সেরা ৫ টি ইংরেজি গ্রামার ও স্পেল চেকার টুল!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ইংরেজি গ্রামার নিয়ে আমাদের সকলেরই কমবেশি দুর্বলতা রয়েছে। কেননা আমাদের মাতৃভাষা ইংরেজি নয়। তাই সর্বোচ্চ দক্ষতার সাথেই আমরা ইংরেজিতে কিছু লিখলেও সন্দেহ থাকে যে কোথাও কোনো গ্রামার ভুল হলো কিনা। কোথায় কোন Varb বসবে, কোথায় কোন Preposition বসবে তা নিয়ে যেন চিন্তার শেষ নেই। তাই লেখা শেষ করে যে কোনো একটি গ্রামার চেকার টুল ব্যবহার করে লেখাটি চেক করে নেয়া উচিত৷ ফলে আপনার লেখার Grammatical ভুলগুলো সহজেই শনাক্ত করতে পারবেন এবং শুধরে নিতে পারবেন।

চিন্তা করছেন গ্রামার চেকার টুল আবার কী? গ্রামার চেকার টুল হলো এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে লেখার মধ্যে কোনো ব্যকরণগত ভুল থাকলে তা শনাক্ত করা হয় এবং তা সংশোধন করা হয়। যে টুল এর মাধ্যমে ইংরেজি লেখার গ্রামার চেক করা হয় তাকে ইংরেজি গ্রামার চেকার টুল বলা হয়। সাধারণত বেশিরভাগ ইংরেজি গ্রামার টুল এর সাহায্যে বানান সংশোধন করা যায় এবং যতিচিহ্নের ভুল সংশোধন করা যায়। তাই আমাদের প্রত্যেকেরই ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি গ্রামার চেকার টুল ব্যবহারের অভ্যাস করা উচিত।

আজকে আপনাদেরকে সেরা ৫ টি ইংরেজি গ্রামার চেকার টুল এর সাথে পরিচয় করিয়ে দেব৷ প্রতিটি টুল এর সুবিধা, অসুবিধা ও সকল ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো। তাই ইংরেজি গ্রামার চেকার টুল সম্পর্কে জানতে পুরো টিউনটি পড়ার অনুরোধ রইলো।

১. QuillBot

জনপ্রিয় ইংরেজি গ্রামার ও স্পেল চেকার QuillBot

ইংরেজি গ্রামার ও স্পেল চেকিং এর জন্য QuillBot একটি আদর্শ ও সময়োপযোগী টুল। এর সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডে লেখার মধ্যে Grammatical ভুল ধরে ফেলা যায়। এবং অটোমেটিক ভাবেই আবার ভুলগুলো সংশোধন করা যায়। পাশাপাশি কোনো Spell Mistake আছে কিনা, Punctuation ভুল আছে কিনা বা বাক্যের গঠনগত কোনো ভুল আছে কিনা তা খুব দ্রুত সনাক্ত করতে পারে QuillBot। আর এই কাজগুলো করা যায় একদম বিনামূল্যে।

সবথেকে যে বিষয়টি আপনার কাছে ভালো লাগবে তা হলো, QuillBot এ কোনো ধরনের রেজিষ্ট্রেশন না করে কিংবা অ্যাকাউন্ট না তৈরি করেই এই টুল টি আপনি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। শুধু তাদের ওয়েবসাইটে প্রবেশ করেই Directly সব কাজ করতে পারবেন। QuillBot এর সাহায্যে গ্রামার ও স্পেল চেকিং করার জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে Grammar Check অপশনে আপনার লেখাটি পেস্ট করতে হবে৷ চাইলে সরাসরি টাইপ করেও নিতে পারবেন।

QuillBot সাথে সাথে লাল দাগ দিয়ে মার্ক করে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে। সেইসাথে এটাও দেখতে পারবেন যে লেখার মধ্যে টোটাল ভুলের সংখ্যা করতো। এরপরে Fix All Errors অপশনে ক্লিক করলে অটোমেটিক ভাবে সাথে সাথেই আপনার লেখার সব ভুল সংশোধন হয়ে যাবে। অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডে ভুলে ভরা একটি লেখাকে শতভাগ নির্ভুল করে নিতে পারবেন।

গ্রামার চেকার টুল ছাড়াও QuillBot এর আছে Plagiarism Checker, Summarizer, Translator, AI Detector সহ আরও গুরুত্বপূর্ণ অনেক টুল। সুতরাং যারা নিয়মিত ইংরেজিতে লেখালেখি করেন তাদের জন্য QuillBot অত্যন্ত উপযোগী একটি প্ল্যাটফর্ম। লেখালেখি সম্পর্কিত সকল সাপোর্ট পাবেন একই প্ল্যাটফর্ম থেকে। তাই এবার একটু QuillBot এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসুন আর এক্সপ্লোর করুন QuillBot এর চমৎকার সব ফিচার।

QuillBot

অফিসিয়াল ওয়েবসাইট @ QuillBot

২. Grammarly

জনপ্রিয় ইংরেজি গ্রামার ও স্পেল চেকার টুল Grammarly

লেখালেখির জগতে আর-ও একটি ভরসার নাম Grammarly। আপনার লেখাকে শতভাগ নির্ভুল করে দেয়ার দায়িত্ব দিতে পারেন Grammarly এর কাছে। তবে প্রথমেই এই প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনাকে৷ এটা আপনি আপনার গুগল অ্যাকাউন্ট এর মাধ্যমে করতে পারবেন৷ লেখার Grammatical ভুল, Punctuation ভুল, Spelling Mistake শনাক্ত করতে পারবেন Grammarly এর Grammar Check টুল এর সাহায্যে। তাছাড়া একই প্ল্যাটফর্মে আরও আছে AI Detector, Plagiarism Checker সহ গুরুত্বপূর্ণ অনেক টুল।

গ্রামার চেক করার জন্য Grammarly এর Grammar Check নামক ওয়েব পেইজে চলে যাবেন। এরপর আপনার লেখা পেস্ট করলে কিংবা টাইপ করলে তা চেক করার জন্য লোডিং হতে থাকবে৷ কয়েক সেকেন্ড লোডিং হয়ে সব ভুল গুলো লাল দাগ দিয়ে মার্ক করা হবে। এই ভুলের ওপরে ক্লিক করে I Agree অপশনে ক্লিক করলেই ভুল সংশোধন হয়ে যাবে। এরপর নিচের দিকে লেখা Copy অপশনে ক্লিক করে সংশোধিত লেখা ক্লিপবোর্ডে কপি করে নিতে পারবেন।

তাছাড়া Grammarly এর আছে বেশ কয়েকটি ফ্রি শিক্ষামূলক কোর্স। Basic Grammar, Writing Practice সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কোর্সগুলো থাকছে একেবারে বিনামূল্যে। কোর্সগুলো মূলত টেক্সট কনটেন্ট আকারে Grammarly এর ওয়েবসাইটে উন্মুক্ত করা আছে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় কনটেন্ট টি পড়ে নিতে পারবেন৷

Grammarly এর গ্রামার চেকার টুল টি সকলের জন্য পুরোপুরি উন্মুক্ত। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ টুল টি ব্যবহার করার জন্য আপনাকে কোনো Paid Subscription নিতে হবে না। আর Grammarly আপনার তথ্যের শতভাগ Privacy নিশ্চিত করে। তথ্য লিক হওয়ার বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই নিশ্চিতে এই ফ্রি টুল ব্যবহার করে নিজের লেখা সংশোধন করতে পারবেন।

Grammarly

অফিসিয়াল ওয়েবসাইট @ Grammarly

৩. LanguageTool

জনপ্রিয় ইংরেজি গ্রামার ও স্পেল চেকার টুল LanguageTool

LanguageTool হলো একটি এআই বেইজড গ্রামার ও স্পেল চেকার। এর ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ও চমৎকার সব ফিচার এর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে বেশ জনপ্রিয়তা রয়েছে। ইংরেজি সহ আরও ৩০ টি ভাষার জন্য এই টুল ব্যবহার করা যাবে। চাইলে আপনি LanguageTool কে আপনার গুগল ডকস ফাইল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ব্যবহার করতে পারবেন৷ চমৎকার ইউজার ফ্রেন্ডলি এই টুল ব্যবহার করে আপনি গ্রামার ও স্পেল চেকিং এর পাশাপাশি Paraphrasing করতে পারবেন।

LanguageTool ব্যবহার করার জন্য তাদের প্ল্যাটফর্মে আপনার কোনো প্রকার রেজিস্ট্রেশন করতে হবে না কিংবা কোনো Paid Subscription নিতে হবে না। সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করেই টুল টি ব্যবহার করতে পারবেন। সাইটে প্রবেশ করলেই একটি টাইপিং বক্স পেয়ে যাবেন। সেখানে টাইপ করলে কিংবা লেখা পেস্ট করলে সাথে সাথে ভুলগুলো শনাক্ত হতে থাকে। ভুল লেখার নিচে হলুদ দাগ দিয়ে মার্ক হয়ে যায় আর মোট কতগুলো ভুল হলো তার সংখ্যা নিচে উল্লেখ করা হয়।

সবথেকে মজার বিষয় হলো প্রতিটি ভুলের কারণ ও তার সঠিক উত্তর টাইপ বক্স এর নিচে উল্লেখ করা হয়৷ ফলে আপনি কেন ভুল করলেন এবং সঠিক উত্তর বা শব্দ কী হবে তা শিখতে পারলেন৷ এভাবে লেখা সংশোধন করার পাশাপাশি ভুলের কারণ জানতে পারলে, ধীরে ধীরে আপনার লেখায় ভুল কমতে থাকবে৷ একজন রাইটার এর জন্য এই সিস্টেম টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি Paraphrasing এর মাধ্যমে নতুন নতুন শব্দ ও বাক্য নিজের লেখার অন্তর্ভুক্ত করতে পারবেন, ফলে লেখায় চলে আসবে বৈচিত্র্য।

আর একই সাথে ওয়ার্ড কাউন্ট এর কাজটাও একই প্ল্যাটফর্ম থেকে করে নিতে পারবেন। কেননা টাইপ বক্সে আপনি কতোটুকু লেখা টাইপ করলেন বা পেস্ট করলেন তা সাথে সাথে কাউন্ট হয়ে নিচে Show করে। কতটি ওয়ার্ড হলো, কতটি ক্যারেক্টার হলো তার সবকিছু উল্লেখ করা হয়। ফলে আলাদা করে ওয়ার্ড কাউন্টার ব্যবহার করার আর প্রয়োজন পড়বে না।

এতো এতো ব্যবহার উপযোগী ফিচার সমৃদ্ধ প্ল্যাটফর্ম থেকে একবার ঘুরে আসতে চাইলে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আসুন।

LanguageTool

অফিসিয়াল ওয়েবসাইট @ LanguageTool

৪. ProWritingAid

জনপ্রিয় ইংরেজি গ্রামার ও স্পেল চেকার টুল ProWritingAid

যারা প্রফেশনাল রাইটার আছেন তাদের জন্য ProWritingAid হতে পারে একটি গুরুত্বপূর্ণ টুল। আপনার লেখাকে কীভাবে আরও পাঠকপ্রিয় করে তোলা যায়, সাবলীল ও সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে শতভাগ সাহায্য করবে ProWritingAid। এআই পাওয়ার্ড এই গ্রামার ও স্পেল চেকার টুল ব্যবহার করে বিশ্বের জনপ্রিয় অনেক পাবলিশড বই এডিট করা হয়েছে। তাইতো বর্তমানে মিলিয়ন এর অধিক ব্যবহারকারী নিয়মিত এই প্ল্যাটফর্মে আসছে।

২০১৩ সালে ProWritingAid এর প্রতিষ্ঠাতা Chris Banks কিছুটা বাধ্য হয়েই এই প্ল্যাটফর্মটি তৈরি করেছিলেন। তখন একটি ভ্রমণ বিষয়ক উপন্যাস লিখতে নিয়ে তিনি নানান সমস্যায় পড়েন আর ভাবতে থাকেন কেউ যদি তাকে একটু সাহায্য করতো তবে তার লেখালেখির জার্নিটা আরও সহজ হতো। তো তখন নিজের প্রয়োজনের তাগিদেই Chris Banks গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্ম তৈরি করেন। উল্লেখ্য যে তিনি নিজেও একজন প্রফেশনাল রাইটার ছিলেন। আর তার মতো এখন অসংখ্য প্রফেশনাল রাইটার তার প্রয়োজনের তাগিদে বানানো টুল ব্যবহার করে উপকৃত হচ্ছে।

ProWritingAid ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে ফ্রি তে সাইন আপ করতে হবে। এক্ষেত্রে সাইন আপ করার সাথে সাথে আপনি কোন লেভেলের রাইটার সে বিষয়ে তথ্য দিতে হবে। অর্থাৎ আপনার কোনো লেখা প্রকাশ হয়েছে কিনা, আপনি কোন ক্যাটাগরিতে লিখছেন, আপনার প্রফেশন ইত্যাদি অপশন থেকে আপনি আপনার অবস্থান অনুযায়ী অপশনটি বাছাই করবেন৷ তারপর হোম পেইজে প্রবেশ করে আপনার লেখা সাবমিট করতে হবে চেক করার জন্য। এক্ষেত্রে আপনি যে ফাইলে লিখছেন সরাসরি ঐ ফাইল আপলোড করতে হবে৷ আপলোড করার সাথে সাথে ফলাফল চলে আসবে৷

ফলাফল বলতে, আপনার লেখায় কত পারসেন্ট বানান ভুল আছে, কত পারসেন্ট Grammatical ভুল আছে, বাক্যের গঠন ও লেখার ধরন কতোটুকু ঠিকঠাক আছে তার সবকিছু আপনার সামনে Show করবে। প্রতিটি ভুল লেখার ওপরে ক্লিক করলেই ভুলের কারণ ও এর সঠিক উত্তরটা দেখতে পাবেন। এরপর নিজেকেই আবার টাইপ করে ঐ লেখাটি সংশোধন করতে হবে। এই টুল এর মূল বেনিফিট হলো, আপনার লেখা সম্পর্কে অনেক সাজেশন পাবেন। কীভাবে লেখাকে আরও আকর্ষণীয় করবেন, লেখার কোন অংশটি গ্রহনযোগ্য নয়, কোন বাক্যের পাঠ যোগ্যতা কম ইত্যাদি বিষয়ে শতভাগ সাপোর্ট করা হয়।

তবে এই প্ল্যাটফর্মে আপনার লেখা শতভাগ সেইভ ও সিকিউরড থাকবে। লেখার মালিকানা আপনারই থাকবে এবং তথ্য লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ProWritingAid এর মাধ্যমে নিজের লেখার স্টাইলে পরিবর্তন আনতে চাইলে এখনই ভিজিট করুন ProWritingAid অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিজিট করুন তাদের মোবাইল অ্যাপ।

ProWritingAid

অফিসিয়াল ওয়েবসাইট @ ProWritingAid

৫. GrammarCheck

জনপ্রিয় ইংরেজি গ্রামার ও স্পেল চেকার GrammarCheck

ইন্টারনেটে সর্বপ্রথম Launch হওয়া অনলাইন গ্রামার চেকার টুল হলো GrammarCheck। এটি ১৯৯০ সালে যাত্রা শুরু করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। মূলত সহজ ব্যবহার ও দ্রুতগতির কার্যক্ষমতা সম্পন্ন টুল হওয়ায় এর জনপ্রিয়তার কোনো কমতি নেই। নেই কোনো অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করার ঝামেলা। সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করেই মাত্র কয়েক সেকেন্ডে আপনার লেখার সকল Grammatical ভুল, বানান ভুল, বিরামচিহ্নের ভুল সংশোধন করতে পারবেন৷

ওয়েবসাইটে প্রবেশ করলেই যে এডিটর পাবেন সেখানে সরাসরি লেখা টাইপ করে বা পেস্ট করে ইনপুট করতে হবে৷ এরপর Check অপশনে ক্লিক করলে লেখায় থাকা ভুলগুলোর নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তবে মোট কয়টা ভুল হলো তা কাউন্ট করার অপশন নেই। ভুল লেখার ওপরে ক্লিক করলে সাথে সাথে সঠিক লেখাটি স্ক্রিনের ওপরে ভেসে উঠবে। ঐ সঠিক লেখার ওপরে ক্লিক লেখাটি মূল লেখায় প্রতিস্থাপন হয়ে যাবে। এভাবে সহজেই আপনি আপনার ইংরেজি লেখার গ্রামার ও স্পেল চেক করতে পারবেন।

এডিটরে লেখা টাইপ বা পেস্ট করার সাথে সাথে ওয়ার্ড কাউন্ট হতে থাকে। তাই ওয়ার্ড কাউন্টার এর কাজও একসাথে এই টুল ব্যবহার করেই সারতে পারবেন।

GrammarCheck

অফিশিয়াল ওয়েবসাইট @ GrammarCheck

শেষকথা

ইংরেজি গ্রামার ও স্পেল চেকার কমবেশি সকলেরই প্রয়োজন। কিন্তু অনেকেই এই গ্রামার চেকার সম্পর্কে অবগত না থাকায় নানান ঝামেলা পোহায়। তো আজকের টিউনটি যারা শেষ পর্যন্ত পড়লেন তাদের তো আর লেখার মধ্যে গ্রামার বা স্পেলিং ভুল হওয়ার ভয় নেই। কেননা মুহূর্তেই এই টুল গুলো ব্যবহার করে গ্রামার ও স্পেল চেক করতে পারবেন৷ প্রতিটি টুল-ই বেশ ব্যবহার উপযোগী ও জনপ্রিয়, তাই নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টুল ব্যবহার করে কাজ করতে পারবেন।

আশাকরি টিউনটি ভালো লোগেছে৷ টেকটিউনস এর ট্রাস্টেড টিউনার হিসেবে বরাবরের মতোই আমি শারমিন ছিলাম আপনাদের সাথে। এমন নতুন নতুন টেকনিক্যাল টিউন পেতে চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস