আসুন নিজেদের ইন্টারনেট স্পিড শেয়ার করি

আসুন আমরা কে কত স্পিড এ ইন্টারনেট ব্যবহার, কতটুকু লিমিট,  কোন মডেম ব্যবহার করছি, কোন এলাকয়, রেট কত? তা টেকটিউনস এর বন্ধুদের সাথে শেয়ার করি

আমি ব্যবহার করি

  • বাংলালিংক এর আনলিমিটেড ইন্টারনেট (৩৮০টাকা/১৫ দিন)
  • মডেম : স্যমসাং এম ৩৫১০  ও  নকিয়া ৬২৩০ আই
  • ডাউনলোড স্পিড: হায়েষ্ট  ২২kB/s ,  লোয়েষ্ট ০০.00kB/s ,  এভারেজ  6-7kB/s
  • আপলোড স্পিড: হায়েষ্ট  ৩০kB/s ,  লোয়েষ্ট ০০.00kB/s ,  এভারেজ  ১২kB/s
  • ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এ কোনো পার্থক্য নেই। যখন যা থাকে তখন তা পাই
  • থাকি শনিরআখরা তে

যদি কেউ স্পিড না জেনে থাকেন DU Meter ডাউনলোড করতে পারেন ....এখান.... থেকে

আরও একটি বিষয় মাথায় রাখবেন:
kB/s=কিলোবাইট পার সেকেন্ড
kb/s =কিলোবিট পার সেকেন্ড

১বাইট=৮বিট

আপনারাও বলুন, শেয়ার করুন..............

Level 0

আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সিটিসেল জুম (১জিবি প্যাকেজ) ইন্টারনেট (২৭৫টাকা/৩০দিন+ ১৫% ভ্যাট) (শুধু ব্রাউজিং এর জন্য, সাধারনত ডাউন লোড করি অফিস থেকে)
মডেম : এ্যালকাটেল ইটি-৮০৫
ডাউনলোড স্পিড: হায়েষ্ট ১৭kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ ৮-১০kB/s
আপলোড স্পিড: হায়েষ্ট ১৭kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ ৫-৬kB/s
ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এ কোনো পার্থক্য নেই। যখন যা থাকে তখন তা পাই
থাকি শেরে বাংলা নগর।

Level 2

জিপি ইন্টারনেট (আনলিমিটেড) ইন্টারনেট (850 tk /৩০দিন)

মডেম : Mobidata 3g

ডাউনলোড স্পিড: হায়েষ্ট 50kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ 30kB/s

আপলোড স্পিড: হায়েষ্ট 40kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ 25kB/s

    Level 0

    জিপি ইন্টারনেট (আনলিমিটেড) ইন্টারনেট (850 tk /30 দিন)

    মডেম : Asus-3g

    ডাউনলোড স্পিড: হায়েষ্ট 491kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ 300kB/s

    আমার মনেহয়,
    AK-47 সেই ভূল টা ই করলেন
    ——————————————|
    আরও একটি বিষয় মাথায় রাখবেন: |
    kB/s=কিলোবাইট পার সেকেন্ড |
    kb/s =কিলোবিট পার সেকেন্ড |
    ১বাইট=৮বিট |
    ——————————————|

আমি ব্রডব্যান্ড ব্যবহার করি ডাউনলোড স্পিড ১৭-২৩ কেবিপিএস

GrameenPhone P2 (850 + 15% ভ্যাট)

মডেম: Sony Erricson GC89

ডাউনলোড স্পিড: হায়েষ্ট 50-kb /s , এভারেজ 15-16 kb/s

Level 0

GrameenPhone P6 – 345tk (including 15% Vat)
Modem- Mobidata 400
Download speed – Av 20-25 kb/s

ভাইয়া আপনি শনিরআখরা কোথায় থাকেন।আমি প্রায় সেখানে যাই।

gpinternet P6 – 345tk
Modem- ST860 EDGE Modem
DL speed – 20-25 kb/s
My position is GAZIPUR.

Connection type : Broadband.
Monthly Line rent : 1200TK
Download speed : 800KB/sec – 1MB/sec
Upload speed : same as above.
Browsing speed : very fast
Position : Kafrul.

One problem : Net line not available from 8:00am – 12:00pm

Thanks and Bye.

    আপনে তো ভাই গতির চোটে, আসমানে উড়ছেন

    সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত না থাকলে থাকলো কতক্ষন? মাত্র ৮ ঘন্টা ব্যবহারে ১২০০ টাকা একটু বেশি নয় কি? একটা কথা আছে নাই মামার থেকে কানা মামাও ভাল। এখানে বলা যায় নেট না থাকার চেয়ে কম স্পিডের নেট থাকাও ভাল।

    হ্যাঁ, কামরুল হাসিব ভাই । আপনি ঠিক ই বলেছেন । প্রথম দিন আকাশে উড়ছিলাম । এখন জায়গামত ই আছি । ধন্যবাদ ।

    মিঃ ফয়সল, am- pm এর হিসাব ভুলে গেছেন ?8:00am-12:00pm মানে সকাল ৮টা থেকে দুপুর ১২ টা । মাত্র ৪ ঘন্টা । raat 12 ta mane 12am. Mind it. Thanks.

সবাই দেখছি KB আর kb তে ভুল করছেন।মনে রাখবেন ডাউনলোড স্পিড হয় KB তে আর কানেকশন স্পিড হয় kb তে ।তাই বুঝতে পারছেন আপনারা কোথায় ভুল করতেছেন।
যেমন মনে করুন আমার কানেকশন স্পিড সিটিসেলে ১৫০kbps আর ডাউনলোড স্পিড ১৫-২০KBPS ।

আপনারা যারা মোবাইল কম্পানির ইন্টারনেট ব্যবহার করেন তারা কি ইয়াহু মেসেন্জার ব্যবহার করেন আর যদি করেন তাহলে কোন সমস্যা হয় কিনা
একটু জানাবেন ।

আমি ঢাকায় ইন্টারনেট ব্যাবহার করেছি দুই বৎসর আগে, সেই হিসাব আর দিলাম না। বর্তমানে কোলকাতায় আছি, এইখানের ইন্টারনেট প্যাকেজের বিবরন দিচ্ছি। LAN ইন্টারনেট ব্যাবহার করি। মডেম লাগেনা। ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হয়। আমার প্যাকেজে কানেকশান স্পিড দিনের বেলায় ৭৬৮ kbps, ডাউনলোড স্পিড পাই ৯৬-১১০ kB; স্পিড রাতের বেলায় ১.৫ mbps, ডাউনলোড স্পিড পাই ১৯২-২১০ kB। আপলোড স্পিড দিনে ও রাতে বরাবর ২৫০-৩০০ kB থাকে। আনলিমিটেড প্যাকেজ, দাম মাসে ৬৯০ টাকা। কিছুদিন আগে পর্যন্ত ৩৮৪kbps লাইন ব্যাবহার করেছি।

বাসায় একটি ওয়্যারলেস নেটওয়ার্ক মডেম রেখেছি (Belkin N1 Vision), সেটা দিয়েই এই কানেকশান আমি পার্সোনাল কম্প্যুটার, ল্যাপটপ, এবং N95 মোবাইল ফোনে ব্যাবহার করি (সবগুলি একসাথে ব্যাবহার করিনা যদিও)। বাসার LAN ইন্টারনেট লাইন খারাপ হলে এয়ারটেল gprs ব্যাবহার করি, কানেকশান স্পিড ৩৮৪ kbps, ডাউনলোড স্পিড পাই N95 মডেমে ৪৫-৪৮kB, এবং 5300 XpressMusic’এ ৩৫-৪০kB। এই প্যাকেজ দিনে ২৫ টাকা, ইচ্ছেমতো sms করে অন/অফ করা যায়। সারা মাসের জন্য নিলে ৪৫০ টাকা।

আমি জানতে চেয়েছি ইয়াহু ভয়েজ কোন সমস্যা হয় কিনা

Level 0

আমারটা ব্রডব্যন্ড ।
মাসিক ৮০০/-
ডাউনলোড 12-20kBps
স্থান পুরান ঢাকা ।
শুনলাম সরকার চার্জ কমিয়েছে । সে ব্যপারে জানতে চাই ।

না ভাই কোন সমস্যা হয়না। তাছাড়া আমি অনেক সময় মিশর এবং সৌদী আরবে প্রবাসী কয়েকজনের সাথে কথা বলেছি। বিশ্বাস করবেননা আমি বাংলালিংক নেট ইউজ করি।
আমি যা পাই idm দিয়ে 28KB এবং মোবাইলে পাই 22KB ডাউনলোড স্পীড। কোন সময়ই উঠানাম করছেনা । শুধু আমার থানার (বাড্ডা) বাইরে গেলেই কেবল স্পীড কমে যায়।

ফিরোজ আলম @ না ভাই কোন সমস্যা হয়না। তাছাড়া আমি অনেক সময় মিশর এবং সৌদী আরবে প্রবাসী কয়েকজনের সাথে কথা বলেছি। বিশ্বাস করবেননা আমি বাংলালিংক নেট ইউজ করি।
আমি যা পাই idm দিয়ে 28KB এবং মোবাইলে পাই 22KB ডাউনলোড স্পীড। কোন সময়ই উঠানাম করছেনা । শুধু আমার থানার (বাড্ডা) বাইরে গেলেই কেবল স্পীড কমে যায়।

আমি শাহজাদপুর সুবাসতু নজর ভ্যালি আপনি কোথায়
আপনার ইমেইল আই ডি টা কি দিবেন

Connection type : Broadband.
Monthly Line rent : 800TK
Download speed : হায়েষ্ট60KB
Download speed – Av 44KB
Browsing speed : very fast
ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হয়।
Position : Jatrabari

    ভাই আপনার কম্পানীর নামটা কি? আমার মামা থাকে ঐখানে। মামাও একটি ভাল(Hi speed) ইন্টারনেট নিতে চায়। যেহেতু আপনারটা তুলনামূলক সস্তা তাই কানেকশান নিয়ে চেক করতে চাই।

    –আমার কেন যেন সন্দেহ হচ্ছে। এত ভাল স্পিড মাত্র ৮০০ টাকায়? চাপা না তো?
    জানাবেন নিশ্চয়!

আমার বর্তমানে ব্রডব্যান্ড। মাসিক লাইন রেট ১২০০ টাকা

এ্যাভারেজ ডাউনলোড স্পিড ৩৫-৪২ । মানে দিনরাত চব্বিশ ঘন্টাই এই স্পিড পাওয়া যায়।
শাহজাহানপুরের বাসিন্দা,ঢাকা

    আমার পরিচিত লোক আছে ।মুলত ১৪০০ টাকা ,কিন্তু আমার জন্য ৮০০টাকা।

ফিরোজ আলম @ [email protected] আমার ইমেইল
আর আমি চুইনজি গার্মেন্টস এলাকায় থাকি। এলাকার নাম পশ্চিম পদরদিয়া।

স্মাইল ১৫ ঘন্টা সিলভার প্যাকেজ, স্পিড ১০-২০ KB মাসিক ৪০০ টাকা। বেস্ট ডিল।

Level 0

GP INTERNET এর জন্ন কোন MODEM ভাল

Level 0

Atodin GP P3 use kortan 345 dia prepaid e (Unlimited 24 hours// ai mas e cancell kore dice )
Akon p6 GP
DL speed 30-40kBps
Browsing speed 460 kbps
As Modem: Nokia 6680

HLP:: OI P3 ABAR ACTIVE KORAR KONO OPAI ACE KI?

সবাই এতো ভালো স্পীড পান, শুনতে খুবই ভালো লাগলো । আমি সেগুনবাগিচাতে থাকি । ইন্টারনেট সাভিঁস নিয়ে খুবই বিরক্ত । জিপি তেও ভালো স্পীড পাই না। আমার জন ভালো কোন সাজেশন থাকলে জানাবেন। আমি ১০০০ – ১৫০০ টাকা খরচ করতে রাজি। ৩০ কেবিপিএস পেলেই খুশি।

    Level New

    ভাই বলেন কি…….এত speed পান?? আমার এক বনধু সেখানেই থাকে মাসে ১২০০/- বিল দেয় কিনতু speed পায় মাতরো ৩০-৩৫ কেবি। sam online থেকে মোনে হয় কানেকশন নিএছে..।

সবাই মোটামুটি ভাল স্পীড পান আপনারা । যাই হোক, এই লিংক http://www.clickbd.com/classified/classified.detail.php?itemNumber=129273 – এ একটু দেখলে খুশি হব । ধন্যবাদ সবাইকে ।

Level New

broadband internet বেবোহার করছি বছর হয়ে গেল।মাস শেষে ৭৫০/- টাকা গুনতে হয়।কানেকশন নেআর পর দেখি ৫৮-৬০ কেবি speed। তখন আমার হাসি দু কান পরযনতো ঠেকেছিলো। আর এখন নেট চালাতে গেলে গালে হাত দিএ টেবিলে তবলা বাজাতে হয়।১৫কেবিও ঠিক মতো পাইনা।
(cause this is bangladesh)
গতকাল imvu তে Australian এক মেয়ের সাথে chat কারার সময় একটা software(15mb) ডাউনলোড করতে বললাম…।জিগগাস করলুম তো কয় মিনিট লাগবে ডাউনলোড হতে…।আমাকে বললো-”are you stupid ?it’s already finished”। তাহলে ওদের দেশের উননোতি
হবে না আমাদের দেশের হবে?…যাইহোক আমাদের এই condition থেকে বের হতে হলে সরকার আর জনগন উভয়ের necessary step নেয়া দরকার।(sorry for incorrect bangla spelling…i’m kinda weak in bangla typing)

    Level 0

    @Tonmoy: হে হে হে। অস্ট্রেলিয়ান মেয়ের কথা শুইনা মনে দুঃখ পাইলাম। (হাসির মাধ্যমে প্রকাশ করলাম) 😛

      @Foisal: vai, amio ekta dukkher kotha share kori ,, amar pray e ekta meyer sathe chat hoy ,, American , New York thake , ekbar ore jigaichilam ,,tomar oikhane download speed koto ? o amare koy je,, pagol naki download kore hard disk er space nosto korbo keno? ami to sob streaming e calai ,, cup hoia gelam ,,

      tarpor ekdin o ekta instrumental album karo kache pacchilo na , ami pore ekta rapidshare er premium link collect kore dilam ,, download korlo ,, jigailam speed koto ,,, koilo ,,”well , it took a few seconds” file er size chilo 79MB .. bujhen obostha ,,

      Pore ekdin ore dia speedtest.net e speed test korailam ,, ja result koilo , ami kan dhorchi je ar kono din oder karo sathe e speed nia kotha bolmu na ,,, Or speed test er download result chilo 17.02 Mbps .. Download chilo 11Mbps ,, ,, Oi meyetar ma ekjon pro gamer ,, Uni naki ISP te complain korche ,, speed eto kom ken ,, Bujhen eibar ,, amra kon poca dal vat khaia baica achi ,,,,,,

        Level 0

        @Ignoramus Boy: হুম্ম…… কি আর করা… এক কাজ করেন, হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে সাবমেরিন কেবল টা খিঁচে এক টান মেরে ডাইরেক্ট লাইন টা আপনার বাসায় নিয়ে আসেন (তাহলে অবশ্য আমিও হাই স্পীড ইন্টারনেট এর লোভে আপনার বাড়িতে দাওয়াত নিতে পারি), অথবা দরজা জানালা বন্ধ করে কম্বল মুরি দিয়ে স্বপ্নে দেখেন আপনি আমেরিকায় চলে গেছেন আর সুপার কম্পিউটার এ ১GBPS ইন্টারনেট ইউস করছেন ( হে হে হে……গুড আইডিয়া!)……… ধন্যবাদ আপনার এক্সপেরিএন্স শেয়ার করার জন্য………।

          @Foisal: খুবই মজার একটা কৌতুক করলেন ভাই … হে হে হে হে … আমার বাসায় আপনার দাওয়াত …… হে হে হে হে

জিপি ইন্টারনেট পি২ (৮৫০টাকা/৩০দিন+ ১৫% ভ্যাট্=৯৭৮টাকা) ( ব্রাউজিং + ডাউন লোড )
মডেম: জিপি মোডেম
ডাউনলোড স্পিড: হায়েষ্ট ৪০ kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ ২৫kB/s
ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এ কোনো পার্থক্য নেই। যখন যা থাকে তখন তা পাই
থাকি রামপুরা, ও্য়াপডা রোড।

জিপি ইন্টারনেট পি ৬(৩০০টাকা/৩০দিন+ ১৫% ভ্যাট্=৩৪৫টাকা) ( ব্রাউজিং + ডাউন লোড -১ গিগা )
মডেম: জিপি মোডেম
ডাউনলোড স্পিড: হায়েষ্ট ২৫ kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ ২০kB/s
ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এ কোনো পার্থক্য নেই।
মহাখালি ডিইওস ।

জিপি ইন্টারনেট পি২ (৮৫০টাকা/৩০দিন+ ১৫% ভ্যাট্=৯৭৮টাকা) ( ব্রাউজিং + ডাউন লোড )
মডেম: জিপি মোডেম
ডাউনলোড স্পিড: হায়েষ্ট ৩৫ kB/s , লোয়েষ্ট ০০.00kB/s , এভারেজ ২০kB/s
ডাউনলোড স্পিড আর ব্রাউজিং স্পিড এ কোনো পার্থক্য নেই। যখন যা থাকে তখন তা পাই
যশোর

%-)

Teletalk 3G Prepaid
২৫৬ kbps ,unlimited(25.6 GB)>>>>এটা কিরকম আনলিমিটেড ??? @১০৫০টাকা+ভ্যাট।

স্পীডঃ
ডাউন= ৫০KB/s
আপলোড= ৩০ KB/s
মডেম= Huawei e1550 (গ্রামীণফোন মডেম)
থাকি মুগদা।