ওয়ার্ডপ্রেস ভিত্তিক ফ্রী এবং প্রিমিয়াম লিঙ্ক ডিরেক্টরী ওয়েব ইউআরএল লিস্ট [Web URL List]

ওয়েব ইউআরএল লিস্ট(Web URL List) একটি পূর্ণাঙ্গ ওয়েব লিঙ্ক ডিরেক্টরী। ওয়েবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ওয়েব লিঙ্ক তথা ওয়েবসাইটসমূহের এক মহা সংকলন হল Web URL List । WUL এ ওয়েবের অবৈধ লিঙ্কগুলো বাদে প্রায় সকল বিভাগেরই লিঙ্ক সংকলন করা হয়।

লিঙ্ক ডিরেক্টরী  কি? [শুধুমাত্র যারা জানেন  না]

লিঙ্ক ডিরেক্টরী  হল এমন একটি নির্দিষ্ট  ওয়েবসাইট যেখানে ওয়াল্ড ওয়াইড  ওয়েবে ছড়িয়ে থাকা বিভিন্ন  বিষয়ের ওপর তৈরী করা বিভিন্ন  ওয়েবসাইটের লিঙ্ক বিষয়ভিত্তিকভাবে  ক্যাটোগোরাইজ করে সংকলন  করা হয়।

এটি কোন সার্চ  ইঞ্জিন নয় এবং এটি মূলত কিওয়ার্ড নির্ভর লিঙ্ক প্রর্দশন করে না। লিঙ্ক ডিরেক্টরীগুলো  বিভাগভিত্তিক লিঙ্ক প্রদর্শন করে থাকে।

লিঙ্ক ডিরেক্টরী  বিভিন্ন প্রকার হয়ে থাকে।  যেমনঃ ফ্রী সাবমিশন- এধরণের লিঙ্ক ডিরেক্টরী গুলোতে লিঙ্ক অন্তর্ভুক্ত করতে কোন প্রকার অর্থের প্রয়োজন  হয় না, পেইড সাবমিশন,রেসিপ্রোকাল  লিঙ্ক,নোন- রেসিপ্রোকাল লিঙ্ক, ফিচারড লিস্টিং ইত্যাদি।

বেশির হিউম্যান এডিটেড লিঙ্ক ডিরেক্টরীগুলো  সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সুবিধার জন্য তৈরী করা  হয়ে থাকে। ব্যাকলিঙ্ক তৈরীর  অন্যতম উৎকৃষ্ট মাধ্যম হল লিঙ্ক ডিরেক্টরী।

Web URL List এর সুযোগ-সুবিধাঃ

ওয়েব ইউআরএল লিস্টের সবচেয়ে আর্কষনীয় বিষয় হচ্ছে এটি বিশ্বের  অন্যতম জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত এবং ডিরেক্টরীটি শক্তিশালী ডিরেক্টরীপ্রেস স্ক্রিপ্ট দিয়ে তৈরী করা হয়েছে। যা সম্পূর্ণ SEO Friendly।

মূল ফিচার-

  • ফ্রী এবং প্রিমিয়াম লিস্টিং এর সুবিধা।
  • প্রতিটি লিস্টিং ৪৮-৭২ ঘন্টার মধ্যে অনুমোদন দেওয়া হয়।
  • প্রয়োজনমত চারটি আর্কষনীয় প্রিমিয়াম প্যাকাজের ব্যবস্থা আছে।
  • একজন ব্যবহারকারী অসংখ্য লিস্টিং অনুমোদনের জন্য জমা দিতে পারবে।
  • সম্পূর্ণ নিরাপদ ও এসএইও ফ্রেন্ডলি লিঙ্ক ডিরেক্টরী।
  • ব্যবহারকারী তার লিস্টিংসমূহ পরবর্তীতে সম্পাদন করতে পারবেন।
  • বিজ্ঞাপন প্রদর্শনের জন্য একাধিক এড স্লট রয়েছে।
  • মোবাইলে ব্যবহারবান্ধব ও একেবারে অন্যরকম আউটলুক উপভোগ করা যাবে।
  • গুগল ম্যাপসের সুবিধা রয়েছে।
  • লিস্টিংগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে থাম্বনেইল জেনারেট করা হয়।
  • মানিবুকার্স,এলার্টপের মত গেটওয়ের সুবিধা রয়েছে।

ওয়েব ইউআরএল লিস্টের আরো একটি চমৎকার সুবিধা হ্ল ফ্রী এবং প্রিমিয়াম সকল প্রকার লিস্টিং এ ফেসবুক এবং টুইটারে ফিচার করা হয়ে থাকে। ব্যবহারকারীদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করা ওয়েবমাস্টারগণ অনেক দিক থেকেই লাভবান হবেন।

চলুন দেখি আসি প্রিমিয়াম এবং ফ্রী লিস্টিং এ যেসব সুবিধা আছেঃ

Web URL List এ লিঙ্ক জমা দিতে এখানে ক্লিক করুন। ইতোমধ্যে ১০ হাজারের মত লিঙ্ক সংকলন করা হয়েছে। আপনিও কিছু লিঙ্ক কন্ট্রিবিউট করে সমৃদ্ধ করুন WUL কে।

ওয়েব ইউআরএল লিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন FAQ

ওয়েব ইউআরএল লিস্টের ফিচারসমূহ পাবেন Features এ।

ওয়েব ইউআরএল লিস্টের পলিসি পড়ুন Privacy Policy তে।

ওয়েব ইউআরএল লিস্টে বিজ্ঞাপন সম্পর্কিত দিক নির্দেশনা পেতে পড়ুন Advertising

ওয়েব ইউআরএল লিস্টের সাথে যোগাযোগ করতে ভিজিট করুন Contact পাতা।

ওয়েব ইউআরএল লিস্টের ফেসবুক পেজে লাইক দিন। টুইটারে ওয়েব ইউআরএল লিস্টকে ফলো করুন।

 বি.দ্রঃ বাংলাদেশী ওয়েবসাইটগুলোর জন্য প্রিমিয়াম লিস্টিং এ বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। 🙂

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

balo laglo

দেলওয়ার ভাই আপনাকে ধন্যবাদ!!!

valo hoyese

ভাই,

আমার টা একটু লিস্টিং করে দেন না! 😀

Level 0

er jnne ki kono link back korte hoi.tune er jonno dhonnobad . . .

    @A.R.Bhuyan: ধন্যবাদ। ফ্রী লিঙ্ক লিস্টিং এর জন্য কোন প্রকার লিঙ্কব্যাকের প্রয়োজন নেই। কিন্তু প্রিমিয়াম লিঙ্ক লিস্টিং বেসিক এবং সিলভার প্যাকেজের জন্য লিঙ্কব্যাক প্রয়োজন।