবোর্ড: Intel Original (চিপসেট: INTEL G-31PR)
প্রসেসর: Core 2 Duo (স্পিড: 2.8)
র্যাম: ??? DDR-2(স্পিড: 2 GB)
হার্ডডিস্ক: ??? (জায়গা: 250 GB)
গ্রাফিক্স কার্ড: Built in.
সাউন্ড কার্ড: Built In.
অপটিক্যাল ড্রাইভ: BenQ (টাইপ: DVD+/-RW)
মনিটর: SAMSUNG (টাইপ: LCD 17″ Wide)
স্পিকার: Creative 2:1