Canva কী? কেনো Canva এতো বেশি জনপ্রিয়?

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সময় যত এগিয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে আয় করতে পারাটাও বর্তমানে স্বপ্ন থেকে বাস্তবতায় পরিণত হচ্ছে। স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে বর্তমানে জনপ্রিয় ক্যানভা। বর্তমানে অনলাইনে যারা নিয়মিত আর্নিং বিষয়ক কাজগুলো করে থাকেন তাদের বেশিরভাগ লোকে canva সাথে বেশ ভালোভাবেই পরিচিত। বর্তমানে অনলাইনে canva দ্বারা করতে পারবেন না এমন কাজ খুব কমই আছে। ফটো এডিট থেকে শুরু করে ভিডিও এডিট প্রায় সকল কাজ Canva দ্বারা করা সম্ভব। Canva দিয়ে নিমিষেই চোখ ধাঁধানো এডিটিং কাজগুলো করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ক্যানভা দিয়ে কতটা সহজে আর কতটা সুন্দর কাজ করা সম্ভব? তো চলুন এই বিষয়গুলো একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক।

বর্তমান সময়ে ইউটিউব দেখে না অথবা ইউটিউব চেনে না এমন মানুষ হয়ত খুব কমই আছে। কারণ বর্তমানে খুব কম সংখ্যক মানুষ টিভি দেখে তারা টিভিতে যা পেতো তার থেকে বেশির জিনিস গান, মুভি, নাটক, সহ সবই এখন ইউটিউবেই পাওয়া যায়। তাই বেশিরভাগ মানুষ youtube এর দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে। এবার আপনারা হয়ত অনেকে অনেক সময় ইউটিউব স্কল করতে দেখবেন ভিডিওগুলোর উপরে অনেক সুন্দর সুন্দর ছবি একে দেওয়া। ভিডিওতে সেই সুন্দর ছবিগুলো দেখে আমরা ভিডিওগুলো প্লে করি। সুন্দর এই ছবিগুলোকে বলা হয় থাম্বনেইল। এবার আপনি জানলে অবাক হবেন যে, সুন্দর সুন্দর এই ছবিগুলো যেগুলো আমরা ইউটিউব থাম্বনেইল বলে চিনলাম সেগুলো বেশিরভাগ ছবিই canva দিয়ে বানানো হয়েছে। আশাকরি এবার আপনি ধারণা পেলেন যে, ক্যানভা দিয়ে কত সুন্দর সুন্দর ছবি বানানো সম্ভব। আজকে আমরা ক্যানভা নিয়ে আরো বিস্তারিত জানব। তোর শুরুতেই ক্যানভা কি দিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যায়।

Canva কী?

ক্যানভা একটি ডিজিটাল ডিজাইনিং অ্যাপ অথবা ওয়েবসাইট। Canva দাঁড়া আপনি খুব সহজেই আপনার ইচ্ছামতো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। Canva সর্বপ্রথম শুধুমাত্র একটি ওয়েবসাইট হিসেবে প্রকাশিত হলেও এর জনপ্রিয়তার কারণে পরে তারা Canva অফিসিয়াল ভাবে অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করে। যার দ্বারা আরো বেশি সহজে আগের থেকে অনেক বেশি দ্রুত ডিজাইন এর কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয়। Canva দ্বারা আপনি প্রায় সকল প্রকারের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন। প্রথম অবস্থায় Canva অনেক ছোট পরিসরে থাকলেও বর্তমানে এর ইউজারদের চাহিদার কারণে এক বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে আপনি এই Canva দ্বারা সকল প্রকার ডিজাইনের কাজগুলো করতে পারবেন। এটি দ্বারা লোগো ডিজাইন এর কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। বর্তমান সময়ে Canva একটি জনপ্রিয় এবং সেই সাথে আলোচিত ডিজাইনিং অ্যাপ অথবা ওয়েবসাইট।

ক্যানভা দিয়ে কী কী কাজ করা যায়?

টিউনের শুরুতেই বলেছি Canva দিয়ে প্রায় সকল প্রকার ডিজাইনার কাজগুলোই করতে পারবেন। তবে আজকে যারা Canva নিয়ে সার্চ করছেন তাদের এই Canva নিয়ে একটু বিস্তারিত আলোচনা না করলেই নয়। অনেকের মনে হয়ত একটু আলাদা করেই প্রশ্ন চলে এসেছে অথবা অনেকেই হয়ত ভাবছেন Canva দিয়ে করা কাজগুলো যদি একটু সরাসরি বলতাম তাহলে মনে হয় ভালো হতো। এছাড়াও আজকের পোস্টটি পড়ে Canva সম্পর্কে যারা নতুন জানতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন এবার জেনে নেই Canva দিয়ে মূলত কি কি কাজগুলো করা যায়ঃ

  1. থাম্বনেইল ডিজাইন।
  2. গ্রাফিক্স ডিজাইন।
  3. লোগো ডিজাইন।
  4. ফটো এডিট।
  5. ভিডিও এডিট।
  6. অ্যানিমেশন ভিডিও মেকিং।
  7. অ্যানিমেশন ইমেজ মেকিং ইত্যাদি।

Canva দিয়ে করতে পারবেন এমন হাতেগোনা কয়েকটি কাজের কথা উল্লেখ করা হলো। এর থেকেও অনেক বেশি পরিমাণ সার্ভিস আপনি পেয়ে যাবেন। হাতেগোনা মাত্রই এই কয়েকটি বিষয় তুলে ধরার কারণ হলো এগুলোর বর্তমান সময় বেশ জনপ্রিয় ট্রেনিং টপিক। বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষ এসব বিষয় নিয়েই কাজ করে। তাই আপনি যে ক্যানভা দিয়ে এসব কাজ করতে পারবেন সেটাই আপনাকে জানিয়ে দিলাম। আপনি এর থেকেও অনেক বেশি কঠিন কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন।

ক্যানভার ফিচার সমূহ

বর্তমান সময়ে Canva বেশ জনপ্রিয় হওয়ায় তারা তাদের সার্ভিসে কিছুটা পরিবর্তন এনেছে। খুব বেশি পরিবর্তন এসেছে এমন নয়। ক্যানভার পরিবর্তিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হল ক্যানভা ফিচারস। প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেস এ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্য সকল বড় বড় প্রতিষ্ঠানের মতই Canva আলাদা আলাদা ভেরিয়েন্টে দুইটি ফিচার যুক্ত করে। ফিচারগুলো হলঃ

  1. ফ্রি ফিচার
  2. প্রিমিয়াম ফিচার অথবা পেইড ফিচার

একজন সাধারণ ইউজার Canva শুরুর অবস্থায় ক্যানভার ফ্রি ফিচার অথবা ক্যানভার প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারেন। ফ্রি ফিচার আর প্রিমিয়ার ফিচারের মধ্যে পার্থক্য কতটুকু হয় তা আশাকরি আমরা সকলেই জানি। তারপরও আমি মনে করি আপনাদের একটা ধারণা দেওয়া ভালো হয়। যারা নতুন তারা অনেকেই হয়ত এই বিষয়টি বুঝতে পারবেন না। সহজভাবে বলতে গেলে ফ্রি ফিচার আপনি কোন প্রকার টাকা প্রদান করা ছাড়াই ব্যবহার করতে পারবেন। আর প্রিমিয়াম ফিচার আপনাকে টাকা প্রদান করে ব্যবহার করতে হবে। দুইটি বিচারের মধ্যে পার্থক্য শুধুমাত্র এইটুকুই। তো চলুন ফ্রি ফিচার আর পেইড ফিচার নিয়ে এবার একটু বিস্তারিত জানা যাক।

Canva ফ্রি ফিচার

সাধারণভাবে কোন একজন ব্যক্তি যখন Canva ব্যবহার করা শুরু করে। তখন তিনি ফ্রি ইউজার হিসেবে অ্যাকাউন্ট খুলে থাকে। Canva দ্বারা আপনি কী কী কাজ করতে পারবেন এ বিষয়টি নিয়ে আমি শুরুতে বিস্তারিত আলোচনা করেছে। পোস্টটি যদি শুরু থেকে মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশাকরি Canva ফিচারগুলো নিয়ে আর বলতে হবে না। তো আপনি যখন ক্যানভাতে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলবেন তখন ক্যানভাতে আপনি প্রায় সকল ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। ফ্রি অ্যাকাউন্ট দিয়েই আপনি অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিট, অ্যাডমিশন ভিডিও মেকিং সাধারণ কাজগুলো করতে পারবেন। তবে যেগুলো সুন্দরের থেকেও সুন্দর সেই জিনিসগুলো ফ্রি অ্যাকাউন্টে পাবেন না। তবুও আপনি ক্যানভার ফ্রি ফিচার এর অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি চলবে এর থেকেও সুন্দর ডিজাইনের কাজগুলো করতে পারবেন।

Canva প্রিমিয়াম ফিচার

একটু আগে আমি বিস্তারিত আলোচনাতে বলেছিলাম যে কোন কিছুতে প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে হলে অর্থ প্রদান করে প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে হয়। প্রিমিয়াম ফিচার কখনো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। Canva থেকে এর সমস্ত ফিচারগুলো উপভোগ করতে চাইলে অথবা সাধারণের থেকেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে চাইলে canver প্রিমিয়াম ফিচারটি কিনতে পারেন। প্রিমিয়াম ফিচার ব্যবহার করার কারণে সাধারণ ডিজাইনের থেকেও কয়েক গুন সুন্দর ডিজাইনে ডিজাইন করতে পারবেন। কারণ আপনি যখন Canva প্রিমিয়াম সার্ভিসটি কিনবেন তখন আপনার জন্য সমস্ত সুন্দর সুন্দর জিনিস গুলো ওপেন সোর্স হিসেবে আনলক করে দেওয়া হবে যা দ্বারা আপনি আপনার মনের ভেতর সমস্ত সৌন্দর্যকে ফুটিয়ে তুলে অত্যন্ত সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। ক্যানভা প্রিমিয়াম ফিচারে উপভোগ করতে পারবেন এমন কয়েকটি জনপ্রিয় ফিচার হলঃ

  1. ২৫ টিরও বেশি বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন।
  2. ২০০ টির ও বেশি ইংরেজি ফন্ট ব্যবহারের সুবিধা।
  3. ১০০ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রিতে পাবেন।
  4. আগে যেগুলো লক ছিল সেই সমস্ত জিনিসগুলো আনলক হয়ে যাবে।
  5. নিজের ইচ্ছামতো হাই রেজুলেশন এর ডিজাইন তৈরি এবং আনলিমিটেড ডাউনলোড করার সুবিধা পেয়ে যাবেন।
  6. নিজের ইচ্ছামতো ডিজাইন নিয়ে টিউনার তৈরি করতে পারবেন।
  7. লোগো তৈরি, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ভিডিও মেকিং সকল টেমপ্লেট এবং সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

সব মিলিয়ে বিবেচনা করলে দেখা যায় Canva প্রিমিয়াম নেওয়াটা ব্যয়বহুল। আপনি যদি আমার মতামত চান তাহলে আমি বলব Canva প্রিমিয়াম ফিচার না নিয়ে ফ্রি ফিচারটিই ব্যবহার করতে পারেন। ফ্রি ফিচার দিয়েই আপনি টুকটাক সকল ধরনের কাজগুলো করতে পারবেন। এ কারণেই পেইড ফিচার নেওয়ার কোন প্রয়োজন নেই বলে আমি মনে করি।

গ্রাফিক্স ডিজাইনে Canva ব্যবহার

শুরু থেকে এখন পর্যন্ত যারা লাইন বাই লাইন পড়ে এসেছেন তাদের এই বিষয়টি বুঝতে সুবিধা হবে। আপনারা অনেকে হয়ত ইতিমধ্যে বুঝেই গেছেন যে ক্যানভাস শুধুমাত্র ডিজাইনের জন্যই তৈরি করা হয়েছে। হ্যাঁ আপনি আরো জানলে অবাক হবেন যে, Canva শুরু থেকে এখন পর্যন্ত লক্ষ্য একটাই ডিজাইনিং প্লাটফর্মকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তাদের এমন উদ্যোগে তারা 99% সফল হয়েছেন। কারণ বর্তমানে বিশ্বের বেশিরভাগ ডিজাইনিং কাজগুলোই canva দ্বারা হয়ে থাকে। ক্যানভার সার্ভিসগুলো মূলত ডিজাইনিং কাজকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে। তো চলুন গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য Canva ব্যবহার হয় এমন কয়েকটি সুবিধা এবং কাজ তুলে ধরা যাকঃ

  1. Canva মোবাইল অ্যাপ থাকায় খুব সহজেই মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায়।
  2. Canva যে কোন ডিজাইন তৈরি করার পরে তা শেয়ার এবং ডাউনলোড করা যায়।
  3. Canva মোবাইলে অথবা ডিজাইনিং প্লাটফর্মে সরাসরি ব্যবহার করতে পারবেন।
  4. একটি ডিজাইন বানিয়ে সেই ডিজাইন নিজের ইচ্ছামতো একাধিক বার ব্যবহার করতে পারবেন।
  5. সহজেই ডিজাইন মডিফাই করতে পারবেন। যার ফলে নতুন ডিজাইন বানানোর সময় তুলনামূলক কম লাগবে।

Canva ডিজাইন শিখে অনলাইন আয়

বর্তমান সময়ে অনলাইনে আয়ের জনপ্রিয় একটি মাধ্যম হল ডিজাইন। বিষয়টি আরেকটু সহজ ভাবে বলতে গেলে যেটাকে আমরা সবাই গ্রাফিক্স ডিজাইন হিসেবে চিনি সেটি বর্তমান অনলাইনে জনপ্রিয় একটি অনলাইন আর্নিং মাধ্যম। আজকের এই পোস্টটি যারা শুরু থেকে এখন পর্যন্ত পড়ে আসছেন তাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ক্যানভা ডিজাইন শিখে কি অনলাইন থেকে ইনকাম করা যায়? সহজ ভাবে উত্তর চাইলে বলবো, হ্যাঁ! Canva ডিজাইন শিখেই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় বেশিরভাগ সময় আমি আপনাদের বলেছি Canva দ্বারা প্রায় সকল ধরনের ডিজাইনে করা সম্ভব। এসব ডিজাইনকে আপনি সহজ ভাষায় গ্রাফিক্স ডিজাইন বলতে পারেন। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বড় বড় দুটি প্লাটফর্ম হলঃ

  1. আপওয়ার্ক
  2. ফ্রিল্যান্সিং

এই বড় বড় দুটি গ্রাফিক্স ডিজাইন কাজের প্ল্যাটফর্মে কর্মরত প্রায় সকল ডিজাইনার তাদের বেশিরভাগ ডিজাইনগুলো Canva দ্বারা করে থাকেন। আপনি চাইলে নিজের ডিজাইনিং স্কিলকে আরো বৃদ্ধি করে এসব প্লাটফর্মে নিজের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করতে পারেন। এসব সেক্টরের গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। তাই সেক্টর দুটিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ পাওয়া অনেকটাই সহজ হবে। যার ফলে আপনার জন্য অনলাইনে ইনকামের একটি পথ খুলে যাবে।

এছাড়াও আপনি যে কোন প্রতিষ্ঠানে নিজের স্কিল এবং দক্ষতার প্রমাণ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি হিসেবেও কাজ করতে পারেন। আপনি যাদের কাজগুলো নিবেন তাদের কাজগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করার দায়িত্ব নিতে পারেন। এতে যেহেতু আপনি আগে থেকেই গ্রাফিক্স ডিজাইনের এর কাজগুলো পারেন সেহেতু প্রচারণার কাজ আপনার কাছে অনেকটাই সহজ হবে। আপনি অন্য সাধারণদের তুলনায় অনেক এট্রাক্টিভ থাম্বনেইল, ভিডিও, লোগো মেক করতে পারবেন। যা আপনার অডিয়েন্সদের ক্লিক করতে অনেক বেশি আকর্ষিত করে তুলবে। এভাবে Canva ডিজাইন শিখেও সোশ্যাল মিডিয়াতেও নিজের সফলতা আনতে পারবেন।

এছাড়া আপনি জানলে আরো খুশি হবেন যে, ক্যানভাতে বানানো আপনার নিজস্ব ডিজাইনগুলো ক্যানভাতেই বিক্রি করতে পারবেন। এছাড়াও আপনার পার্সোনাল অভিজ্ঞতা গুলোকে ভিডিও আকারে সাজিয়ে কোর্স হিসাবেও বিক্রি করতে পারবেন যেমন "কীভাবে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করতে হয়" ইত্যাদি। সত্যি বলতে বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা তুলনামূলক অনেক বেশি। তাই আপনি আপনার ডিজাইনিং স্কিলকে সহজেই কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

শেষ কথা

আজকের পোস্টটি পড়ার পর অনেকে হয়ত ভাবতে পারেন শুধুমাত্র ক্যানভা দিয়েই কি এত কিছু করা সম্ভব? হ্যাঁ, শুধুমাত্র canva ডিজাইন শিখেই অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। তবে শুরুতে ক্যানভা ডিজাইন শিখতে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, সময় দিতে হবে তবেই আপনি ডিজাইনিং কাজে সফল হবেন। আজকের টিউনে হয়ত অনেকবারই বলছি বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা অন্যান্য সকল কাজের তুলনায় অনেক বেশি।

হ্যাঁ, এটা সত্যি বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা প্রায় আকাশ ছোঁয়া। চাইলেই আপনি আপনার কাজের জন্য একজন প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ডিজাইনারদের হায়ার করতে পারবেন না। কারণ তাদেরকে আপনার কাজে লাগাতে হলে অবশ্যই মোটা অঙ্কের টাকা গুনতে হবে। এছাড়া আপনি একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার পাবেন না। এতসব কারণের জন্যই বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা তুলনামূলক অনেক বেশি। তাই আমি মনে করি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অনলাইনে কাজ করে নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়া একদম সহজ।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, Canva কী? কেনো Canva এতো বেশি জনপ্রিয়? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস