প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন প্লিজ। বেশ কিছুদিন যাবৎ টেকটিউন্স এ পিটিসি/হাইপ নিয়ে খুব বেশী বাড়াবাড়ি দেখা যাচ্ছে। যারা প্রকৃত ফ্রিল্যান্সার তারা বার বার টিউন ও কমেন্টস্ এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন পিটিসি কোন ফ্রিল্যান্সিং না। পিটিসি বা হাইপ করে টাকা ও সময় দুটোই নষ্ট হবে বিনিময়ে শূণ্য। আসলে গণিতের ভাষায় ব্যাপারটা শূণ্য বললেও কথাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আসলে ব্যাপারটা আপনাকে মাইনাস অবস্থানে নিয়ে আসবে নিশ্চিত (নিজ অভিজ্ঞতা থেকে বলছি)। ইতিপূবের্ অভিজ্ঞরা যে সকল বিষয়ে টিউন করেছেন তা হল- কিভাবে ওডেস্ক, ফ্রিল্যান্সার, গেট-এ-কোডার, ইল্যান্স, ওইটমার্ট এ কিভাবে ফ্রি একাউন্ট করা যায়, প্রোফাইল কিভাবে তৈরী করা যায়, ওডেস্কের টেস্ট সমূহের উত্তর ও কিভাবে বিড করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য এ ব্যাপার গুলো আসলে কোন ব্যাপারই না। আর আমরা যারা অনভিজ্ঞ তাদের জন্য অবশ্যই টিউন গুলো খুবই উপকারী। সেজন্য টিউনাদের প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার অভিজ্ঞদের কাছে আরও কিছু চাহিদার কথা বলব।
আজকে আমার এই লেখাটি মূলত কোন টিউন না। আমার মত যারা ফ্রিল্যান্সিং এ অনভিজ্ঞ তাদের চাহিদাপত্র বলা যেতে পারে। পিটিসি/হাইপ সাইট নিয়ে অনেকেরই আমার মত তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং ফ্রিল্যান্সারা খুব সুন্দর করে এগুলো বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন। এটা নিঃসন্দেহে আমি ভালো পরামর্শই বলব। কিন্তু এর অন্তরালে বারবার একটি বিষয় থেকে যাচ্ছে, যে বিষয়টিই মূলত আমার লেখার মূল উদ্দেশ্য। যে সকল টিউনারগণ পিটিসি/ হাইপ বাদ দেয়ার পরামর্শ দেন তারা কি একটি বার ভেবেছেন- কারা পিটিসি/ হাইপ করে? নিঃশ্চই ভেবেছেন। পিটিসি/ হাইপ যারা করে তাদের আসলে ইন্টারনেটে আয় করার অনেক ইচ্ছা আছে এবং তারা টাকা খরচ করে অনেকটা সময় ইন্টারনেটে ব্যয় করে। কিন্তু কোন কাজ না জানার কারণে তারা পিটিসি, হাইপ বা ইনভেস্টের মত লোকসানের পথ বেছে নেয়। একবার কি ভেবেছেন, কেউ কি ইচ্ছ করে সময় ও টাকা নষ্ট করে লোকসান দিতে চায়? চাওয়ার কথা না-যদি করে তাহলে না বুঝে করে।
ফ্রিল্যান্সিং সাইটে কিভাবে ফ্রি একাউন্ট করতে হয়, প্রোফাইল কিভাবে তৈরী করতে হয়, ওডেস্কের টেস্ট কিভাবে দিতে হবে ও কিভাবে বিড করতে হয় এ ব্যাপারে টেকটিউন্স এ অনেক টিউন হয়েছে। আমি মনে করি এ ব্যাপারে কারোও আর কোন সমস্যা থাকার কথা না। এখন ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায় তা জানা প্রয়োজন। আমি আগেই আমাদের দূরর্লতার কথা বলেছি। অর্থাৎ যারা ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, এস.ই.ও. ও প্রোগ্রামিং মত কাজ জানিনা এবং পিটিসি/ হাইপ করি তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং এ ডাটা-এন্ট্রি সম্পর্কিত কাজই সবচেয়ে বেশী প্রযোজ্য। কারন ডাটা-এন্ট্রির কাজ গুলো খুবই সহজ। যদিও আমি ডাটা-এন্ট্রি এক্সপার্ট তবুও ডাটা-এন্ট্রি কাজ সম্পর্কে সাধারণ ধারণা রয়েছে। তাই ডাটা এন্ট্রির নিম্ন-লিখিত কাজ গুলো কিভাবে করতে হয় তা আমার মত অনভিজ্ঞদের জানা প্রয়োজন।
যতদূর জানি কাজ গুলো অত্যন্ত সহজ কিন্তু না জানার কারণে আমরা কাজ গুলো সুন্দরভাবে করতে পারছি না বিধায় পিটিসি বা হাইপের দিকে ঝুকে পড়ছি। আমি মনে করি উপরে উল্লেখিত ডাটা-এন্ট্রির বিষয়গুলো উপর বিস্তারিত টিউন করা হলে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে তারাও ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে আয় করতে পারবে। তাই ডাটা-এন্ট্রি প্রফেশনালদের কাছে এ ব্যাপারে বিস্তারিত চেইন টিউন চাই।
একজন টিউনারের পক্ষে হয়ত ডাটা-এন্ট্রির সকল বিষয়ে টিউন করা সম্ভব না। সবগুলো বিষয়ে ভাল ধারনা নাও থাকতে পারে। তাই ডাটা-এন্ট্রি প্রফেশনাল যারা আছেন তারা ইচ্ছা করলে প্রত্যেকে একটি/দুইটি বিষয়ের উপর টিউন করতে পারেন। সবাই চাইলে এভাবে একটি যৌথ চেইন টিউন করা যেতে পারে। আমি সবার পক্ষ থেকে এ রকম একটি যৌথ চেইন টিউনের অনুমোদন দেয়ার জন্য টেকটিউন্স কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমি এ ব্যাপারে সোর্ডফিশ, নীলদাঁত, ঘুম চোর ও খানরুপা২০ কে বিশেষভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
পিটিসি, হাইপ বা ইনভেস্টের মত কাজ করে আমরা আর অর্থ বা সময় কোনটাই ব্যয় করতে চাই না। আমরাও স্বচ্ছ-সুন্দর ফ্রিল্যান্সিং করতে চাই। এজন্য অভিজ্ঞদের এগিয়ে আসার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরাও সুন্দর-সুন্দর কাজ উপহার দিতে পারবো ইনশা-আল্লাহ! আর একটি কথা- সবাই তো আর ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, এস.ই.ও এক্সপার্ট, প্রোগ্রামার হবেনা, কেউ না কেউ তো ডাটা এন্ট্রির কাজও করবে তাইনা। আর কাজকে নিশ্চই ছোট করে দেখা উচিৎ না।
আমার লেখাটি যদি ভাল লেগে থাকে এবং বিষয় গুলো যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই মিলে কমেন্টের মাধ্যমে অনুরোধ জানালে অবশ্যই ডাটা-এন্ট্রি প্রফেশনালরা আমাদের অনুরোধটি রাখবেন ইনশা-আল্লাহ!
কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করার সঙ্গে সঙ্গে সাধারণত পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায়।ফলে ওই পেনড্রাইভে থাকা ভাইরাস সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইচ্ছা করলে ‘অটোরান ইটার’ নামের সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করা যায়। ১.৩৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির একটি আইকন চলে এসেছে। এর পর থেকে কম্পিউটারে ইউএসবি ড্রাইভ সংযুক্ত করলে অটোরান ইটার স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করে দেবে। এ সফটওয়্যারটি যেকোনো ধরনের ইউএসবি ড্রাইভের অটোরান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে এবং অটোরান ভাইরাস দূর করবে। টিউনের এই অংশটুকু damnamsogood এর সৌজন্যেঃ আপনি ইচ্ছা করলে মেনুয়ালীও কাজটা করতে পারেন। পেন ড্রাইভ পিসিতে insert করার পরপরই Shift কি চেপে ধরলেই ইউএসবি ড্রাইভ আর অটোরান করবে না। এছাড়াও আপনি আপনার পিসি থেকেও অটোরান ফিচারটি বন্ধ করতে পারেন। এজন্য Start থেকে Run যান গিয়ে gpedit.msc টাইপ করে ইন্টার চাপুন। User Configuration এর প্লাস চিহ্নে ক্লিক করে Administrative Templates থেকে System এ গিয়ে ডান পাশে দেখুন Turn off Autoplay। এটার উপর ডাবল click করুন। তারপর Enable রেডিও বাটনটি সিলেক্ট করে Turn off Autoplay on অপশন থেকে All drives সিলেক্ট করে Apply এবং Ok করুন। ব্যস কাজ শেষ।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। আশা করি অন্যরা বুঝতে পারবেন। ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য যৌথভাবে টিউন করতে থাকুন। কয়েক পর্ব প্রকাশিত হলে সেটি এডমিন অবশ্যই চেইন করে দেবেন আশা করি।