কাল লিখেছিলাম NOKIA X3 মোবাইল নিয়ে রিভিউ । আজ আর ও একধাপ এগিয়ে NOKIA N97 নিয়ে আরও তথ্যবহুল রিভিউ লেখার চেষ্টা করবো । সাথে থাকুন, আশা করি আপনার প্রয়োজনীয় সব তথ্য জানাতে পারবেন ।
নোকিয়া N97 মোবাইলের উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে আছে ওয়্যারলেস নেটওয়ার্ক, wifi, Bluetooth streo, GPS, 3.5mm audio jack, 5MP এর অটোফোকাস এবং ডুয়েল লেড flush যুক্ত ক্যামেরা, অসংখ্য ফ্রী এ্যাপ্লিকেশন এবং 32GB এর বিশাল ইন্টারনাল মেমোরি কার্ড । আর যে সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে এর কি-প্যাড খুব একটা সফট না । তবে এতে কোন সন্দেহ নাই যে, NOKIA N97, S60 Smart phone গুলোর মাঝে সবচেয়ে সুবিধাজনক ।
এই মোবাইলটি ২০০৮ সালের নভেম্বরে সর্বপ্রথম বাজারে নিয়ে আসা হয় । বাজারে আসার পর NOKIA N97 মোবাইল যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয় । এর ডিসপ্লে TFT touch screen প্রযুক্তির যার ফলে অনেক smoothly আপনি মোবাইল ফোনে বিচরণ করতে পারবেন । নেভিগেশন এমনভাবে করা হয়েছে আপনি কখনো বিরক্ত অনুভব করবেন না এই ভেবে “মোবাইলটা touch screen না করলেই ভাল হতো” । color power 16M। ডিসপ্লে resolution power 360 x 640p, আর ডিসপ্লের আয়তন 3.5inches. auto turn off করার জন্য আপনি proximity sensor ব্যবহার করতে পারবেন । আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় NOKIA N97 এর সাথে আছে flush full QWETRY কিবোর্ড । কম্পিউটার স্টাইলে আপনি সবকিছু লিখতে পারবেন যা আপনার চ্যাট বা লেখালেখির কাজকে করবে আরও স্বাচ্ছন্দময় । Handwriting recognition অনেকের খুব পছন্দের একটা ফিচার । বাহ্যিকভাবে পুরো মোবাইলটার dimension 117.2 x 55.3 x 15.9 mm, 88 cc এবং ওজন 150g.
স্বাভাবিকভাবে NOKIA N97 2G & 3G দুইটা নেটওয়ার্কই সমর্থন করে । টুজিতে GSM 850/900/1800/1900 & 3G-তে HSDPA 900/1900/2100 ভার্সনে চলবে । এ মোবাইলের ওপারেটিং সিস্টেম Symbian S60 যেটা ৫ম জেনারেশনের টাচস্ক্রীন প্রযুক্তি সমর্থন করে । সুতারাং টাচস্ক্রীন মোবাইল হিসেবে এটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে এটা আশা করা যায়
5MP এর ক্যামেরা দিয়ে আপনি ২৫৯২*১৯৪৪ পিক্সেল এর স্টিল ইমেজ ধারণ করতে পারবেন আর সাথে DVD কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করা যাবে যার fps ক্ষমতা vga@30 fps. ক্যামেরার সাথে যুক্ত আছে dual led flash যা আপনাকে দিন রাত্রি যে কোন সময় HD image তুলতে সাহায্য করবে ।আরও আছে অটোফোকাস সুবিধা। NOKIA X3 এর রিভিউ এ আপনাদের বলেছিলাম কোন GPS সুবিধা নাই তবে NOKIA N97 এ আপনি ফ্রী GPS সুবিধা পাবেন । যে কোন সময় যে কোন জায়গা চিহ্নিত করা এখন ১সেকেন্ড এর ব্যাপার ।
যাদের হাতে সময় কম তারা এক নজরে পুরো ওভারভিউটা (সব ফিচার) দেখে নিতে পারেন ।
NETWORK | 2G-GSM(850/1800/900/1900) 3G-HSDPA(900/1900/2100) |
SIZE and WEIGHT | 117.2 x 55.3 x 15.9 mm, 150g |
DISPLAY | Touch Screen, TFT, 16m Colors |
Jeck and Speaker | 3.5mm, Streo Speakers |
Memory Power | Internal আছে 32GB, সাথে লাগাতে পারবেন সবোর্চ্চ 16GB |
GPRS,EDGE,3G | Class-32 এবং 3G Support আছে |
USB | আছে, v2.0 micro USB |
Operating System | সিমবিয়ান v9.4 |
CPU | 434Mhz ARM Processor |
GPS and MAPS | ফ্রী GPS সুবিধা আছে এবং pre loaded map ache. |
CAMERA | 5MP, 2592 x 1944p, Duel LED এবং Autofocus আছে |
Battery | Li আয়ন 1500 mAh |
Bangladeshi Price | Click Here for Update Price in Bangladesh |
বাংলাদেশে এই মোবাইলের দাম | এখানে ক্লিক করে বর্তমান বাজার দাম জানতে পারবেন |
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটার এত গুন লিখেছেন তাহলে N8 কথা কি লিখবেন ভাই, এসব পুরাতন কথা বাদ দেন নতুন নতুন কথা লিখেন।