সোর্ডফিশ, নীলদাঁত, ঘুম চোর ও খানরুপা২০ সহ সকল ডাটা-এন্ট্রি প্রফেশনালদের দৃষ্টি আকর্ষন করছি (সাথে ছোট্ট একটি বোনাস টিউন)।

প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন প্লিজ। বেশ কিছুদিন যাবৎ টেকটিউন্‌স এ পিটিসি/হাইপ নিয়ে খুব বেশী বাড়াবাড়ি দেখা যাচ্ছে। যারা প্রকৃত ফ্রিল্যান্সার তারা বার বার টিউন ও কমেন্টস্ এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন পিটিসি কোন ফ্রিল্যান্সিং না। পিটিসি বা হাইপ করে টাকা ও সময় দুটোই নষ্ট হবে বিনিময়ে শূণ্য। আসলে গণিতের ভাষায় ব্যাপারটা শূণ্য বললেও কথাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আসলে ব্যাপারটা আপনাকে মাইনাস অবস্থানে নিয়ে আসবে নিশ্চিত (নিজ অভিজ্ঞতা থেকে বলছি)। ইতিপূবের্ অভিজ্ঞরা যে সকল বিষয়ে টিউন করেছেন তা হল- কিভাবে ওডেস্ক, ফ্রিল্যান্সার, গেট-এ-কোডার, ইল্যান্স, ওইটমার্ট এ কিভাবে ফ্রি একাউন্ট করা যায়, প্রোফাইল কিভাবে তৈরী করা যায়, ওডেস্কের টেস্ট সমূহের উত্তর ও কিভাবে বিড করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য এ ব্যাপার গুলো আসলে কোন ব্যাপারই না। আর আমরা যারা অনভিজ্ঞ তাদের জন্য অবশ্যই টিউন গুলো খুবই উপকারী। সেজন্য টিউনাদের প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার অভিজ্ঞদের কাছে আরও কিছু চাহিদার কথা বলব।

অনভিজ্ঞদের কথাঃ

আজকে আমার এই লেখাটি মূলত কোন টিউন না। আমার মত যারা ফ্রিল্যান্সিং এ অনভিজ্ঞ তাদের চাহিদাপত্র বলা যেতে পারে। পিটিসি/হাইপ সাইট নিয়ে অনেকেরই আমার মত তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং ফ্রিল্যান্সারা খুব সুন্দর করে এগুলো বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন। এটা নিঃসন্দেহে আমি ভালো পরামর্শই বলব। কিন্তু এর অন্তরালে বারবার একটি বিষয় থেকে যাচ্ছে, যে বিষয়টিই মূলত আমার লেখার মূল উদ্দেশ্য। যে সকল টিউনারগণ পিটিসি/ হাইপ বাদ দেয়ার পরামর্শ দেন তারা কি একটি বার ভেবেছেন- কারা পিটিসি/ হাইপ করে? নিঃশ্চই ভেবেছেন। পিটিসি/ হাইপ যারা করে তাদের আসলে ইন্টারনেটে আয় করার অনেক ইচ্ছা আছে এবং তারা টাকা খরচ করে অনেকটা সময় ইন্টারনেটে ব্যয় করে। কিন্তু কোন কাজ না জানার কারণে তারা পিটিসি, হাইপ বা ইনভেস্টের মত লোকসানের পথ বেছে নেয়। একবার কি ভেবেছেন, কেউ কি ইচ্ছ করে সময় ও টাকা নষ্ট করে লোকসান দিতে চায়? চাওয়ার কথা না-যদি করে তাহলে না বুঝে করে।

আমাদের অনুরোধঃ

ফ্রিল্যান্সিং সাইটে কিভাবে ফ্রি একাউন্ট করতে হয়, প্রোফাইল কিভাবে তৈরী করতে হয়, ওডেস্কের টেস্ট কিভাবে দিতে হবে ও কিভাবে বিড করতে হয় এ ব্যাপারে টেকটিউন্‌স এ অনেক টিউন হয়েছে। আমি মনে করি এ ব্যাপারে কারোও আর কোন সমস্যা থাকার কথা না। এখন ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায় তা জানা প্রয়োজন। আমি আগেই আমাদের দূরর্লতার কথা বলেছি। অর্থাৎ যারা ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও. ও প্রোগ্রামিং মত কাজ জানিনা এবং পিটিসি/ হাইপ করি তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং এ ডাটা-এন্ট্রি সম্পর্কিত কাজই সবচেয়ে বেশী প্রযোজ্য। কারন ডাটা-এন্ট্রির কাজ গুলো খুবই সহজ। যদিও আমি ডাটা-এন্ট্রি এক্সপার্ট তবুও ডাটা-এন্ট্রি কাজ সম্পর্কে সাধারণ ধারণা রয়েছে। তাই ডাটা এন্ট্রির নিম্ন-লিখিত কাজ গুলো কিভাবে করতে হয় তা আমার মত অনভিজ্ঞদের জানা প্রয়োজন।

  • Data Entry
  • Web Research
  • Copy-Paste
  • Copy-writing
  • Link building
  • Classified Ad listing
  • Document Conversion
  • Email Marketing
  • Social Media Marketing
  • Market Research and Surveys

যতদূর জানি কাজ গুলো অত্যন্ত সহজ কিন্তু না জানার কারণে আমরা কাজ গুলো সুন্দরভাবে করতে পারছি না বিধায় পিটিসি বা হাইপের দিকে ঝুকে পড়ছি। আমি মনে করি উপরে উল্লেখিত ডাটা-এন্ট্রির বিষয়গুলো উপর বিস্তারিত টিউন করা হলে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে তারাও ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে আয় করতে পারবে। তাই ডাটা-এন্ট্রি প্রফেশনালদের কাছে এ ব্যাপারে বিস্তারিত চেইন টিউন চাই।

প্রস্তাবঃ

একজন টিউনারের পক্ষে হয়ত ডাটা-এন্ট্রির সকল বিষয়ে টিউন করা সম্ভব না। সবগুলো বিষয়ে ভাল ধারনা নাও থাকতে পারে। তাই ডাটা-এন্ট্রি প্রফেশনাল যারা আছেন তারা ইচ্ছা করলে প্রত্যেকে একটি/দুইটি বিষয়ের উপর টিউন করতে পারেন। সবাই চাইলে এভাবে একটি যৌথ চেইন টিউন করা যেতে পারে। আমি সবার পক্ষ থেকে এ রকম একটি যৌথ চেইন টিউনের অনুমোদন দেয়ার জন্য টেকটিউন্‌স কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমি এ ব্যাপারে সোর্ডফিশ, নীলদাঁত, ঘুম চোর ও খানরুপা২০ কে বিশেষভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

পরিশেষেঃ

পিটিসি, হাইপ বা ইনভেস্টের মত কাজ করে আমরা আর অর্থ বা সময় কোনটাই ব্যয় করতে চাই না। আমরাও স্বচ্ছ-সুন্দর ফ্রিল্যান্সিং করতে চাই। এজন্য অভিজ্ঞদের এগিয়ে আসার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরাও সুন্দর-সুন্দর কাজ উপহার দিতে পারবো ইনশা-আল্লাহ! আর একটি কথা- সবাই তো আর ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, এস.ই.ও এক্সপার্ট, প্রোগ্রামার হবেনা, কেউ না কেউ তো ডাটা এন্ট্রির কাজও করবে তাইনা। আর কাজকে নিশ্চই ছোট করে দেখা উচিৎ না।

আমার লেখাটি যদি ভাল লেগে থাকে এবং বিষয় গুলো যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই মিলে কমেন্টের মাধ্যমে অনুরোধ জানালে অবশ্যই ডাটা-এন্ট্রি প্রফেশনালরা আমাদের অনুরোধটি রাখবেন ইনশা-আল্লাহ!

স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করুনঃ

কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করার সঙ্গে সঙ্গে সাধারণত পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায়।ফলে ওই পেনড্রাইভে থাকা ভাইরাস সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইচ্ছা করলে ‘অটোরান ইটার’ নামের সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করা যায়। ১.৩৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির একটি আইকন চলে এসেছে। এর পর থেকে কম্পিউটারে ইউএসবি ড্রাইভ সংযুক্ত করলে অটোরান ইটার স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করে দেবে। এ সফটওয়্যারটি যেকোনো ধরনের ইউএসবি ড্রাইভের অটোরান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে এবং অটোরান ভাইরাস দূর করবে। টিউনের এই অংশটুকু damnamsogood এর সৌজন্যেঃ আপনি ইচ্ছা করলে মেনুয়ালীও কাজটা করতে পারেন। পেন ড্রাইভ পিসিতে insert করার পরপরই Shift কি চেপে ধরলেই ইউএসবি ড্রাইভ আর অটোরান করবে না। এছাড়াও আপনি আপনার পিসি থেকেও অটোরান ফিচারটি বন্ধ করতে পারেন। এজন্য Start  থেকে Run যান গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন। User Configuration এর প্লাস চিহ্নে ক্লিক করে Administrative Templates থেকে System এ গিয়ে ডান পাশে দেখুন Turn off Autoplay। এটার উপর ডাবল click করুন। তারপর Enable রেডিও বাটনটি সিলেক্ট করে Turn off Autoplay on অপশন থেকে All drives সিলেক্ট করে Apply এবং Ok করুন। ব্যস কাজ শেষ।

Level 0

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। আশা করি অন্যরা বুঝতে পারবেন। ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য যৌথভাবে টিউন করতে থাকুন। কয়েক পর্ব প্রকাশিত হলে সেটি এডমিন অবশ্যই চেইন করে দেবেন আশা করি।

    আপনাকে ধন্যবাদ। এডমিনের পক্ষ থেকে আপনার একান্ত সহযোগিতা কামনা করছি।

আপনার সাথে ১০০% একমত। অভিজ্ঞ টিউনারদের সহযোগিতা কামনা করি।

🙂 ভালই হতো তবে

    @tanweer troy: মন্তব‌্যের জন্য ধন্যবাদ। ডাটা-এন্ট্রি প্রফেশনালদের সহযোগিতা কামনা করছি।

Level 0

আপনার সাথে পুরোপুরি একমত। আমরাও আসতে চাই ফ্রিল্যান্সিং এর বিশাল জগতে।

    @Yusuf: সহমত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবাই চাই ফ্রিল্যান্সিং করতে।

মিয়া ভাই আমার মনের কথাটা কইয়া ফেলছেন । এখন আমি আর কি কমু । অনেক অনেক ধন্যবাদ ।

Vai valo kotha bolechen. Tobe ekta kotha age bole nei tarpore aponar montobbo korbo ” vai asole taka lokshan kew iccha kore dite caina but hoechee ki, amora cacchi bini porisshrome kivabe ( sud khee) earn kora jai” ar ei jonnoi Pala Taka Cor (PTC) ra isthan pee geche…. Jak vai valo laglo ontoto ptc bad die freelanc er kotha bolechen dekhe. vai apni jodi valo comic ( du tin line er moddhe simaboddho) likhte paren tobe amar ekta running project ache…apatoto choto khato earn er bebostha kore dite parbo.

    @md. mainul islam: আপনাকে ধন্যবাদ। সহযোগিতা কামনা করছি।

      @ফারুক: Apni ki data entry kei beshi pradhanno dite can… naki onno kaj holew korben????

        @md. mainul islam: আমি আগেই আমার দূর্বলতার কথা জানিয়েছি। কিন্তু ফ্রিল্যান্সিং এর যেকোন কাজ করার ইচ্ছা আছে যদি আমাকে দিয়ে সম্ভব হয়। আর কাজটা কি বললে ভাল হতো।

Level 2

onek sundor tune, asole amader akta turn dorkar..sammanno bade asi…jani keu charaite asbe na, r help chayotao bokami!..tarporo techtune-ar sathe aci.

mainul via .. apnar kono daranai nai., .001$ ar jonno tin minute pc -ar screen -ar samne bose thkata onek koster, ami mone kori otar chaite freelancing kora onek valo and easy..r khate chai na a kotha vul. problem hosse a somporke limitted practical knowledge.

    Vai@necterash: Vaia apnar ki mone hoi j ami ganja khee likhechi……..amar reply te kothai ache j freelanc chara kotha bolechi…ami borong bolechi j freelanc e amar koekta running project er moddhe eita ekta project colche setar jonno ami comic colection korchi , iccha korle dite paren mane earn korte paren….R ami to vai ei post er birodhita korchina…valo kore poren then reply koren…….

Level 2

amora cacchi bini porisshrome kivabe ( sud khee) earn kora jai”-atar birudhota korci..apnar shycology amara buste parci but tumer newbie-der scycology buse tune korecen- sadubad ta-ka. and dont try to prove that techtunes is a place of immature_ wacth your language please.

    @necterash: amora cacchi bini porisshrome kivabe ( sud khee) earn kora jai” Are vai ei kothata bola hocche jara ptc kore tader uddesshe j bini porisshrome shudhu taka die bose click korbe r tar theke earn mane eitake (sud khawa) bolechi vai………. apnake bolechi valo kore pore montobbo korben……ami nije ekjon freelancer(6ta project sesh ,3 ta running), odesk(1ta sesh, 1 runing) nd elance ( 1 ta running)…. … kotha na barie asen kajer kotha boli….

    @necterash: ভাই, নিজেদের মধ‌্যে বিতর্ক না করি। ধন্যবাদ।

Level 0

nice tune………….

    @omar09243: মন্তব‌্যের জন্য ধন্যবাদ। ডাটা-এন্ট্রি প্রফেশনালদের সহযোগিতা কামনা করছি।

i badly need to do something. i am 24*7 available. i am a quick learner and i think i have some wuality to do my responsiblity.
do you need a Apprentice? i am fully available.thanks. please email me:
[email protected]
thanks

    @damnamsogood: আশা করি ডাটা-এন্ট্রি প্রফেশনালরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ।

Pen drive pc te insert kora porpori just “Shift” key ta chape dolei autorun bondo hoye jabe..r apni apnar pc thaikao autorun feature bondo korte paren..

Start > Click Run > type gpedit.msc > Click OK > User Configuration > Administrative Templates > System.> See on the right page, look for the word Turn off Autoplay, Double click on it. > Click Enable.> Choose All drives in Turn off Autoplay on option > Click OK.

    @damnamsogood: তথ্যটি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অনুমতি দিলে টিউনের নিচে আপনার দেয়া তথ্যটি যোগ করে দিতে পারি।

    @damnamsogood: আপনার এই অংশটুকু টিউনে এড করা হয়েছে।

@ফারুক : please..

performence-ar dik diya autorun eater not that suprior. thanks .

Level 0

100% agreed…….

    @Hasan rafi: অনেকেই কমেন্টের মাধ্যমে সম্মতি প্রদান করেছে যা খুবই আশাব্যঞ্জক। কিন্তু ডাটা-এন্ট্রি প্রফেশনালদের এমন কাউকে এখন পর্যন্ত পাওয়া যায়নি যিনি অত্যন্ত ডাটা-এন্ট্রির একটি বিষয়ে টিউন করার আশ্বাস দিয়েছেন। সত্যিই এটা খুবই নিরাশাব্যঞ্জক।

অনেক অনেক ধন্যবাদ।আপনি আমার মনের কথা গুলো বলছেন।আমি একজনের টিউনে এই প্রশ্নগুলো করেছিলাম কিন্তু কোনো সদউত্তর পায়নি।তাই ভেবেছিলাম কা্লকে একটি টিউন করব কিন্তু কাজটি আপনিই করে দিলেন।

    @মোঃ জুয়েল রানা: আমি যে দু-এক জনের মনের কথা বলতে পেরেছি এজন্য ভাল লাগছে। কিন্তু ডাটা-এন্ট্রি প্রফেশনালদের সহযোগিতার কোন আশ্বাস না পেয়ে আমি খুবই হতাশ। তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে আমি মনে করি লেখা মূল্যহীন।

Level 0

ভাল লেখা হয়েছে। আমিও ডাটা এন্ট্রি বিষয়ে বিশদভাবে জানতে চাই।

    @gazi2010: আমরা সবাই জানতে চাই, শিখতে চাই। কিন্তু শেখানো মত কেউ কি নেই টেকটিউন্‌সে? ধন্যবাদ আপনাকে।

ভালো লাগল ডেকেছেন বলে । আর আমিও এসেছি কারন আমি টেকটিউন্স এ স্বাস্থ্যসম্যত লেখা দিতে চাই – পিটিসি এর মত ভেজাল না । আমার কাছে আয় আয় আয় এসব পোস্ট গুলো একদমই ভালো লাগেনা কিন্তু আমি চাই সেগুলো যদি বাস্তবসম্যত হত । ঐদিন এক ভদ্রলোকের সাথে ফোনে কথা বলে ভালো লাগল, উনি ট্রেডিং পয়েন্ট (ফরেক্স ব্রোকার) এর এন্সপার্ট এডভাইজর । আর একদিন আরেক ভদ্রলোকের সাথে কথা হল উনি নাকি প্রাইম ব্যাঙ্কের ফরেক্স এডভাইজর । যতটুকু কথা বলে বুঝলাম দুজনি ফরেক্স করেন প্রায় ৪ বছর ধরে । একজন bdpips.com এর প্রচিষ্ঠাতা আর উনার শিক্ষা কে বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে আরেকজন বছরে ১ কোটি টাকা গুনে নিচ্ছেন সংগে বাড়ী গাড়ী ত বরাদ্দই । আফসোস করি উনার কাছ থেকে শিক্ষাটা যদি ধার নিতে পারতাম । দেশপ্রেমবোধ থাকলে উনিও হয়তবা এগিয়ে আসবেন একদিন – ইনশাল্লাহ । আমি জানি IT এর প্রত্যেক টি প্লাটফর্মেই বাঙ্গালীরা ভালো অবস্থানে আছে – শুধু সহযোগিতা প্রয়োজন । আমি আছি @ফারুক ভাই, তবে আপনার টিউন যাতে না থামে – তাহলে আমরাই সাহস হারিয়ে ফেলব । 😉

    @নীলদাঁত: আপনি সাড়া দিয়েছেন দেখে খুবই ভালো লাগছে। এবং সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনাদের মধ্যে থেকে যে কেউ অন্তত ডাটা-এন্ট্রি উপর টিউন করা শুরু করুন ইনশা-আল্লাহ হয়ে যাবে।

আমরা অনেকে আছি যারা সারা রাত অনলাইনে বিভিন্ন সাইট এ ঢু মারি কিছু করার আসায় কন্তু সঠিক নির্দেশনার কারনে আমরা কিছুই করতে পারি না, যারা অভিজ্ঞ তারা যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমারা কিছু করতে পারি। ঘুম চোর ভাই আর ফ্রীলান্সিং নিয়ে চেইন টেউন টি কেন বন্ধ হল তাও যানি না, যদি পারেন তাহলে আবার টেউন টি শুরু করবেন……নীলদাত ভাই, swordfish ভাই যদি পারেন তাহলে আমার মত যারা আছেন তাদের সকল কে একটু হেল্প করবেন।

    আমরা অনেকে আছি যারা সারা রাত অনলাইনে বিভিন্ন সাইট এ ঢু মারি কিছু করার আসায় কন্তু সঠিক নির্দেশনার কারনে আমরা কিছুই করতে পারি না, যারা অভিজ্ঞ তারা যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমারা কিছু করতে পারি। ঘুম চোর ভাই আর ফ্রীলান্সিং নিয়ে চেইন টিউন টি কেন বন্ধ হল তাও যানি না, যদি পারেন তাহলে আবার টিউন টি শুরু করবেন……নীলদাত ভাই, swordfish ভাই যদি পারেন তাহলে আমার মত যারা আছেন তাদের সকল কে একটু হেল্প করবেন।

ভাল উদ্দোগ, কিন্তু এটি কি শেষ পর্যন্ত কার্যকর হবে?