বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বস্ত চাকরির বিজ্ঞপ্তি গুলো যে কতোটা গুরুত্বপূর্ণ তা তো আমরা সকলেই জানি। পড়াশোনা শেষ করে কমবেশি সকলেই চাকরির বিজ্ঞপ্তির আশায় বসে থাকি। কাঙ্খিত বিজ্ঞপ্তি ছাড়লেই সাথে সাথে আবেদন এর ধুম লেগে যায়। তবে চাকরির বিজ্ঞপ্তি কোথা থেকে পাওয়া যাবে, বিজ্ঞপ্তিটা আসল কি-না এই সকল চিন্তা ভাবনা প্রায়ই মাথায় আসে। অনেকেই সোস্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি খুঁজে বেড়ান দিনরাত।
আসলে চাকরি খুঁজতে হবে এমন সাইটে যেখানে প্রতিনিয়ত চাকরির বিজ্ঞপ্তি দেয়া হয়। পাশাপাশি এদিকেও খেয়াল রাখতে হবে যে ঐ ওয়েবসাইট টি কতোটুকু জনপ্রিয় ও বিশ্বস্ত। যে কোনো লিংক থেকে চাকরির অফার পেলেই যাচাই বাছাই না করে ঝাঁপিয়ে পড়া যাবে না। সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক সহ যে কোনো ধরনের চাকরি আপনি অনলাইনে খুঁজে নিতে পারবেন। এজন্য প্রথমেই আপনাকে চাকরি খোঁজার বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজে পেতে হবে।
আজকের টিউনে জনপ্রিয় ৫ টি চাকরি খোঁজার ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এখান থেকে আপনি আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী যে কোনো এক বা একাধিক সাইটে নিয়মিত নজর রেখে আপনার কাঙ্খিত চাকরিটা খুঁজে নিতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইট হলো বিডি জবস ডট কম। সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো অফিসিয়াল ও আনঅফিশিয়াল চাকরির বিজ্ঞপ্তি খুঁজে পাবেন এখানে। দেশের সকল শ্রেণির লেটেস্ট জব অফার সবার আগে খুঁজে পেতে নিয়মিত চোখ রাখতে পারেন বিডি জবস এর পাতায়। দেশের হাজারো যুবক প্রতিনিয়ত এখানে চাকরির জন্য হানা দিতে থাকে আর বেশিরভাগই তাদের কাঙ্খিত বিজ্ঞপ্তিটি খুঁজে পায়।
তবে সবথেকে বেশি যে বিষয়টি ইউজার দের আকর্ষণ করে তা হলো এই ওয়েবসাইট এর সুপরিকল্পিত ও সুসজ্জিত ফিচার। এই ওয়েবসাইট থেকে আপনি বিভাগ ভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরিতে চাকরির অফার গুলো খুঁজে বের করতে পারবেন। তাছাড়া আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন৷ সরকারি চাকরির জন্য আলাদা অপশন আছে, প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য আলাদা অপশন আছে, ব্যাংক বা এনজিও চাকরির জন্য আলাদা অপশন আছে। এভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও ইচ্ছা অনুযায়ী কি ওয়ার্ড দিয়ে চাকরির সন্ধান করতে পারবেন।
তাছাড়া ওয়েবসাইটে প্রবেশ করলেই ওপরের দিকে সার্চ বার পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি আপনার কাঙ্খিত চাকরির অফারটি খুঁজে পেতে সার্চ করতে পারবেন। নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামেও সার্চ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে কার্যকরী সকল ফিচার ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত চাকরি খুঁজে নিতে পারবেন৷ আর নতুন নতুন অফার আপডেট পেতে নিয়মিত এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ বিডি জবস ডট কম
বাংলাদেশের খুবই জনপ্রিয় আরেকটি চকরি খোঁজার ওয়েবসাইট হলো কর্ম জবস। আপনি চাইলে সরাসরি তাদের App ডাউনলোড করে এখানে নিয়মিত চাকরি খুঁজতে পারবেন। তাছাড়া ওয়েবসাইট এক্সেস করেও খুব সহজেই সবগুলো ফিচার ব্যবহার করতে পারবেন। সরকারি, বেসরকারি সকল চাকরির আপডেট বিজ্ঞপ্তি পেয়ে যাবেন কর্ম জবস এ। নোটিফিকেশন অন করে রাখলে যে কোনো নতুন অফার আসলে সেটা সরাসরি আপনার মোবাইলে চলে যাবে।
কর্ম জবস এর ওয়েবসাইটের হোম পেইজের ডিজাইন খুবই চমৎকার। কেননা এখানে একই সাথে সবগুলো অপশন ধারাবাহিক ভাবে সাজানো রয়েছে। আপনি চাইলে ক্যাটাগরি অনুযায়ী চাকরি খুঁজতে পারবেন। তাছাড়া আপনার বিভাগ অনুযায়ী চকরির বিজ্ঞপ্তি খুঁজে বের করার অপশন তো রয়েছেই। তবে সবথেকে ভালো দিক হলো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করেও চাকরি খুঁজে নিতে পারবেন।
আপনি যখন পুরো চাকরির অফারটি ওপেন করে দেখবেন তখন আরও পজিটিভ প্রতিক্রিয়া আপনর মধ্যে চলে আসবে। কেননা যে কোনো চাকরির অফার সম্পর্কে এখানে পুরোপুরি ভাবে সকল বিষয়ের তথ্য তুলে ধরা হয়। আবেদন কীভাবে করবেন, কোন ওয়েবসাইট থেকে করবেন তার সকল ডিরেকশন এক পাতাতেই পেয়ে যাবেন। ফলে আপনাকে চাকরির আবেদন করার জন্য একদমই হয়রানির শিকার হতে হবে না। আশাকরি এই ওয়েবসাইট টি আপনাকে চাকরি খুঁজে পেতে বেশ ভালোই উপকার করতে পারবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ কর্ম জবস
বাংলাদেশের যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোটখাটো প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার জন্য পত্রিকাকে সবার আগে প্রাধান্য দেয়। তাইতো যারা চাকরির সন্ধান করেন তাদের নিত্য দিনের কাজ হয় এই পত্রিকা সেই পত্রিকা ঘাটাঘাটি করে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে বের করা। কিন্তু দৈনিক চলমান প্রত্যেকটা পত্রিকা থেকে চাকরি খুঁজে বের করা মোটেও সহজ বিষয় না৷ কেমন হয় যদি সকল খবরের কাগজের চাকরির বিজ্ঞপ্তি গুলো একই সাথে পাওয়া যায়? হ্যাঁ, এই কাজটিই করে থাকে মূলত বিডি জবস টুডে।
প্রতিদিনের চাকরির খবরের পাতার ছবি তুলে তা সরাসরি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে বিডি জবস টুডে। এখান থেকে আপনি পত্রিকায় প্রকাশিত পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি হুবহু পড়তে পারবেন। আর আপনাকে হন্যে হয়ে এই পত্রিকা ঐ পত্রিকা খুঁজতে হবে না। ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলেই আপনার কাঙ্খিত জব অফারটি খুঁজে পাবেন এখান থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশিত লেটেস্ট জব অফার আপনি খুঁজে বের করতে পারবেন মাত্র একটা ক্লিকে।
তাই আজ থেকে পত্রিকা ঘাটাঘাটি বাদ দিয়ে সরাসরি চলে যেতে পারেন বিডি জবস টুডে এর অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া এখানে আপনি আপনার সিভি জমা দিয়েও রাখতে পারবেন৷ যাতে করে আপনার যোগ্যতার সাথে ম্যাচ করে এমন কোনো চাকরির অফার আসলে সরাসরি আপনাকে ইনফর্ম করা যায়। আমার মতে চাকরি সন্ধানী প্রতিটা বেকার ছেলেমেয়ের এখানে একটি সিভি ড্রপ করে রাখা উচিত।
অফিসিয়াল ওয়েবসাইট @ বিডি জবস টুডে
কেমন হয় যদি একই প্লাটফর্ম থেকে চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় আবার তার পাশাপাশি চাকরির পরিক্ষার প্রস্তুতি-ও নেওয়া যায়। হ্যাঁ, বিডি ক্যারিয়ার এর মাধ্যমে এটি সম্ভব। এখানে সাধারনত ব্লগ টিউন আকারে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি চাকরির পরিক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য বিষয় সম্পর্কেও ব্লগ আপলোড করা হয়। তাই এখান থেকে আপনি আপনার কাঙ্খিত চাকরিটা খুঁজে নিতে পারবেন।
বিডি ক্যারিয়ার ওয়েবসাইটে আপনি সবথেকে বেশি তথ্য পাবেন এনজিও চাকরির সম্পর্কে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি-ও দেয়া হয়। ক্যাটাগরির অনুযায়ী যে কোনো শ্রেণির চাকরি খুঁজে নিতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করলেই সবগুলো ব্লগ টিউন ধারাবাহিক ভাবে সুসজ্জিত অবস্থায় পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ বিডি ক্যারিয়ার
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের চাকরির অফার খুঁজে পেতে চাইলে আপনাকে চলে যেতে হবে স্কিল ডট জবস এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট মূলত আপনার স্কিল টেস্ট করে তার ওপর ভিত্তি করে চাকরির আবেদন করার সুযোগ করে দেবে। সরাসরি এই ওয়েবসাইট এর মাধ্যমেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারবেন। তাছাড়া আছে স্কিল ডেভেলপমেন্ট এর নানান ফ্রি সুযোগ।
তবে এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর চাকরির জন্য আবেদন, স্কিল ডেভেলপমেন্ট ইভেন্টে অংশগ্রহন, লাইভ চ্যাটিং সহ সব ধরনের ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। আশাকরি আপনার কাঙ্খিত চাকরি খুঁজে পেতে স্কিল ডট জবস ওয়েবসাইট টি আপনার জন্য উপযোগী হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ স্কিল ডট জবস
উপরোক্ত ৫ টি ওয়েবসাইট এর মধ্যে প্রতিটি ওয়েবসাইট-ই বিশ্বস্ততার সাথে চাকরির বিজ্ঞপ্তি তুলে ধরছে দীর্ঘ সময় ধরে। তাই হাজারো বেকার ছেলেমেয়েদের কাছে জনপ্রিয়তা পেয়েছে উল্লেখ্য প্রতিটি সাইট। সুতরাং আপনি আপনার ড্রিম জব খুঁজে পেতে ভরসা রাখতে পারেন এখান থেকে যে কোনো ওয়েবসাইটে। আপনার একটি সফল ক্যারিয়ারের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।