আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। এবার একটু দুঃখিত হয়েই করতে বসলাম এই নতুন টিউন। আজ বিকাল ৪ টা ১০ মিনিটে একজন "বিশেষ" অজ্ঞ ওরফে "IDM বিশেষজ্ঞ" একটা টিউন করেছেন "আনলক করুন আপনার বাংলালিংকের মোডেম এবং যেকোনো অপারেটরের সংযোগ ব্যবহার করুন" শিরোনামে। যা আমার করা ২২ আগষ্টের হুবহু কপি পেষ্ট একটা টিউন। সেখানে আসল লেখার কোন রেফারেন্স উল্লেখ করাতো দূরে থাক আমার নিজের নেওয়া স্ক্রীনসটের টেম্পারিং করা হয়েছে। যেখানে যেখানে আমার সাইন ছিল তা মুছে ফেলা হয়েছে। আমার দেওয়া সফটওয়্যারটির লিঙ্কটা চেঞ্জ করে তিনি ভেবেছেন যে তার চুরি ধরা পড়বে না। আমার নিজের আনলক করা মডেমের আই এম ই আই নাম্বারটা চেঞ্জ করতে হয়ত ভুলে গেছে 😆 যা হোক। টেম্পারিং খুব একটা খারাপ করেনি কিন্তু চোর সব সময় কোন না কোন প্রমান ছেড়ে যায়। আমার নয় টেকটিউন্সের প্রায় সব লেখাই চুরি হয়। কিন্তু সেই চোরাই লেখা যদি কেউ চুরি যেখান থেকে করেছে সেখানেই পোস্ট করে তবে কেমন লাগবে বলুন। আমি তার পোস্টে আপত্তি জানালে ও নিন্দা জ্ঞাপনের পর চোর মহাশয় ভিষন নারাজ হয়েছেন। তিনি তার ভাবমুর্তি(!) অক্ষুন্ন রাখতে আমার কমেন্টিকে ডিলিট করে দিয়েছেন(!)। আমি মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি ওই ধরনের হীন মানসিকতার এক চোর কে টেকটিউন্সে রাখা যায় না। যে অপরের লেখা চুরি করে তার দেওয়া স্ক্রীনসট টেম্পারিং করে , আবার প্রতিবাদ জানালে মন্তব্য মুছে ফেলে এমন বেহায়াকে কি করা ঊচিৎ আমি তা জানি না। আপনাদের কাছেই এই প্রশ্নটি রাখলাম। আর মডারেটরদের কাছে উক্ত চোরকে ব্যান করার জন্য ও তার সকল চোরাই টিউন গুলো সরিয়ে ফেলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসল টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। সবাই সুস্থ থাকুন এই কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধুমাত্র আপনার টিঊনে কমেন্ট করার জন্য লগ ইন করলাম্
টেকটিউন্স দেখি চোরে ভরে গেছে ।এইডা কোন টেকটিউন ?এই টেকটিউন্স কে তো আমি চিনি না।
মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরণের ঘটনা ঘটতে দেওয়া উচিত হবে না। তাহলে কপিবাজেরা পেয়ে বসবে।