Samsung Galaxy A34 5G এই ফোনটির বর্তমান বাংলাদেশের বাজার মূল্য ২৭৫০০ টাকা(৬ জিবি / ১২৮ জিবি) এবং ৩১২০০ টাকা (৮ জিবি / ২৫৬ জিবি)। বর্তমানে এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম। এটি লাইম, গ্রাফাইট, সিলভার, ভায়োলেট, কালারে বাজারে পাওয়া যায়।
এটি ২০২৩ সালের মার্চ মাসে এনাউন্স করা হয় এবং ২০২৩ সালের মার্চ মাসেই অফিশিয়ালি রিলিজ করা হয়। নিচে এর সবগুলো ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ফোনটির ওজন ১৯৯ গ্রাম। ফোনটি প্লাস্টিকের ফ্রেমের তৈরী এবং এর পিছনে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল রয়েছে। এবং এর ফ্রন্ট গ্লাসটি গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। USB হিসেবে থাকছে Type - C 2.0। ডিসপ্লেতেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও রয়েছে accelerometer, gyro এবং compass সেন্সর। তবে এতে কোন হেডফোন জ্যাক থাকছে না।
Samsung Galaxy A34 5G এই ফোনটিতে থাকছে ৬.৬ ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। এবং ডিসপ্লের রেজুলেশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল।
Samsung Galaxy A34 5G এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে
Mediatek MT6877V Dimensity 1080
এই চিপসের টি তৈরি করা হয়েছে মিড রেঞ্জের স্মার্টফোন এবং ট্যাবলেটে ব্যবহার করার জন্য। চিপসেট টি 6 ন্যানোমিটার প্রযুক্তির হওয়ায় অন্যান্য চিপসেটের তুলনায় ব্যাটারি কম বার্ন করবে।
নিচে এই চিপসেট এর আরও কিছু ফিচার উল্লেখ করা হলো
জিপিইউ : এই চিপসেট টি Mali-G68 MC4 GPU সাপোর্ট করে যা আমাদের ভালো মানের গ্রাফিক্স প্রোভাইড করবে।
নেটওয়ার্ক : এই চিপসেটটি 5g নেটওয়ার্ক সাপোর্ট করে। এবং ওয়াইফাই 6.0, ও ব্লুটুথ 5.2 সাপোর্ট করে।
ক্যামেরা : এই চিপসেটটি ২০০ মেগাপিক্সেল পর্যন্ত হাই-রেজুলেশনের ক্যামেরা সাপোর্ট করতে সক্ষম।
সবমিলিয়ে Mediatek Dimensity 1080 সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব ভালো পারফরম্যান্স করে। এবং একটি মিড রেঞ্জের ফোনের জন্য প্রয়োজনীয় ফিচারগুলো প্রোভাইড করে।
Galaxy A34 5G এই ফোনটিতে GPU হিসেবে ব্যবহার করা হচ্ছে
Mali-G68 MC4 এই গ্রাফিক্স প্রসেস ইউনিটটি মিড রেঞ্জের ফোন এবং ট্যাবলেট এর জন্য তৈরি করা হয়েছে। এখানে MC4 মানে বোঝানো হয়েছে এর মোট চারটি কোর রয়েছে, আর একটি হাই রেঞ্জের GPU এ সর্বোচ্চ ছয়টি কোর থাকতে পারে।
এই ফোনের AnTuTu পারফরম্যান্স 472126।
এর দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে ৬ এবং ১২৮ জিবি এবং অন্যটি হচ্ছে ৮ এবং ২৫৬ জিবি।
Samsung Galaxy A34 5G এই ফোনের ক্যামেরা সেকশনে রয়েছে তিনটি ক্যামেরা।
এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এবং এর এপারচার f/1.8 হওয়ায় কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম। এতে রয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। রয়েছে ফেজ ডিটেকশন আটো ফোকাস (PDAF) এবং Optical image stabilization (OIS) যার মাধ্যমে ব্লার মুক্ত এবং সচ্ছ ছবি পাওয়া যায়।
এর দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যেটি ১২৩ ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে পারে।
এর তৃতীয় ক্যামেরাটি হচ্ছে ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরার মূল উদ্দেশ্য হচ্ছে খুব কাছের কোন ছোট বস্তুর ছবি নেয়া।
এর ভিডিও সেকশনে থাকছে 4k রেজুলেশনের ভিডিও রেকর্ডের ক্ষমতা এবং সাথে থাকছে LED flash।
এবং এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং 4k রেজুলেশন এর ভিডিও রেকর্ডের সুবিধা।
এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমোভেবল 5000mAh এর ব্যাটারি। যার ফলে একবার ফুল চার্জ করে লং টাইম গেমিং করা এবং ভিডিও দেখা যাবে। এবং এর সাথে থাকছে ২৫ ওয়াটের চার্জার।
সবমিলিয়ে Samsung Galaxy A34 5G এই ফোনটি একটি ভ্যালু ফর মানি ফোন। পারফরম্যান্স, 5g নেটওয়ার্ক, ব্যাটারি, ডিসপ্লে সবদিক বিবেচনা করলে এই বাজেটের মধ্যে এটি একটি সাজেস্টেবল ফোন।
আমি মো সাগর হোসেন। ছাত্র, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
ফুলটাইম কন্টেন্ট রাইটার