ফাটাফাটি একটা সফটওয়্যার, নিজেই তৈরি করুন টিউটোরিয়াল

সফটওয়্যার টির নাম "Camtasia Studio 6"
এটি দ্বারা আপনি আপনার কম্পিউটার স্ক্রিন এর যতটুকু অংশ (এমন কি ফুল স্ক্রিন ও ) , যে কোনো অবস্হায়, যখন ইচ্ছা তখন রেকর্ড/ভিডিও করতে পারেন
# ইঁদুর দৌড় (মাউস মুভমেন্ট) সহ ভিডিও রেকর্ড হবে
# এমনকি ভয়েস/যেকোনো অডিও সহ রেকর্ড করতে পারবেন
# ভিডিওটি সেভ করতে পারেন যেকোনো রেজ্যুলেশন এ
# ভিডিওটি সেভ করতে পারেন যেকোনো ফরমেট এ
---- রেকর্ড করার আগে স্ক্রিন এরিয়া ঠিক করে নিতে হবে
Record
# স্ক্রিন এরিয়া ঠিক করে
------------------ইউ-টিউবের ভিডিও ও রেকর্ড করতে পারেন
Record-2
------------------যেকোনো সফটওয়্যার এ কাজ করার সময়, স্ক্রিন ক্যপচার করে; তৈরি করতে পারেন সফটওয়্যার টির ভিডিও টিউটোরিয়াল

----রেকর্ডিং এর পর যেকোনো অবাঞ্চিত অংশ বাদও দিতে পারবেন

## সমস্যা একটাই: সফটওয়্যারটি ৩০ দিনের ফ্রি ট্রায়াল
সফটওয়্যার টি ডাউনলোড করুন ** এখান ** থেকে
যদি কারো কাছে এর কী থাকে তাহলে দিয়েন প্লিজ

Level 0

আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো!!!!!!!!!!!
ধন্যবাদ।
ইউজ করে দেখি কেমন লাগে।

@@যদি কারো কাছে এর কী থাকে তাহলে দিয়েন প্লিজ

আমি Camtasia Studio 6 এর বেশ কিছু সিরিয়াল সংগ্রহ করেছি,
অবশ্য এখনো ব্যবহার করে দেখার সময় পাইনি।
কারো দরকার থাকলে হাত তুইলা আওয়াজ দিয়েন।

    Level 0

    আমার লাগবে। আমাকে কি দিতে পারবেন প্লিজ। আমার ইমেইল [email protected]

Level 0

আমার লাগবে। আমাকে কি দিতে পারবেন প্লিজ। আমার ইমেইল [email protected]

আমি টেকটিউনে নতুন। তার উপর এ সফটওয়্যার এর কাজও তেমন বুঝতেছি না। কিন্তু আমি একটা কার্যকর সিরিয়াল কী পেেয়ছি । কারও লাগলে আমাকে মেইল করতে পারেন। আমার মেইল [email protected]
আর এর কার্যপদ্ধতি বিস্তারিত জানালে উপকৃত হব।

Level 0

আমার লাগবে। আমাকে কি দিতে পারবেন প্লিজ। আমার ইমেইল [email protected]

Level 0

http://search.4shared.com/network/search.jsp?searchmode=2&searchName=Camtasia+Studio+6

উপরে টোকা দেন পাইলে ও পাইতে পারেন কি সহ

Level 2

কামরুল হাসিব ভাই ধন্যবাদ।
আমি ব্যবহার করে দেখেছি কিন্তু You tube থেকে video racord করলে Sound কমে যাচ্ছে। কি করব?
যদি একটু সাহায্য করতেন । উপকার হতো।

    আপনার অডিও হয়তো microphone থেকে record হচ্ছে, যার ফলে স্পিকারের সাউন্ড সহ আশেপাশের শব্দও record হচ্ছে, ঠিক না ?

    সমাধান :
    1. “Camtasia Studio 6″ এর recording device হিসেবে Stereo mix সেট করে দিন। (Audio Setting এর ডানে নিম্নমুখী তীর চিহ্নে ক্লিক করলে Stereo mix পাবেন, না পেলে জানান)
    2. Volume control এ গিয়ে Stereo mix এর volume বাড়িযে দিন

    আশা করি কাজ হবে – – -জানাইয়েন

ভাই ট্রাইল হোক আর যাই হোক সফ্টোয়ারটা কিন্তু কাজেরররররররররররররররররর ……………

কামরুল ভাই এটা তো লিমিটেড validity, আনলিমিটেড থাকলে বলেন। যাক তার পরো আপনাকে লিমিটেড টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

It is very good software although it’s a trail version.

I need this type of software for make some tutorial for office purpose.

So, this software will be helpful for me.

Thanks.