৩ টি জনপ্রিয় বাংলা স্পেল চেকার টুল

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

স্পেল চেকার সম্পর্কে হয়তো অনেকেই অনেক ঘাঁটাঘাঁটি করেছেন৷ কিন্তু একটি আশানুরূপ বাংলা স্পেল চেকার টুল খুঁজে বের করতে পারেননি। তাদের জন্য আজকের টিউনে জনপ্রিয় ৩ টি বাংলা স্পেল চেকার টুল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো। এই সঠিক বানান সংশোধক টুল গুলো ব্যবহার করে আপনি আপনার বাংলা লেখাকে শতভাগ নির্ভুল করতে পারবেন।

বাংলা আমাদের মাতৃভাষা, তাইতো প্রতিদিনই কমবেশি আমাদের বাংলায় কিছু না কিছু লিখতে হয়। স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট তৈরি, বিভিন্ন ডকুমেন্টস তৈরি, দলিল দস্তাবেজ লেখা, ব্লগ সাইটের জন্য আর্টিকেল লেখা সহ বিভিন্ন কাজে আমাদের বাংলায় লিখতে হয়। তবে আমরা যতোই নিয়মিত লেখালেখি করিনা কেন, বাংলা ভাষার সব শব্দের শতভাগ নির্ভুল বানান আমরা জানি না। জানলেও অনেক সময় নিজের অজান্তেই টাইপিং মিস্টেক হয়ে যায়। ভুলে ভরা একটা লেখাকে আপনি খুব কম সময়ে বাংলা স্পেল চেকার এর সাহায্যে সংশোধন করতে পারবেন৷

কোনো শব্দের সঠিক বানান মনে করতে না পারলে সরাসরি স্পেল চেকার দিয়ে সেটি সংশোধন করে নিতে পারবেন৷ বাঙালি হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে বাংলা স্পেল চেকার এর বেশ প্রয়োজনীয়তা রয়েছে। শুধু নিজের মোবাইলটা হাতে নিয়ে ইন্টারনেট সংযোগ করে যে কোনো একটি স্পেল চেকার টুল ওপেন করলেই হবে৷ এরপর বানান সংশোধন নিয়ে চিন্তিত থাকতে হবে না। তাহলে চলুন জনপ্রিয় ৩ টি বাংলা স্পেল চেকার সম্পর্কে জেনে নেয়া যাক।

১. বাংলা বানান সংশোধক: সঠিক

জনপ্রিয় বাংলা স্পেল চেকার টুল বাংলা বানান সংশোধক: সঠিক

বাংলা স্পেল চেকার টুল এর মধ্যে বর্তমানে সবথেকে জনপ্রিয় হচ্ছে ‘সঠিক’ বানান সংশোধক। লোকমুখে এই স্পেল চেকার টুল টি ‘সঠিক’ নামেই বহুল পরিচিত। এটি একটি এআই সাপোর্টিভ টুল যার সাহায্যে আপনি মুহূর্তেই আপনার লেখার ভুল সংশোধন করতে পারবেন। বানান সংশোধনের এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে।

‘সঠিক’ এর ওয়েবসাইট ডিজাইন এতোটাই ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে যে আপনি যে কোনো সাধারণ মানের মোবাইল দিয়েও এটি ব্যবহার করতে পারবেন। তাইতো শিক্ষার্থী থেকে কর্মজীবী সকলের কাছেই সমানভাবে সমাদৃত ‘সঠিক’ বানান সংশোধক টুল। এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতেই আপনি একটি টাইপ বক্স পাবেন। সেখানে আপনার লেখা কপি-পেস্ট করে অথবা সরাসরি টাইপ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই লেখার মধ্যে থাকা ভুলগুলো সিলেক্ট হয়ে যাবে৷ ভুল শব্দ গুলোর নিচে লাল রং দিয়ে মার্ক করা থাকে ফলে সহজেই ভুলগুলো চোখে পড়ে।

পুরো লেখার মধ্যে মোট কতটি ভুল হয়েছে তার সংখ্যা আপনি দেখতে পারবেন। মার্ক করা ভুল লেখা গুলোর ওপরে ক্লিক করলে এর সঠিক বানান ডিসপ্লেতে ভেসে উঠবে। এরপর ঐ সঠিক লেখাটির ওপরে ক্লিক করলে আপনার ভুল লেখাটির পরিবর্তন হয়ে সঠিক হয়ে যাবে। এভাবে আপনি সবগুলো ভুল সংশোধন করে একটি নির্ভুল কনটেন্ট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে সেখান থেকে পুরো লেখাটি কপি করে আপনার প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।

‘সঠিক’ বানান সংশোধক আপনার লেখার বানান ভুল, স্পেস মিসটেক, টাইপিং মিসটেক সহ যাবতীয় সকল ভুলগুলো ডিটেক্ট করতে পারে এবং তা সংশোধন করতে পারে। তাহলে আর নয় ভুলের জগতে বসবাস, এখন থেকে লেখা চেক করে নিন ‘সঠিক’ বানান সংশোধক এর সাহায্যে।

বাংলা বানান সংশোধক: সঠিক

অফিসিয়াল ওয়েবসাইট @ বাংলা বানান সংশোধক: সঠিক

২. বাংলা প্লাস

জনপ্রিয় বাংলা স্পেল চেকার টুল বাংলা প্লাস

বাংলা বানান সঠিক ভাবে শেখার জন্য ও নির্ভুল ভাবে একটি লেখা সম্পন্ন করার জন্য সহায়ক একটি অনলাইন প্ল্যাটফর্ম বাংলা প্লাস। এই টুল ব্যবহার করে আপনি লেখার যে কোনো ভুল বানান চিহ্নিত করতে পারবেন এবং তা সংশোধন করতে পারবেন৷ এই বানান সংশোধক টুলটি আশফাকুর রহমান পল্লব ২০১৮ সালের আগস্ট মাসে চালু করেন। বাংলা প্লাস এর শব্দভান্ডারে বর্তমানে ১, ১৫, ০০০ এরও বেশি শব্দ ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে৷ আর প্রতিজন ব্যবহারকারীর মাধ্যমে এই শব্দভান্ডার দিন দিন সমৃদ্ধ হচ্ছে।

বাংলা প্লাস টুল ব্যবহার করে আপনার বাংলা লেখার বানান সংশোধন করার জন্য এর ওয়েবসাইটের টেক্সট বক্সে আপনার লেখা পেস্ট করে দিতে হবে। চাইলে টাইপ করেও ইনপুট করতে পারবেন। এরপর চেক করার জন্য ক্লিক করলে আপনার ভুল বানান গুলোর নিচে লাল দাগ চলে আসবে। প্রতিটি ভুল লেখা সংশোধন করতে চাইলে ‘পরিবর্তন করুন’ অপশনে ক্লিক করে তা সংশোধন করতে পারবেন। আপনি যাদি চান একই ভুল বার বার সংশোধন না করে একেবারে সংশোধন করবেন তাহলে ‘পরিবর্তন করুন (সব)’ লেখা অপশনে ক্লিক করলেই হবে।

আপনার যদি মনে হয় আপনার বানান সঠিক হওয়ার পরেও বাংলা প্লাস আপনার লেখা বানানকে ভুল সিলেক্ট করেছে তাহলে ‘অভিধানে যোগ করুন’ নামক অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে সঠিক শব্দটি অভিধানে যুক্ত হয়ে যাবে। ফলে পরবর্তীতে ঐ শব্দটি আর ভুল বলে প্রদর্শিত হবে না।

আপনি যদি চান আপনার ওয়েবসাইটে বাংলা স্পেল চেকার সংযুক্ত করবেন, তবে সেই সুযোগ দিচ্ছে বাংলা প্লাস। কীভাবে আপনার সইটে বাংলা প্লাস টুলকে সংযুক্ত করবেন তার সকল প্রসেস বিস্তারিত দেয়া আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আপনি পুরো প্রসেস পড়ে, লিংক কপি করে তা আপনার সাইটে সংযুক্ত করতে পারবেন৷ তাহলে বুঝতেই পারছেন, নানান ফিচারে ঠাসা একটি বানান সংশোধক টুল হলো এই বাংলা প্লাস। তাই চমৎকার এই প্ল্যাটফর্মটি এক্সপ্লোর করতে এখনই চলে যান বাংলা প্লাস এর অফিসিয়াল ওয়েবসাইটে।

বাংলা প্লাস

অফিসিয়াল ওয়েবসাইট @ বাংলা প্লাস

৩. বাংলা বানান পরীক্ষক

জনপ্রিয় বাংলা স্পেল চেকার বাংলা বানান পরীক্ষক

বাংলা স্পেল চেকার হিসেবে ‘বাংলা বানান পরীক্ষক’ টুল আপনাকে দেবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার। তবে আপনি এখানে প্রতিবার সর্বোচ্চ একটি বানান চেক করতে পারবেন। অর্থাৎ একবারে পুরো একটি লেখা কপি-পেস্ট করে আপনি চেক করতে পারবেন না। আপনি টাইপ বক্সে একটি বানান লিখে পরীক্ষা করার জন্য ইনপুট করতে পারবেন। তখন বানান পরীক্ষক টুল আপনার শব্দটি সঠিক কিনা যাচাই করে আউটপুট করবে।

যদি বানান সঠিক হয় তবে নিচে লেখা প্রদর্শন করা হবে যে আপনার বানানটি সঠিক। আর যদি ভুল হয় তাহলে সম্ভাব্য বেশ কয়েকটি সঠিক শব্দের তালিকা প্রদর্শন করা হবে। সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত শব্দটি বাছাই করে নিতে পারবেন। এই সাইটে শব্দ ইনপুট করার জন্য থাকবে Baishakhi Keyboard নামে একটা অতিরিক্ত কিবোর্ড। ফলে আপনি চাইলে মোবাইল কিবোর্ড ব্যবহার না করে উক্ত কিবোর্ড এর মাধ্যমে টাইপ করতে পারবেন।

আপনি যদি একজন সাহিত্যপ্রেমী হয়ে থাকেন তবে আপনার জন্য সুখবর। কেননা বাংলা বানান পরীক্ষক প্ল্যাটফর্মে বানান সংশোধক টুল এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন বাংলা সাহিত্যের বিখ্যাত অনেক বই। চাইলে এই বইগুলো একদম বিনামূল্যে অনলাইনে পড়তে পারবেন। আছে রবীন্দ্র রচনাবলী, বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী ও গুপীগাইন-বাঘাবাইন। বানান সংশোধক টুল এর সাথে বিখ্যাত এই লেখকদের প্রতিটি বই ফ্রি তে পাওয়াটা আসলেই আনন্দের বিষয়।

তবে আর দেরি কেন? বানান সংশোধক টুল ব্যবহার করার জন্য হোক আর ফ্রি তে সাহিত্য পড়ার জন্য হোক, একবার তো ‘বাংলা বানান পরীক্ষক’ সাইট থেকে ঘুরে আসাই উচিত।

বাংলা বানান পরীক্ষক

অফিসিয়াল ওয়েবসাইট @ বাংলা বানান পরীক্ষক

শেষকথা

আসলে উপর্যুক্ত ৩ টি বাংলা স্পেল চেকার টুল এর মধ্যে কোনোটাই অকেজো নয় এবং কম ব্যবহারযোগ্য নয়। একেকটি টুল একেক ফিচার এর জন্য জনপ্রিয়তা পেয়েছে। তাই নিজের ইচ্ছামতো আপনি যে কোনো একটি টুল ব্যবহার করে বাংলা বানান সংশোধন করে নিতে পারবেন।

আশাকরি টিউনটি সকল শ্রেণির মানুষের জন্যই উপকারী ছিলো। কেননা বাঙালি হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে সঠিক বাংলা বানান ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাই টিউনটি ভালো লাগলে প্লিজ একটি জোসস করে দিবেন। আর নতুন নতুন টেকনিক্যাল টিউন পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস