ল্যাপটপ রিভিউঃ কমদামে মোটামোটি মানের কোর আই থ্রি ল্যাপটপ কেনার কথা ভেবে থাকলে এখানে দেখুন……(আপডেটেড)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। পোষ্টের টাইটেল দেখেই এওতক্ষনে বুঝে গেছেন কি থাকছে আজকের এই পোষ্টে। আমাদের সাধ অনেক। কিন্তু সাধ মেটানোর ক্ষমতা আমাদের সবার নেই। সবাই হয়ত চিন্তা করেন একটা কোর আই ৩/৫/৭ ল্যাপটপ কেনা দরকার। কিন্তু চড়া দামের কারণে কেনা হয়ে ওঠে না। যদিও আমার আজকের এই টিউনে কেবল কোর আই থ্রি প্রসেসর যুক্ত ল্যাপটপ নিয়েই লিখছি। বাজার ঘুরে ঘুরে বিভিন্ন কমদামের ল্যাপটপ খুজতে খুজতে চারটি ব্র্যান্ডের ছয়টি মডেলের (একই মডেলের দুই ভিন্ন গতির/স্ক্রীন সাইজ সহ) মোট চারটি ল্যাপটপ-এর সন্ধান পেলাম। আসুন এবার জেনে নেই এগুলোর বিস্তারিত কনফিগারেশন ও বর্তমান বাজার মূল্য।

প্রথমেই শুরু করছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আসুস নিয়ে। এটি আসুসের সর্ব নিম্ন দামের কোর আই থ্রি ল্যাপটপঃ

ব্র্যান্ডঃ আসুস (ASUS)

মডেলঃ এ৪২এফ (A42F)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                         ইন্টেল কোর আই থ্রি  ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ           মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                            ২ গিবা. ডিডিআর৩; ২টি স্লট; ৪x২=৮ গিবা পর্যন্ত বাড়ানো যাবে

হার্ডডিস্ক ড্রাইভঃ         ৫০০ গিবা

স্ক্রীণ সাইজঃ                ১৪ ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ  ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ             ভিজিএ (৬৪০X৪৮০ পিক্সেলস্‌)

অপটিক্যাল ড্রাইভঃ       ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                              আছে

ল্যানঃ                               RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                          ৬সেল  (সর্বোচ্চ ৩ ঘন্টা ব্যাকআপ)

ওয়ারেন্টিঃ                      ২ বৎসর

মুল্যঃ ৩৫,৫০০/-

ব্র্যান্ডঃ আসুস (ASUS)

মডেলঃ এ৫২এফ (A52F)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                         ইন্টেল কোর আই থ্রি  ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ           মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                            ২ গিবা. ডিডিআর৩; ২টি স্লট; ৪x২=৮ গিবা পর্যন্ত বাড়ানো যাবে

হার্ডডিস্ক ড্রাইভঃ         ৫০০ গিবা

স্ক্রীণ সাইজঃ                ১৫.৬" ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ  ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ             ১.৩ মেগা পিক্সেলস্‌

অপটিক্যাল ড্রাইভঃ       ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                              আছে

ল্যানঃ                               RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                          ৬সেল ৪৪০০mAh (সর্বোচ্চ ৩ ঘন্টা ব্যাকআপ)

ওয়ারেন্টিঃ                      ২ বৎসর

মুল্যঃ ৩৬,১০০/-

ব্র্যান্ডঃ গিগাবাইট (Gigabyte)

মডেলঃ ই১৪২৫এম (E1425M)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                                ইন্টেল কোর আই থ্রি  ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ                   মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                                    ২ গিবা. ডিডিআর৩; ২টি স্লট; ২x২=৪ গিবা পর্যন্ত বাড়ানো যাবে

হার্ডডিস্ক ড্রাইভঃ                 ৩২০ গিবা.

স্ক্রীণ সাইজঃ                       ১৪ ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ    ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ                 ১.৩ মেগা পিক্সেল

অপটিক্যাল ড্রাইভঃ           ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                                 আছে

ল্যানঃ                                  RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                              ৮ সেল, ৪৪০০ mAh (২.৩০ ঘন্টা)

ওয়ারেন্টিঃ                          ১ বৎসর

মুল্যঃ ৩৫,৫০০/-

ব্র্যান্ডঃ গিগাবাইট (Gigabyte)

মডেলঃ ই১৪২৫এম (E1425M)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                                ইন্টেল কোর আই থ্রি  ৩৫০এম (২.২৬ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ                   মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                                    ২ গিবা. ডিডিআর৩; ২টি স্লট; ২x২=৪ গিবা পর্যন্ত বাড়ানো যাবে

হার্ডডিস্ক ড্রাইভঃ                 ৩২০ গিবা.

স্ক্রীণ সাইজঃ                       ১৪ ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ    ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ                 ১.৩ মেগা পিক্সেল

অপটিক্যাল ড্রাইভঃ           ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                                 আছে

ল্যানঃ                                  RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                              ৮ সেল, ৪৪০০ mAh (২.৩০ ঘন্টা)

ওয়ারেন্টিঃ                          ২ বৎসর

মুল্যঃ ৩৫,৫০০/-~৩৬,০০০/-

ব্র্যান্ডঃ হায়ার (Haier)

মডেলঃ টি৬ (T6)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                                ইন্টেল কোর আই থ্রি  ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ                   মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                                    ২ গিবা. ডিডিআর৩

হার্ডডিস্ক ড্রাইভঃ                 ৩২০ গিবা.

স্ক্রীণ সাইজঃ                       ১৪ ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ    ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ                 ১.৩ মেগা পিক্সেল

অপটিক্যাল ড্রাইভঃ           ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                                 আছে

ল্যানঃ                                  RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                             ৬সেল, ৪৪০০ mAh (২.৩০ ঘন্টা)

ওয়ারেন্টিঃ                         ১ বৎসর

মুল্যঃ ৩৫,৫০০/-

ব্র্যান্ডঃ এসার (Acer)

মডেলঃ ৪৭৩৯-৩৭২জি৫০এমএন(4739-372G50Mn)

কনফিগারেশনঃ

প্রসেসরঃ                         ইন্টেল কোর আই থ্রি  ৩৭০এম (২.৪ গিগা হার্টজ, ৩মেগা লেভেল থ্রি ক্যাশ মেমরি)

ইন্টেল চিপসেটঃ           মোবাইল  ইন্টেল এইচ এম৫৫ এক্সপ্রেস চিপসেট

র‍্যামঃ                            ২ গিবা. ডিডিআর৩; ২টি স্লট; ৪x২=৮ গিবা পর্যন্ত বাড়ানো যাবে

হার্ডডিস্ক ড্রাইভঃ         ৫০০ গিবা

স্ক্রীণ সাইজঃ                ১৪ ইঞ্চি

রেজুলেশান পিক্সেলস্‌ঃ  ১৩৬৬x৭৬৮ (এল ই ডি ব্যাকলিট)

ওয়েব ক্যামেরাঃ           ১.৩ মেগা পিক্সেল

অপটিক্যাল ড্রাইভঃ       ডিভিডি রাইটার

ব্লুটুথঃ                              আছে

ল্যানঃ                               RJ45 জ্যাক, ওয়াইফাই

ব্যাটারীঃ                          ৬সেল  (সর্বোচ্চ ৩ ঘন্টা ব্যাকআপ)

ওয়ারেন্টিঃ                      ২ বৎসর

মুল্যঃ ৩৫,৫০০/-

বাজারে এই মুহুর্তে এই মডেল গুলোর চেয়ে কম দামে কোর আই থ্রি সিরিজের আর কোন মডেল খুজে পাইনি। এগুলোর মধ্যে আসুসেরটা ভাল বলে বিক্রেতারা মন্তব্য করেছেন। এছাড়া ৩৮,০০০-৪০,০০০/- টাকার মধ্যে প্রায় সকল ব্র্যান্ডের কোর আই থ্রি প্রসেসর যক্ত ল্যাপটপ পাবেন। ৩৯,৫০০/- এ পাবেন ২য় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর যুক্ত HP430 মডেলের ল্যাপটপ। কোর আই ফাইভ পাবেন সর্ব নিম্ন ৪২০০০/- টাকায় আর ২য় প্রজন্মের প্রসেসর যুক্ত কোর আই ফাইভ ল্যাপটপের দাম শুরু হয়েছে ৪২,৫০০/- থেকে। দোকান ভেদে ২০০-৫০০ টাকা পর্যন্ত কম পাবেন বলে আশা করি। আপনাদের কারও কাজে লাগলে আনন্দিত বোধ করব। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল জিনিস শেয়ার করেছেন। ধন্যবাদ

thanks bro. ami emon ekta tune khujsilam. ar hater kase peye tay first dekhe nilam. Thanks again.

ভাইয়া, আমার ভাল কনফিগারেশনের ডেস্কটপ পিসি আছে। ইবুক পড়া ও এডিট করা যাবে এবং ইনটারনেট ব্যবহার করা যাবে এরকম মিনি নেটবুক আকারে পাঁচ-ছয় হাজারের মধ্যে কোন ডিভাইস আছে কি?আপনার জানা থাকলে প্লিজ জানান।

    @কাইফ আমিন: না এমন কোন ডিভাইস নেই। ৭৮০০ টাকায় মিনি নেটবুক নামে কিছু রিকন্ডিশন ডিভাইস দেখে ছিলাম এলিফেন্ট রোডে। আবার কেউ কেউ ওয়ারেন্টি সহ ১০,৮০০ টাকায় বিক্রি করছে। ৮০০ MHz থেকে ১ গিগা হার্টজ পর্যন্ত এআরএম প্রসেসর, ৪ গিবা হার্ডডিস্ক, ওয়াইফাই আছে। এলিফেন্ট রোডে খুজে দেখতে পারেন। ধন্যবাদ

ধন্যবাদ

Level 0

vai ami ব্র্যান্ডঃ আসুস (ASUS) -মডেলঃ এ৪২এফ (A42F) laptop ti kinte chai. ata kothay paoya jabe? R atar graphics koto.
share korar jonno apnake onek dhonnobad .

    @TJ- Mir: আইডিবি ভবন/ ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান সেন্টার) দুই জায়গাতেই পাবেন। এটার কোন এক্সট্রা গ্রাফিক্স কার্ড নেই। তবে উইন্ডোজ ৭ এ ৭৫০-৮০০ মেবা এর মত দেখাবে। বিল্টইন গ্রাফিক্স প্রধানত র‍্যাম থেকে মেমরি শেয়ারিংয়ের মাধ্যমে গ্রাফিক্স মেমরি দেখায়। মুলত এজাতীয় ল্যাপটপে ৬৪ মেগা থেকে ২৫৬ পর্যন্ত হয়ে থাকে। ধন্যবাদ

I think it will be beneficial for me as I think to buy such a laptop. Thanks

আপনাকেও ধন্যবাদ

Level 2

বাংলাদেশে বিভিন্ন ল্যাপটপ এর configuration আর দাম জানার ভাল কোন সাইট এর অ্যাড্রেস দিতে পারবেন কি???

    @raks: http://www.ryanscomputers.com এ দেখতে পারেন। তবে এখানে দাম কিছুটা বেশি লেখা থাকে। সাধারণত ৫০০-১০০০ টাকা বেশি লেখা হয়ে থাকে যদিও কেনার সময় এটা বাদ দিয়ে দেয়া হয়। এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা। কারণ আমি কয়েক বার এমন হতে দেখেছি। ধন্যবাদ।

Thanks Vaiya ami ekti netbook kinte cachi kon banrd valo hobe and IDB te kon dokaner service valo hobe.

    @সৌরভ: এসারের গুলো মোটামোটি ভাল সার্ভিস দিয়ে থাকে। এন৫৫০/এন৫৭০ ডুয়াল কোর এটম প্রসেসরের নেটবুক কে প্রাধান্য দিবেন। ২ গিবা র‍্যাম হলে ভাল হয়। প্রায় সব নেটবুকেই ৪-১২ ঘন্টা ব্যাটারী ব্যাকআপ পাবেন। তবে এখনকার গুলোর বেশির ভাগই ৮ ঘন্টার মত ব্যাকআপ দিয়ে থাকে । যতদুর আমার জানা আছে তাতে রায়ানস্‌ কম্পিউটারস/কম্পিউটার সোর্স লিমিটেড ভাল বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। (আমার ব্যাক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বললাম)ধন্যবাদ।

খুবেই দরকারি পোস্ট দিয়েছেন আপনাকে ধন্যবাদ

laguk r na laguk emon nice info dear jonno thnx……. 🙂

Level 0

hp er kono laptop ki ase 40 er modde janale khushi hobo. asus er laptop kemon?

Level 0

assalamualaikum…etodine price ta update hoyeche…asha korchi abar eirokom akta tune korben…
50000 er majhe core i 3/5 akta model khuje dite parben asha korchi.ram 2+ &grafics card ta valo hote hobe.