মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি…… সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি- রহস্যময় অভিযাত্রী

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। এবার একটু দুঃখিত হয়েই করতে বসলাম এই নতুন টিউন। আজ বিকাল ৪ টা ১০ মিনিটে একজন "বিশেষ" অজ্ঞ ওরফে "IDM বিশেষজ্ঞ" একটা টিউন করেছেন "আনলক করুন আপনার বাংলালিংকের মোডেম এবং যেকোনো অপারেটরের সংযোগ ব্যবহার করুন" শিরোনামে। যা আমার করা ২২ আগষ্টের হুবহু কপি পেষ্ট একটা টিউন। সেখানে আসল লেখার কোন রেফারেন্স উল্লেখ করাতো দূরে থাক আমার নিজের নেওয়া স্ক্রীনসটের টেম্পারিং করা হয়েছে। যেখানে যেখানে আমার সাইন ছিল তা মুছে ফেলা হয়েছে। আমার দেওয়া সফটওয়্যারটির লিঙ্কটা চেঞ্জ করে তিনি ভেবেছেন যে তার চুরি ধরা পড়বে না। আমার নিজের আনলক করা মডেমের আই এম ই আই নাম্বারটা চেঞ্জ করতে হয়ত ভুলে গেছে 😆  যা হোক। টেম্পারিং খুব একটা খারাপ করেনি কিন্তু চোর সব সময় কোন না কোন প্রমান ছেড়ে যায়। আমার নয় টেকটিউন্সের প্রায় সব লেখাই চুরি হয়। কিন্তু সেই চোরাই লেখা যদি কেউ চুরি যেখান থেকে করেছে সেখানেই পোস্ট করে তবে কেমন লাগবে বলুন। আমি তার পোস্টে আপত্তি জানালে ও নিন্দা জ্ঞাপনের পর চোর মহাশয় ভিষন নারাজ হয়েছেন। তিনি তার ভাবমুর্তি(!) অক্ষুন্ন রাখতে আমার কমেন্টিকে ডিলিট করে দিয়েছেন(!)। আমি মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি ওই ধরনের হীন মানসিকতার এক চোর কে টেকটিউন্সে রাখা যায় না। যে অপরের লেখা চুরি করে তার দেওয়া স্ক্রীনসট টেম্পারিং করে , আবার প্রতিবাদ জানালে মন্তব্য মুছে ফেলে এমন বেহায়াকে কি করা ঊচিৎ আমি তা জানি না। আপনাদের কাছেই এই প্রশ্নটি রাখলাম। আর মডারেটরদের কাছে উক্ত চোরকে ব্যান করার জন্য ও তার সকল চোরাই টিউন গুলো সরিয়ে ফেলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসল টিউনটি দেখতে এখানে ক্লিক করুন। সবাই সুস্থ থাকুন এই কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধরণের ঘটনা ঘটতে দেওয়া উচিত হবে না। তাহলে কপিবাজেরা পেয়ে বসবে।

    @Md. Shafiul Alam Chowdhury: টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।ভভ

      @IDM বিশেষজ্ঞ: এমনে না চিল্লায় একবার লিখলেই হল। আপনে যে কপি-পেষ্টে হাত পাকাইছেন তার প্রমান আবর এই কমেন্টেই দিলেন।

শুধুমাত্র আপনার টিঊনে কমেন্ট করার জন্য লগ ইন করলাম্
টেকটিউন্স দেখি চোরে ভরে গেছে ।এইডা কোন টেকটিউন ?এই টেকটিউন্স কে তো আমি চিনি না।

oi tune ta onek age 1bar dekhechilam. but ke korechilo kheyal chilona. ekhon sure holam. amio ekmot takey ban kora uchit…

এর আগে “লাবনী” নামে একজনকে আমি বলেছিলাম , যে আপনি যে আরেকজনেরে টিউনটি করলেন , আপনি কি উনার পারমিশন নিছেন , কিন্তু তাতে দেখা গেল , আমার নিচে আরো দু তিনটি কমেন্ট আসলো যারা আমার কথার বিরোধীতা করলো ,
যে এমন কেউ নাই যে টিউন চুরি করে না , ইত্যাদী অনেকগুলো কথা , এই জন্যে ভাবছি আর কেউ টিউন চুরি করে কপি পোষ্ট মারলে কিছুই বলবো না , এটা মডু ভাইদের ব্যাপার

Level 0

কিন্তু সেই চোরাই লেখা যদি কেউ চুরি যেখান থেকে করেছে সেখানেই পোস্ট করে তবে কেমন লাগবে বলুন– lol, amar mone hoy shei bechara jantona eta TT r tune, she hoyto emon kono blog theke copy kore ekhane paste koreche,jei bloger malik ei TT theke churi korechilo,lol, mane “double churi”
ki ar korben bro? hajarbar bolleo era churi korbei, “Allah eder manoshikota unnoto koruk”- ei prarthona kora chhara amader ar kichhui korar nai bro, bhalo thakben

হঠাৎ করেই কয়েকটি ব্লগে আমার নিজের লেখা চোখে পড়ল। যা কিনা আমি শুধু টেকটিউন্সেই লিখেছি। আবার অনেকেই দু একটি লেখা নিজের ব্লগে প্রকাশ করার জন্য আমার কাছে অনুমতি চেয়ে মেইল করেছেন। সব কিছু বিবেচনা করে দেখলাম আমার যা উদ্দেশ্য তা সাধন হলেই চলবে। আর আমার উদ্দেশ্য হল আমি যতটুকু জানি তা, যে জানেন না তাকে জানানো। তাই “আমার যে কোন লেখা যার খুশি যেখানে খুশি নির্দ্বিধায় ব্যবহার করুন। আমার নাম উল্লেখেরও প্রয়োজন নাই।” ধন্যবাদ।

ভাই আমি এই টিউন টা সকলের উপকারের জন্য করেছি। উপরে যেই কথাটুকু লিখলাম তা কিন্তু আপনার লেখা। আর এত ছোট মন আপনার। কষ্ট পাইলাম। আমি মনে করি প্রযুক্তি হওয়া উচিত উন্মুক্ত।

    @IDM বিশেষজ্ঞ: ও তাই! মুক্তমন হলে তো আপনারই উচিত ছিল সুত্র উল্লেখ করা। কপি পেস্ট বাহিনীদের জন্যেই সত্যিকার ব্লগারদের মনোবল ভেংগে যায়। ছিঃ

      @মিনহাজুল হক শাওন: ঠিক আছে শাওন। কিন্ত যিনি তার পোস্টে লিখেসেন “আমার যে কোন লেখা যার খুশি যেখানে খুশি নির্দ্বিধায় ব্যবহার করুন। আমার নাম উল্লেখেরও প্রয়োজন নাই।” ধন্যবাদ।
      তাহলে আমার দোষ কেন হবে। আর যদি দোষ হয় তাহলে টিটি কে বলব আমার টিউন টি মুছে ফেলার জন্য।
      সত্তিকার অর্থে আমার কাছে কোন বাংলালিঙ্ক মোডেম ছিল না। তাই ওনার screenshoot গুলা এডিট করেছিলাম।
      আমার টিউন টি মুছে ফেলা হলে খুশি হব। ধন্যবাদ

    @IDM বিশেষজ্ঞ: আমার সকল লেখা উন্মুক্ত। আপনি আমার তৈরি করা স্ক্রীণসট টেম্পার করেছেন। বলেন করেন নাই?? আপনি আমার সাইন মিশিয়ে নিজের ব্লগের নাম লিখেছেন। আপনি আপনার নিজের ব্লগে এটা লিখলে আমি কিছুই মনে করতাম না। কিন্তু আপনি সেখানেই পোষ্ট করেছেন যেখান থেকে এটা কপি করা। প্রযুক্তি উন্মুক্ত হওয়ার কারণেই আজকের এই ইন্টারনেট। আপনি আমার কমেন্ট আপনার পোষ্ট থেকে ডিলিট করলেন এটার কারণ দর্শান….. আমার মন ছোট আপনার মনে হতেই পারে। আপনি আপনার নিজের ব্লগে প্রকাশ করলে এটা নিয়ে কোন কথা বলতাম না আর টেম্পারিং করার কারণ দর্শান…

      @রহস্যময় অভিযাত্রী: আমি এই আনলক পদ্দতিটা অনেক আগেই জানতাম। কিন্ত আমার কাছে বাংলালিঙ্ক মোডেম না থাকার কারনে আপনার screenshoot use করছি। আমি নিজেও আসলে কপি পেস্ট বিরদ্ধে। Sorry From My heart………

@ IDM, হে হে হে !!!!!! তার মনে কি হলো >> বিষে বিশ নাশ :(<<

একটি টিউন করতে , টিউনারকে অনেক কষ্ট করতে হয় সেটি বোধহয় আপনার ও অজানা নয় , আমি মনে করি টিউন আপনি কপি মারতে পারেন তবে রেফারেন্স উল্লেখ করে তার লিংক ব্যবহার করা ১০০% জরুরী ।

আসলে এই সব অবৈধ কারনে টেকটিউন্সে আগের চেয়ে এখন অকেন কম টিউন হয়। মাঝে মাঝে আমার মনে টিউন করার সাধ জাগে, কিন্তু এই সব চোর বাটপারদের কারনে সাধ থাকলেও তখন আর সাধ্য ইচ্ছা থাকে না টিউন করার। আমি শুধু মন্তব্য করার জন্য লগিন করলাম। আপনার সবগুলো টিউনই চমৎকার হয়, ধন্যবাদ ভাল থাকবেন।

    @আব্দুল মালেক: আমি পুরাই বাদ দিসি টিউন করা। একজন আছে যিনি নিয়মিত নিজের ব্লগের বিজ্ঞাপণ দেন, টেকটিউনসের পোস্ট চুরি করেন আবার পোস্ট করে ফ্লেক্সি পাওয়ার লোভ দেখান। এরা টেকটিউনসে প্রকাশ্যে চলে। সঠিক মডারেশনের অভাবে টেকটিউনসের মান কমে যাচ্ছে। এদিকে নজর দিতে হবে অবশ্যই।

      হার্ডওয়্যারের উপর আপনি যে টিউন গুলো করেছিলে সেগুলো খুব ভাল ছিল। আমি এখনও আপনার সেই টিউনগুলোর অপেক্ষায় থাকি… কিন্তু আর আপনার টিউন চোখে পরে না। টেকটিউনস সামু ব্লগের মত হয়ে যাচ্ছে!!!

      @ শাওভ ভাই , আপনার কানে অসুখ হলে ,আপনি কি আপনার কান কেটে ফেলবেন ??? আপনার টিউন আমি দেখছি অনেক উচু মানের সকল টিউন ,

      প্রথমে আপনাকে চিনতে পারিনি , কারন আপনি (আপনার প্রফাইল ছবি টি পরিবর্তন করেছেন ) আপনাকে এখন আমি চিনেছি , আপনি টিটি পুরান ও অনেক বড় টিউনার

      সো, প্লিজ সব কিছু ভুলে আবার টিউন করা শুরু করুন………..অপেক্ষায় রইলাম।।

      @মিনহাজুল হক শাওন: মিনহাজ ভাই এরা কারা ? একটু জানাবেন ?

      এটি নিশ্চই আপনার টিউন পাতা (https://www.techtunes.io/tuner/minhazul.haq/)

      আপনারা টিউন তো টিউন বাদ দিলে , নতুন টিউনাররা টিটি k prua bass 🙁

      @প্লাবন: একটু এখানে ঘুরে আসুন http://www.comillait.com

      ইনি টেকটিউনসে নিয়মিত আসেন। টেকটিউনসের পোস্ট সেখানে নিয়মিত পাবেন, লেখকের নাম উল্লেখ ছাড়াই। নিজেরাই ফেক আর মেয়ে আইডি দিয়ে নিজেদের পোস্টে কমেন্ট করে। কি হাস্যকর!

      প্রথম পাতায় পেলাম এই লিংক এটা কিছুদিন আগে “আসিফ পাগলা সাব্বির” বা “সাব্বির আলম” ভাই করেছিলেন। উনারা সম্পুর্ন পোস্ট কমা দাড়ি সহ কপি করে বসাচ্ছেন।

      @প্রিন্স মাহমুদ: সময় পেলে শুরু করতে পারি। দেখা যাক, পরীক্ষা শেষ হল কেবল।

      @আব্দুল মালেক: ভাই প্রসেসর, ডিস্ক, বোর্ড আর র্যামের পর আর কিছু দেখছিনা। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে নতুন করে লিখতে হবে দু এক বছরের মাঝে। তাই জিরিয়ে নিচ্ছি হাহা।

সকলের কাছে সরি!

    @IDM বিশেষজ্ঞ: আমি লিখি না, তাই ঝামেলায় পড়তে হয়। কার লেখা কপি হবে, কে জানে! আবার কষ্ট করে লিখব, মডুরা সুন্দর করে পেন্ডিং করে দেবে কোন কারন ছাড়াই। কি দরকার ভাই!

modaretorer দৃষ্টি আকর্ষণ করতেছি।

তিব্র প্রতিবাদ জানাচ্ছি !!!

টিউন টি মুছে ফেললাম। টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।টিউন টি মুছে ফেললাম।

@ IDM বিশেষজ্ঞ: একবার লিখলেই ভাল হত। উপরের মন্তব্যে আপনি প্রমান করলেন যে আপনি একজন IDM বিশেষজ্ঞ!!! (অজ্ঞ)

একটা কথা আছে না, “চোরে না শুনে ধর্মের কাহিনী”, সেটা IDM বিশেষজ্ঞ আবার প্রমান করলেন। উনি টিটির লেখাটি মুছে খুব ফাল পাড়লেও http://mytechtunes24.blogspot.com/2011/10/blog-post.html এই লেখাটি কিন্ত ঠিকই রেখে দিয়েছে।

    @Md. Shafiul Alam Chowdhury: ধন্যবাদ বিনা পয়সায় আমার সাইটের বিজ্ঞাপন দেওয়ার জন্য। thanks thanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanks

    @Md. Shafiul Alam Chowdhury: আপনার ফাঁসি চাই। আপ্নে আরেকজন কে reply dilen kno?

আপনারা ভাই খালি মাথে চিল্লান। আমি গেলাম।

টেকটিউনস নীতিমালায় কপিপেস্ট টিউন নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে যার প্রয়োগ টেকটিউনসে খুবই কঠোর ভাবে করা হয়। প্রতিদিন এ ধরনের অসংখ্য টিউনারে আইডি প্রতিদিন ব্লক করা হয় তবে কিছু কিছু টিউন আমাদেরও অগোচর হয়ে যায়। উক্ত টিউনারকে অভিযোগ পাওয়া মাত্র তাকে ব্লক করা হয়েছে। এধরনের টিউনাররা ওয়েবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এদের বাদ দিতে হলে টিউন করা থেকে বিরত থেকে নয় বরং এদের প্রতিহত আমাদেরই করতে হবে।

তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সচেতন থাকুন টেকটিউনস ডেস্কের http://desk.techtunes.io এর মাধ্যমে টেকটিউনসকে জানান। টেকটিউনসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। মৌলিক, সৃজনশীল আর মানসম্মত টিউন ও টিউনারদের টেকটিউনস সর্বদা অগ্রাধিকার দেয়। ধন্যবাদ।

    Level 0

    a lot of thanks

Level New

টেকটিউনস সচেতন, ধন্যবাদ

কি যে বলি!

টেকটিউনস ত এখন এমন হইছে রিভিউ দিলে পোস্ট ডিলেইট করে দেয়।আরে ভাই আমাদের সবারই ব্লগ সাইট আসে আমরা রিভিউ দিতেই পারি এর জন্য পোস্ট ডিলেট করার কি প্রয়োজন। প্রযুক্তিকে মুক্ত করে দিতে হতে। এর পোস্ট সে কপি করবে করুক না তাতে কি সবাই জানতে পারলেই ব্যস।আর কি প্রয়োজন। সবাই ত ভাল মানের পোস্ট করতে পারে না তবে সে কিছু বুঝাতে চায় কিন্তু আমরা সেই সুযোগটা দেই না। কেন এমন…………………………………………………………………………..

খুব খারাপ

আজকে আমার টিটির একটা টিউন আরও একজন কপি পোস্ট মারছিল। পরে দেখি টিটির মডুরা দিলেত মারছে 😛 😀

Level 0

ki r bolbo sob e ses hoye gese gd

Level 0

We want to see tunes that have creativity……..not just copy-paste.

Level 0

মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা ওয়েবসাইডে দেখলাম যে, যেখানে যা কিছু পোষ্ট করা আছে সেগুলো কপি প্রোটেক্ট মানে পোষ্টগুলো কপি হয় না। আমি চেষ্টা করে দেখলাম কপি হচ্ছে না। তাই এই সাইডের কপি করা যদি বন্ধ করা যায় তাহলে মনে হয় কেউ কোন কিছু এখান থেকে কপি করতে পারবে।

    @asraf, কপি প্রটেক্ট করা যেমন সহম , এটি ভেঙ্গে পূনরায় কপি করা আরো সহজ । সো ম্যান্টালিটি চেন্জ না হলে কোন লাভ হবে না

Level 0

এত কপিপেস্ট হলে টেকটিউনে এক ধরনের জাভাস্ক্রিপ্ট এনাবল করতে হইবে যাতে পেইজে কোন রাইট ক্লিক হবেনা অতঃপর কপিও করতে পারবেনা। তবে হা জাভাস্ক্রিপ্ট ব্রাইজারে ডিসেবল করে দিলে কাজ হবেনা। আর নাইলে আরেকটা তো ওয়ার্ডপ্রেস প্লাগিন আছে যেটা আক্টিভ করলে কোন লেখা কপি করলেই একটা অপশন দেখায় যে কোথায় পেস্ট করতে চান লেখাটি তখন এম্বেড কোড দিবে যেখানে মেইন লিঙ্ক সহ অটোমেটিকলি এম্বেড হয়ে যাবে।

Level New

আমার কিছু পোস্ট টিউনারপেজে কপি হয়

@arifbd2015: @asraf: ভাই, আমি নিজে আমার সাইটে কপি প্রটেক্ট ব্যবহার করি। কিন্তু টি টি একটা অনেক বড় কমিউনিটি। আমার মনে হয় তারা চাইলেও কপি প্রটেক্টর ব্যবহার করতে পারবেনা। এতে অনেকে সমস্যায় পরতে পারে বা বিরক্ত হতে পারে। এর চেয়ে ভাল হয় – আমারা নিজেরাই সচেতন হই। যারা যারা বিভিন্ন সাইটে চুরি করা লেখা দেখব সবাই মিলে তাদের বিরুদ্ধে বাবস্থা নিলেই মনে হয় এগুলো আনেক টা কমতেপারে।