আমাদের এই দেশের দিনদিন উন্নতি হচ্ছে, শুনছি সরকার নাকি দেশকে ডিজিটাল করার প্রতুশ্রুতি নিয়েছিল। শুনে খুবই গর্বিত বোধ করেছিলাম। যা হোক … আমি এসব ব্যাপারে লিখতে এখানে আসিনি। বর্তমানে কিছু কিছু জিনিস দেখে আমি খুবই আশাবাদী এবং খুশি । দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। বছরে বছরে এগুলোর ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে । এক কথায় আজকাল অধিকাংশই বসে নেই । সবাই জ্ঞানার্জনের অংশীদার হতে সক্ষম হচ্ছে এবং ছোট-বড় কর্মের সুযোগ পাচ্ছে।
কিন্তু এসব কি আসলেই সত্যিকারের জ্ঞানার্জন করার জন্য লেখাপড়া ?? নাকি শুধুই পরীক্ষায় পাশের জন্য এতকিছু ??? উদাহরণস্বরূপ , ফেসবুকে একটি পোস্ট দেখে খুবই হতাশ হলাম। প্রশ্নটি ছিল :
5 – 0 x 3 + 9 / 3 = ? (Link)
এর কমেন্ট এসেছে ৩৫০+ এবং ৮০% লিখেছে ৮ , ১৯% লিখেশেছে ১৮, ২০, ২, ৩, ১ আর কি সব
আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু স্কুলে মনযোগী ছাত্র ছিলাম না । কিন্তু আমার এটা ১০০% মনে আছে শিক্ষকরা করানোর সময় সবসময় বলতেন :
“যদি প্রশ্নে কোন bracket ‘ ( ) ’দেওয়া না থাকে তাহলে গুন ‘x’ এবং ভাগ ‘/’ চিহ্নের প্রয়োগ আগে করতে হয় এবং তা বাম থেকে ডান দিকে অগ্রসর হয় ”
আমরা এই প্রক্রিয়া ‘BODMAS’ নামে চিনতাম।
এবং অনেক স্কুলে শেখান হত P.E.M.D.A.S = parenthis > exponents> multiply ।division> addition> subtraction. (left to right)
যারা শিক্ষার্থী তাদের কথা না হয় বাদই দিলাম। কিন্তু যারা শিক্ষক তারা তাদের শিক্ষার্থীদের কি শিক্ষা দিচ্ছেন ? এদের মধ্যেও তো অনেক শিক্ষক আছেন যারা উত্তর বলেছেন উল্টাপাল্টা।
গণিতের কথা এখানেই শেষ করলাম আপাতত । ইংরেজি গ্রামারের (English Grammar) কথাতেই আসা যাক। আজকালকার শিক্ষার্থীদের কি পরিপূর্ণ গ্রামার শেখান হচ্ছে ?? Comprehension একটা দেওয়া হচ্ছে তাতেই সব নম্বর । আমাদের সময় তো Tense কাকে বলে , কত প্রকার এবং কি কি , Parts of Speech কয় প্রকার … এসব প্রশ্ন করা হত । এখনকার শিক্ষার্থীদের ৬০% এর উপর এগুলা সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তর দিতে চায় না, কিন্তু নাম শুনেছে ঠিকই।
আমি কাউকে উদ্দেশ্য করে কিংবা নিজেকে বড় কিছু দেখানর জন্য এসব লিখিনি। আমি শুধুমাত্র বর্তমান এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে যা যা শক্তিশালী করা প্রয়োজন সে ব্যাপারে দিক নির্দেশনা করেছি মাত্র ছোট উদাহরণের মাধ্যমে । হতে পারে তারা আপনারই সন্তান কিংবা ছোট ভাইবোন। আরও অনেককিছু লেখার ছিল কিন্তু সব আমার বলা মানায় না কারন আমার নিজেরই অনেক ভুল আছে জীবনে যা এখন উপলদ্ধি করছি ধীরে ধীরে ।
ধনবাদ।
আমি greatricky। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It’s because Bangladeshi people have a very low IQ. And the low iq people like to spend most of their time in facebook.
Prove:
http://hypnosis.home.netcom.com/iq_vs_religiosity.htm
http://www.nationmaster.com/graph/edu_ave_iq-education-average-iq