আজ অনেক কষ্ট নিয়ে টিটি তে লিখতে এসেছি।
আসসালামু আলাইকুম ব্লগার ভাইরা।
আজ টেকটিউনস নিয়ে কিছু কথা বলতে এসেছি। প্রায় ১.৫ বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমার এক ভাইয়ার কাছ থেকে টিটি এর কথা শুনি। অনেক ভাল লাগে টিটির পোস্ট পড়ে। অনেক কিছু নতুন জানতে পারি। পড়াশুনার পাশাপাশি সময় পেলেই টিটিতে ঘুরে যেতাম। ভালই লাগতো ভাইয়াদের ব্লগের লেখা পড়তে। এটা ১-১.৫ বছর আগের কথা। প্রবাসী ভাই, জাকির ভাই, swordfish আরো অনেক ব্লগার আছেন যারা টিটি কে টিকিয়ে রেখেছেন। উনাদের উছিলায় এ হয়ত আল্লাহ টিটি ক এই সম্মানের পর্যায়ে নিয়ে এসেছেন। আল্লাহ সম্মান আর মানুষের ভালবাসা দিয়েছে বলেই কি সব হাসিল হয়ে গেছে? আমরা কি টিটি এর কাছ থেকে আরো কিছু আশা করতে পারি না? অবশ্যই পারি। কারন আমরা টিটি কে ভালবাসি। টিটি তে আগে খারাপ বা আজেবাজে পোস্ট অথবা কমেন্ট হলেই আমাদের টিটির বিজ্ঞ মোডারেটর ভাইরা তা মুছে দিতেন। ব্লগটিকে অনেক সুন্দর এবং পরিবেশ উপযোগী রাখতেন। বর্তমান এও রাখেন বলে আমি মনে করি। কিন্তু আমরা এদানিং যে সব পোস্ট আর কমেন্ট দেখতে পাচ্ছি তা আসলেই ভাবনার বিষয় টিটিএর জন্য।
কিছু নতুন নতুন ব্লগার এসে টেকটিউনস এর পরিবেশ নস্ত করে দিচ্ছে। আমদের এবং আমদের বিজ্ঞ মোডারেট ভাই দের উচিত এসব অকেজো ব্লগার দের বহিস্কার করা।
বাংলার কিছু দামি নতুন ব্লগার দের পোস্ট এবং কমেন্ট এর উদাহারনঃ
দামি পোস্ট :
==========================================================================================================
দামি কমেন্ট :
আরো অনেক উদাহারন আসে। কিন্তু আমার প্রশ্ন সবার কাছে " এটাই কি আমাদের সবার প্রিয় ব্লগ টেকটিউনস ?" বিজ্ঞ মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সবার দাবি আপনাদের কাছে যে টিটি এর মোডারেটর প্যানেল আর শক্তিশালী করা এবং টিটি কে তার পুর্ব সুন্দরয ফিরিয়ে দেয়া।
" আমার এই পোস্ট মোডারেটর ভাই রা মুছে ফেলতে পারেন। সেই ক্ষমতা আপনারা রাখেন। কিন্তু আমার প্রতিটি কথাই আপনদের প্রিয় টিটি এর মঙ্গল চেয়ে। "
আল্লাহ হাফেয 🙂
আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello World
বাংলার কিছু দামি নতুন ব্লগার দের পোস্ট এবং কমেন্ট এর উদাহারনঃ ????