আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আপনি কি কোন USB-C ক্যাবল খুঁজছেন? হয়তো প্রয়োজনে বাসার পাশের দোকান থেকে সহজেই একটা ক্যাবল কিনে নিতে পারেন। তবে আপনি যদি ভাল মানের কোন ক্যাবল চান তাহলে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে।
আপনি চাইলেই যেকোনো জায়গা থেকে আপনার চাহিদা মত ক্যাবল কিনতে পারবেন না। হয়তো আপনার লম্বা ক্যাবল দরকার অথবা ছোট ক্যাবল দরকার বা একটু ভিন্ন ক্যাবল দরকার। অথবা কিনে এনে দেখলেন ফাস্ট চার্জিং কাজ করে না।
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০ টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।
ক্যাবলে বিভিন্ন কোয়ালিটি থাকার পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এর স্থায়িত্ব। আপনাকে নিশ্চিত করতে হবে ক্যাবল দিয়ে দ্রুত চার্জ হচ্ছে কিনা দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারছেন কিনা। ক্যাবলের দৈর্ঘ্য কেমন হবে সেটাও কখনো কখনো বড় ফ্যাক্টর হতে পারে। তবে বড় মাপের ক্যাবলে ফাস্ট চার্জিং সমস্যা হতে পারে, ছোট ক্যাবল গুলো স্থায়িত্বের দিক থেকে ভাল হলেও আপনার লম্বা ক্যাবল প্রয়োজন হতে পারে। আবার হাই এন্ড ক্যাবল যারা নিতে চায় তারা দৈর্ঘ্য নিয়ে খুব বেশি মাথা ঘামায় না।
তো এই সব সমস্যা সমাধানের জন্যই আজকের এই টিউন। আজকে বিভিন্ন ক্যাটাগরিতে দাম স্থায়িত্ব বিবেচনা করে সেরা ক্যাবল গুলো নিয়ে আলোচনা করব। আপনি আপনার চাহিদা মত সেরা USB-C ক্যাবলটি বেছে নিতে পারবেন।
Anker বহু বছর ধরে ক্যাবল বানিয়ে যাচ্ছে। তাদের নতুন Nylon USB-C to USB-C ক্যাবলটি চমৎকার। যারা “ol’ reliable” USB-C ক্যাবল খুঁজছেন তাদের জন্য দারুণ হতে পারে এটি।
নাইলনের তৈরি এই ক্যাবলে অতিরিক্ত স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে এলুমিনিয়াম। আপনি চাইলে ৩.৩ ফিট এবং ছয় ফিট যেকোনোটি নিতে পারেন। প্যাকেটে আপনি দুটি ক্যাবল পাবেন।
Anker এর এই ক্যাবল দিয়ে আপনি আপ টু 60W ফাস্ট চার্জিং অভিজ্ঞতা পাবেন। এই ক্যাবলটি চার্জ এবং ডেটা ট্রান্সফারের জন্য চমৎকার তবে এর অসুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি এক্সটারনাল Display কানেকশন পাবেন না।
সুবিধা
ক্যাবলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৯৯ ডলার।
আপনি যদি কম দামী ব্যাসিক USB-C ক্যাবল চান তাহলে Amazon এর ব্যাসিক USB-C to USB-A ক্যাবলটি দেখতে পারেন। তিনটি মাপের ক্যাবল পাবেন যেমন ৩ ফিট, ছয় ফিট, এবং ১০ ফিট। ব্যাসিক ডিজাইনের এর ক্যাবলে স্ট্যান্ডার্ড চার্জিং স্পীড পাওয়া যাবে। যার মানে ফাস্ট চার্জিং পাবেন না এতে। ডাটা ট্রান্সফারেও কিছু সময় নেবে।
মাত্র ৮ ডলারের এই ক্যাবলে এর চেয়ে ভাল কিছু আশাও করা যায় না। স্ট্যান্ডার্ড মানের চার্জিং এবং ডাটা ট্রান্সফার স্পীড পাবেন এতে।
ক্যাবলের ক্ষেত্রে এই বিষয়টি স্বাভাবিক ক্যাবল লম্বা হলে এর চার্জিং স্পীড কমে যায়, ডাটা ট্রান্সফার স্লো হয়ে যায়। তবে কিছু কোম্পানি আছে যারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করেছে। এমনই একটি কোম্পানি হচ্ছে Grtoeud।
ক্যাবলটি ডিউরেবল নাইলন ডিজাইনে তৈরি করা। শক্তপোক্ত টিপ এবং জট-মুক্ত ডিজাইন একে আরও চমৎকার করে তুলেছে। Grtoeud জানিয়েছে পাওয়ার ডেলিভারিতে তারা স্পেশাল E-Mark চিপ ব্যবহার করেছে। ক্যাবলটি ১০০ w চার্জিং সাপোর্ট করে। ক্যাবলটি আপনি পাবেন ১০ ফিট, ১৫ ফিট, ২০ ফিট
মাপে।
২০ ফিটের ক্যাবলটি নিতে দাম পড়বে ২৫ ডলার। দাম বেশি হলেও এটি স্থায়িত্ব, স্পীড, পারফরম্যান্স বিবেচনায় সঠিক ভ্যালু দেবে।
আপনি যদি ছোট সাইজের ক্যাবল খুঁজে থাকেন তাহলে আপনার জন্য সেরা হতে পারে Anker এর Powerline III। বিশ্বস্ত ব্র্যান্ড ভ্যালুর সাথে ক্যাবলটিতে পাবেন দ্রুত চার্জিং এবং ডাটা ট্রান্সফার সুবিধা। Anker বলছে ক্যাবলটি আপ টু 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটা ২৫০০০ বেন্ড সহ্য করবে এমন র্যাটিং করা হয়েছে।
ক্যাবলটি ১ ফিট এবং ৩ ফিট মাপে পাওয়া যাবে, রয়েছে সাদা এবং কালো কালার। ক্যাবলটি পাওয়া যাবে ১৬ ডলারে।
আপনি যদি USB-C সাপোর্ট ডিভাইসকে মনিটরের সাথে কানেক্ট করতে চান তাহলে এই ক্যাবলটি আপনার জন্য।
এই ক্যাবলটি 60 ফ্রেম পার সেকেন্ডে 4K আউটপুট দিতে পারে। রয়েছে Thunderbolt 3 এবং HDR। বিভিন্ন মাপে পাওয়া যাবে এই ক্যাবল, ডিউরেবল ফিনিশ দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা। তাছাড়া ক্যাবলটি ল্যাটেস্ট Samsung Galaxy ফোন iPad Pro ট্যাবলেটে সাপোর্ট করবে।
ক্যাবলটি আপনি পেয়ে যাবেন ১৪ ডলারে সাথে পাবেন ওয়ারেন্টি। শুধু মাত্র HDMI 2.0 সাপোর্ট করলেও এই মুহূর্তে এটি বাজারের একটি সলিড HDMI to USB-C ক্যাবল।
যে সকল ফোন auxiliary port, দরকার সেই সকল ফোনের জন্য সেরা অপশন হতে পারে Cable Matters এর USB-C to 3.5mm AUX ক্যাবল। প্রিমিয়াম ডিজাইনের এই ক্যাবলটি আপনি দীর্ঘসময় ব্যবহার করতে পারেন।
যে সকল ডিভাইসে USB C দিয়ে অডিও যেতে DAC দরকার হয় সে সকল ডিভাইসে কাজ করে এই ক্যাবলটি। USB-C ডিভাইসকে AUX এর মাধ্যমে Stereo সিস্টেমে যুক্ত করতে দারুণ হতে পারে এই ক্যাবলটি।
ক্যাবলটি আপনি মাত্র ৬ ডলারে পেয়ে যাবেন। এখনো যদি আপনি ওয়ার্ড অডিও প্লে-ব্যাক পছন্দ করেন তাহলে আপনি এই ক্যাবলটি নিতে পারেন।
আপনি বৈচিত্র্যময় ক্যাবল খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে Spigen এর DuraSync 3 in 1 Universal Charger ক্যাবল। এখানে আপনি তিনটা ইন্টারচেঞ্জেবল কানেক্টর পাবেন যাতে USB-C, Lightning, এবং micro USB সাপোর্ট করবে।
নাইলনের ডিজাইনের এই ক্যাবলে রয়েছে আইফোন সার্টিফিকেশন, সাপোর্ট করে Quick Charge 3.0। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ ডলার।
এর বড় অসুবিধা হল এর বিপরীত পাশে রয়েছে USB-A কানেকশন।
যখন আপনার পিসিতে কোন Thunderbolt কম্পিটিবল ডিভাইস কানেক্ট করবেন তখন অবশ্যই আপনার হাই কোয়ালিটি ক্যাবল প্রয়োজন হবে। আপনি যদি Thunderbolt 4 সব সুবিধা যেমন হাই স্পীড ডাটা ট্রান্সফার, পাওয়া, ভিডিও সিগনাল পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে Belkin Thunderbolt 4 ক্যাবল।
ফ্ল্যাক্সিবল এই ক্যাবল আপনি পাবেন ১ মিটার এবং ২ মিনিটার দৈর্ঘ্যে। ২ মিনিটার ক্যাবলটি একটু বেশি দামি এবং লম্বা হওয়ায় এটি একটিভ। তার লম্বা হওয়াতে যেন ট্রান্সফার স্পীড নষ্ট না হয় সেজন্য এটি একটিভ ক্যাবল।
ক্যাবলটিতে USB4 এবং Thunderbolt 3 উভয়ের সাথে কম্পিটিবল। সাপোর্ট করে USB 3.2 এবং USB 2.0। আগের ভার্সনের মতই Thunderbolt 4, USB-C কানেক্টর ও পোর্ট ব্যবহার করে। এত কিছু সাপোর্ট করতে এই ক্যাবল অনেক ডিভাইসেই ইউজ করা যায়।
এটা চিপ ক্যাবলও না আবার এটাকে বেশি ব্যয়বহুলও বলা যায় না। এর দাম ধরা হয়েছে ৪৪.৯৯ ডলার। আপনি যদি ১ মিটারে প্যাসিভ ক্যাবলটি নেন তাহলে কিছু কম টাকায় পেয়ে যাবেন। যা দিয়ে পাওয়ার, ডেটা, আপটু 4K ভিডিও সিগনালও ট্রান্সফার করতে পারবেন।
সকল USB-C ক্যাবল কী এক?
সকল USB-C ক্যাবলের এক কানেক্টর থাকলেও সব গুলো এক না। কিছু ব্যবহৃত হয় USB-C ডিভাইসকে নন USB C ডিভাইসে কানেক্ট করতে, যেগুলোতে USB-A এবং Lightning পোর্ট থাকে। আবার সব ক্যাবল এক গতিতে পাওয়ার এবং ডেটা ট্রান্সফার করতে পারে না। ক্যাবলের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সফার এবং চার্জ স্লো হয়ে যেতে পারে।
কী ডিভাইসে USB-C ক্যাবল ব্যবহৃত হয়?
বর্তমানে USB-C পোর্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সকল মডার্ন অ্যান্ড্রয়েড ফোন, 9th gen বাদে সকল আইপড, ল্যাটেস্ট, Kindle মডেল, গেম কন্ট্রোলারে USB-C পোর্ট ব্যবহৃত হয়।
USB-C to Lightning ক্যাবল কী?
USB-C to Lightning ক্যাবলে একটি USB-C কানেক্টর থাকে এবং একটি Lightning কানেক্টর থাকে। Lighting কানেক্টর ব্যবহৃত হয় মূলত অ্যাপ প্রোডাক্টে। আইফোনে ফাস্ট চার্জ দিতে সাধারণত এই ক্যাবল গুলো ব্যবহৃত হয়।
USB-C to USB-C ক্যাবল কোথায় ব্যবহৃত হয়?
এই ধরনের ক্যাবলের দুই পাশের USB-C পোর্ট থাকে। দুটি USB C ডিভাইস কানেক্ট করতে এই ক্যাবল ব্যবহৃত হয়। ওয়াল চার্জারের সাথে স্মার্ট ফোন কানেক্ট করতে বেশিরভাগ সময় এটি ব্যবহৃত হয়।
সকল USB-C ক্যাবল কি ফাস্ট চার্জিং সাপোর্ট করে?
না। বেশির USB C ক্যাবল ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও সব ক্যাবল ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। কেনার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন এটা ফাস্ট চার্জ সাপোর্ট করে কিনা এবং হাই স্পীডে ডেটা ট্রান্সফার হয় কিনা
USB-C কোনটি কিনবেন এটা নির্ভর করবে আপনার কোন কাজে এটা প্রয়োজন। বেশির ভাগ সময় আমরা চার্জের জন্যই ক্যাবল খুঁজে থাকি, সেক্ষেত্রে আপনি অবশ্যই কেনার আগে জেনে নিন নির্দিষ্ট ক্যাবলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।