হাসি না পেলে জরিমানা কইরেন!! ১০০% গ্যারান্টি (নন টেকি টিউন) পর্ব- ২

আসসালামু ওয়ালাইকুম। প্রিয় ভাই ও বোনের সবাই কে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। গত টিউনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিরাক্কেলের সেরা বাংলাদেশী পারফর্মার আবু হেনা রনির সেরা ৫ টি পর্ব শেয়ার করেছিলাম।

হাসি না পেলে জরিমানা কইরেন!! ১০০% গ্যারান্টি(নন টেকি টিউন)পর্ব-১

টিউনটি প্রায় ৩০০০ বারের বেশী দেখা হয়েছে। তাই আবারও আপনাদের জন্য হাজির হলাম নন টেকি টিউন নিয়ে। আজ আপনাদের সাথে ২য় পর্ব শেয়ার করব।

আপনারা অনেকে হয়ত মিরাক্কেলের নাম শুনেছেন কেউবা মিরাক্কেল নিয়মিত দেখেন।  যারা নিয়মিত দেখেন তারা জানেন আবু হেনা রনির সাথে আরও একজন সেরা ভারতীয় পারফর্মার হল উত্তর ২৪ পরগনার অপূর্ব রায়। আজ তার সেরা ৫ টি পর্ব আপনাদের সাথে শেয়ার করব। কথা এখনও একটাই, না হেসে যাবেন কোথায়!! হাঁসি না পেলে বলবেন। ব্যর্থ হলে মেগা বাইট ফেরত।

(আমি আন্তরিক ভাবে দুঃখিত অনেক চেস্টা করেও এখন পর্যন্ত টেকটিউনসে ভিডিও লিঙ্ক করাতে পারলাম না, কেউ দয়া করে আমাকে সাহায্য করবেন)

ক্যামন লাগল জানাবেন। ভিডিও ডাউনলোড থেকে শুরু করে আপলোড করে টিউন লিখতে অনেক কষ্ট হয়। চাওয়া শুধু একটাই কমেন্টস। কোন টিউনারের জন্য অন্তত এতটুকু করতে কার্পণ্য করবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অসংখ্য ধন্যবাদ।আমি গত পরবেই সব গুলো দেখে নিয়েছি youtube থেকে।আবু হেনা রনি বাংলাদেশের গরব।

Level 2

সবগুলাই জোস ভিডিও । কিন্তু অনেক বড় সাইজ । আর একটা সমস্যা, আমি IDM দিয়ে ডাউনলোড করি । অন্য জায়গা, মনে করেন, দরিদ্র থেকে মুভি বা গান নামাই । রিফ্রেশ করলে আবার সর্বশেষ জায়গা থেকে শুরু হয় । কিন্তু Youtube থেকে পরে আর নামানোই যায়না !!! এর কোন সমাধান ?
আর হ্যাঁ, আপনার আগের পার্ট এর ভিডিও-গুলাও খুব ভালো লাগসে । ধন্যবাদ ইয়াছিন ভাই

    @rock: @Rohan: আগের টিউনে কমেন্ট করে জানালে এই টিউনে আপনাদের মত করেই পাবলিশ করতাম। আপনাদের জন্যই তো এই টিউন। কমেন্টের জন্য ধন্যবাদ।

thanks

ভাই সাইজ খুব বেশী। আপনি এগুলো mkv তে কন্ভার্ট করে মিডিয়া ফায়ারে আপলোড করলে ভাল হয়। মাত্র ৮ মিনিটের জন্য 40+ মেবা বেশী আসলে। দুই ঘন্টার একটা মুভি মোটামুটি কোয়ালিটির সাইজ 150+/- সেখানে এসব ভিডিওর সাইজ আমাদের জন্য বেশী হয়ে যায়। তাই ভিডিও গুলো মোটামুটি কোয়ালিটিতে আপলোড করে দিলে আমার মনে হয় ভাল হয়।

সোহাগ ভাইয়ের সাথে একমত আমিও হাসির কাঙ্গাল। কিন্তু বুঝেনই তো এত সাইজ নামানো একটু কঠিন হয়ে যায়না?

asol e hasir. kintu bhai ami kivane agilo download korte chai.parci na..please aktu bolen…….

    @habibdotcom: কি সমস্যা আমাকে মেইল করেন। [email protected]. যদি মজিলা ব্যবহার করেন তবে মজিলার ওয়েবসাইট থেকে youtube video downloader নামে একটা add ones install করে নিলেই হবে।

hmm ami tv te dhekhe

দাদা এগুলার HD লিঙ্ক কই পাব কিছু বলতে পারেন।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।